
‘এসেই কাজ শুরু করে দিয়েছেন মোস্তাফিজ।’ মোস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে দিল্লি ক্যাপিটালসের উচ্ছ্বাস প্রকাশ। নিজেদের ফেসবুক পেজে দিল্লি হিন্দিতে এ কথা লিখে মোস্তাফিজের বোলিংয়ের একটা ছবি পোস্ট করেছে। গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচ হারলেও কাটার মাস্টারের বোলিং যে কাল মুগ্ধতা ছড়িয়েছে, দিল্লির ফেসবুক পেজের এই পোস্ট দেখলে সেটি আর বলার অপেক্ষা রাখে না।
এর আগে দ্য ফিজকে স্বাগত জানিয়ে দিল্লি তাদের ফেসবুক পেজে লিখেছিল, ‘সাবধান! বাঘ চলে এসেছে!’ দুর্দান্ত বোলিংয়ে মোস্তাফিজও এবার বোঝালেন ‘বাঘ’ এসে গেছে।
৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, যেখানে ৭টি ডট বল আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ৪ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র একটা বাউন্ডারি। এই তথ্যগুলোই বলছে হারদিক পান্ডিয়ার দলকে কতটা ভুগিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। এবার আইপিএলে নিজের প্রথম ম্যাচেই ছিলেন দলের সেরা বোলার।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম ওভারেই ঋষভ পন্ত বল তুলে দিয়েছেন মোস্তাফিজের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে সময় নেননি বাংলাদেশি পেসার। প্রথম ওভারের তৃতীয় বলেই ম্যাথু ওয়েডকে ফিরিয়েছেন। অফ স্টাম্পের বাইরে বল পিচ করিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করিয়েছেন এই অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটারকে। ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও দিয়েছেন ৬ রান।
এরপর শেষ দিকে ডেথ ওভারে আবারও গুজরাটের রান তোলার গতি কমাতে অধিনায়কের আস্থা মোস্তাফিজ। ১৭তম ওভারেও উইকেট পাননি, তবে দিয়েছেন ৯ রান, যেখানে আগের ৩ ওভারে দিল্লির ব্যাটাররা রান তুলেছেন দশের বেশি। ইনিংসের এবং নিজের শেষ ওভারে ফিরিয়েছেন রাহুল তেওয়াটিয়া ও অভিনব মনহরকে। এই ওভারে দিয়েছেন মাত্র ৪ রান।
মোস্তাফিজের আলো ছড়ানো দিল্লির অন্য বোলাররা তাঁদের কাজটা ঠিকঠাক করতে পারেননি। গুজরাটের তাই সংগ্রহ দাঁড়িয়েছিল ৬ উইকেটে ১৭১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচটা জিততে পারেনি দিল্লি। ১৪ রানে হেরেছে পন্তের দল।

‘এসেই কাজ শুরু করে দিয়েছেন মোস্তাফিজ।’ মোস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে দিল্লি ক্যাপিটালসের উচ্ছ্বাস প্রকাশ। নিজেদের ফেসবুক পেজে দিল্লি হিন্দিতে এ কথা লিখে মোস্তাফিজের বোলিংয়ের একটা ছবি পোস্ট করেছে। গুজরাট টাইটানসের বিপক্ষে ম্যাচ হারলেও কাটার মাস্টারের বোলিং যে কাল মুগ্ধতা ছড়িয়েছে, দিল্লির ফেসবুক পেজের এই পোস্ট দেখলে সেটি আর বলার অপেক্ষা রাখে না।
এর আগে দ্য ফিজকে স্বাগত জানিয়ে দিল্লি তাদের ফেসবুক পেজে লিখেছিল, ‘সাবধান! বাঘ চলে এসেছে!’ দুর্দান্ত বোলিংয়ে মোস্তাফিজও এবার বোঝালেন ‘বাঘ’ এসে গেছে।
৪ ওভার বোলিং করে ২৩ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট, যেখানে ৭টি ডট বল আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, ৪ ওভার বোলিং করে দিয়েছেন মাত্র একটা বাউন্ডারি। এই তথ্যগুলোই বলছে হারদিক পান্ডিয়ার দলকে কতটা ভুগিয়েছেন ২৬ বছর বয়সী এই পেসার। এবার আইপিএলে নিজের প্রথম ম্যাচেই ছিলেন দলের সেরা বোলার।
টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রথম ওভারেই ঋষভ পন্ত বল তুলে দিয়েছেন মোস্তাফিজের হাতে। অধিনায়কের আস্থার প্রতিদান দিতে সময় নেননি বাংলাদেশি পেসার। প্রথম ওভারের তৃতীয় বলেই ম্যাথু ওয়েডকে ফিরিয়েছেন। অফ স্টাম্পের বাইরে বল পিচ করিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করিয়েছেন এই অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক ব্যাটারকে। ইনিংসের ষষ্ঠ ওভারে নিজের দ্বিতীয় ওভারে উইকেট না পেলেও দিয়েছেন ৬ রান।
এরপর শেষ দিকে ডেথ ওভারে আবারও গুজরাটের রান তোলার গতি কমাতে অধিনায়কের আস্থা মোস্তাফিজ। ১৭তম ওভারেও উইকেট পাননি, তবে দিয়েছেন ৯ রান, যেখানে আগের ৩ ওভারে দিল্লির ব্যাটাররা রান তুলেছেন দশের বেশি। ইনিংসের এবং নিজের শেষ ওভারে ফিরিয়েছেন রাহুল তেওয়াটিয়া ও অভিনব মনহরকে। এই ওভারে দিয়েছেন মাত্র ৪ রান।
মোস্তাফিজের আলো ছড়ানো দিল্লির অন্য বোলাররা তাঁদের কাজটা ঠিকঠাক করতে পারেননি। গুজরাটের তাই সংগ্রহ দাঁড়িয়েছিল ৬ উইকেটে ১৭১ রান। লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ম্যাচটা জিততে পারেনি দিল্লি। ১৪ রানে হেরেছে পন্তের দল।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৪ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে