
কিছুদিন হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দারুণ এক টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে দাপুটে জয়ের পরও অজি অধিনায়কের এখনো অনেক কিছুই প্রমাণ করার বাকি, সে কথাই মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি অ্যালান বোর্ডার। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতেই হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ও অধিনায়ক প্যাট কামিন্সের অগ্নিপরীক্ষা বলে মনে করেন অজি কিংবদন্তি।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি ক্রিকেটার জানান, ‘এটাই তার এবং অস্ট্রেলিয়া দলের জন্য অগ্নিপরীক্ষা হতে চলেছে।’
অ্যাশেজে ৪-০ ব্যবধানে জয় দিয়েই অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব শুরু করেন প্যাট কামিন্স। এরপর জিতেছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। গত বছর শ্রীলঙ্কার মাঠেও কামিন্সের নেতৃত্বে ১-১-এ সিরিজ ড্র করেছে অস্ট্রেলিয়া। তবে বোর্ডার-গাভাস্কার ট্রফি মানেই যে অন্য ভারত, তা জানেন অ্যালান বোর্ডার নিজেও। গত ১৯ বছর ধরেই ভারতে গিয়ে টেস্ট সিরিজ জিততে পারছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সে কথাই মনে করিয়ে দিলেন অ্যালান বোর্ডার। বললেন, ‘আমরা সেখানে অনেক দিন ধরেই জিততে পারিনি। ভারতে খেলাটা কঠিন। সেখানে জেতা আর ইংল্যান্ডে জেতা একই রকম।’ ভারত থেকে জয় নিয়ে ফেরাটা তাই কঠিনই মনে করছেন বোর্ডার। বলছেন, ‘আগামী ১২ মাস অস্ট্রেলিয়া ক্রিকেট দল ও অধিনায়ক প্যাট কামিন্সের জন্য অগ্নিপরীক্ষার মতো যাবে। প্যাটের জন্যও বিশেষ করে। কারণ সে একজন লড়াকু সৈনিক।’
কামিন্স অধিনায়ক হওয়ার পর শুরুতে কিছুটা হতাশই ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটিং কিংবদন্তি। সংবাদমাধ্যমের কাছে লুকাননি সে কথাও। বলেন, ‘একজন ফাস্ট বোলারকে অধিনায়ক করা দেখতে আমি আগ্রহী ছিলাম না। কিন্তু সে-ই আমাদের এক নম্বর বোলার এবং এখানে ব্যক্তির চেয়ে পদবিটাই বড়।’ একই সঙ্গে স্বীকারও করলেন, অধিনায়কত্ব দিয়ে নিজেকে প্রমাণও করেছেন কামিন্স। তাই প্রশংসা করতেও ভোলেননি বোর্ডার। বলেন, ‘সে দারুণভাবে অধিনায়কত্ব করে অনেককেই ভুল প্রমাণ করেছে।’
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতে চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ৯ জানুয়ারি নাগপুরে শুরু হবে প্রথম টেস্ট। ১৭ জানুয়ারি শুরু নয়াদিল্লি টেস্ট, তৃতীয় টেস্ট ধর্মশালায় শুরু হবে ১৭ ফেব্রুয়ারি এবং ৯ মার্চে আহমেদাবাদে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট।

কিছুদিন হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘরের মাঠে দারুণ এক টেস্ট সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। প্রোটিয়াদের বিপক্ষে ঘরের মাঠে দাপুটে জয়ের পরও অজি অধিনায়কের এখনো অনেক কিছুই প্রমাণ করার বাকি, সে কথাই মনে করিয়ে দিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেট কিংবদন্তি অ্যালান বোর্ডার। ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া বোর্ডার-গাভাস্কার ট্রফিতেই হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দল ও অধিনায়ক প্যাট কামিন্সের অগ্নিপরীক্ষা বলে মনে করেন অজি কিংবদন্তি।
অস্ট্রেলিয়ান গণমাধ্যম এবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কিংবদন্তি ক্রিকেটার জানান, ‘এটাই তার এবং অস্ট্রেলিয়া দলের জন্য অগ্নিপরীক্ষা হতে চলেছে।’
অ্যাশেজে ৪-০ ব্যবধানে জয় দিয়েই অস্ট্রেলিয়া দলের অধিনায়কত্ব শুরু করেন প্যাট কামিন্স। এরপর জিতেছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও। গত বছর শ্রীলঙ্কার মাঠেও কামিন্সের নেতৃত্বে ১-১-এ সিরিজ ড্র করেছে অস্ট্রেলিয়া। তবে বোর্ডার-গাভাস্কার ট্রফি মানেই যে অন্য ভারত, তা জানেন অ্যালান বোর্ডার নিজেও। গত ১৯ বছর ধরেই ভারতে গিয়ে টেস্ট সিরিজ জিততে পারছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। সে কথাই মনে করিয়ে দিলেন অ্যালান বোর্ডার। বললেন, ‘আমরা সেখানে অনেক দিন ধরেই জিততে পারিনি। ভারতে খেলাটা কঠিন। সেখানে জেতা আর ইংল্যান্ডে জেতা একই রকম।’ ভারত থেকে জয় নিয়ে ফেরাটা তাই কঠিনই মনে করছেন বোর্ডার। বলছেন, ‘আগামী ১২ মাস অস্ট্রেলিয়া ক্রিকেট দল ও অধিনায়ক প্যাট কামিন্সের জন্য অগ্নিপরীক্ষার মতো যাবে। প্যাটের জন্যও বিশেষ করে। কারণ সে একজন লড়াকু সৈনিক।’
কামিন্স অধিনায়ক হওয়ার পর শুরুতে কিছুটা হতাশই ছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটিং কিংবদন্তি। সংবাদমাধ্যমের কাছে লুকাননি সে কথাও। বলেন, ‘একজন ফাস্ট বোলারকে অধিনায়ক করা দেখতে আমি আগ্রহী ছিলাম না। কিন্তু সে-ই আমাদের এক নম্বর বোলার এবং এখানে ব্যক্তির চেয়ে পদবিটাই বড়।’ একই সঙ্গে স্বীকারও করলেন, অধিনায়কত্ব দিয়ে নিজেকে প্রমাণও করেছেন কামিন্স। তাই প্রশংসা করতেও ভোলেননি বোর্ডার। বলেন, ‘সে দারুণভাবে অধিনায়কত্ব করে অনেককেই ভুল প্রমাণ করেছে।’
বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ভারতে চারটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। ৯ জানুয়ারি নাগপুরে শুরু হবে প্রথম টেস্ট। ১৭ জানুয়ারি শুরু নয়াদিল্লি টেস্ট, তৃতীয় টেস্ট ধর্মশালায় শুরু হবে ১৭ ফেব্রুয়ারি এবং ৯ মার্চে আহমেদাবাদে শুরু হবে চতুর্থ ও শেষ টেস্ট।

ফুটবলপ্রেমীরা বিশ্বকাপ দেখার জন্য অধীর আগ্রহে থাকেন। ফলে বিশ্বজুড়ে থাকে টিকিট সংগ্রহের তুমুল লড়াই। অনলাইন ছাড়াও ফিফা তাদের সদস্যভুক্ত দেশগুলোর ফেডারেশনের জন্যও টিকিট বরাদ্দ রাখে। সে হিসেবে ২০২৬ বিশ্বকাপে বাফুফে ৩৩০ টিকিট কেনার সুযোগ পাবে ফিফার কাছ থেকে।
৩৬ মিনিট আগে
এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশের সম্ভাবনা আর নেই। তবে বাকি রয়েছে একটি ম্যাচ। সেই ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে তাদের মাটিতে ৩১ মার্চ মুখোমুখি হবেন হামজা-শমিতরা। এই ম্যাচের আগে সিলেটে বাংলাদেশকে একটি প্রীতি ম্যাচ খেলাতে চায় বাফুফে। কিন্তু এবারও পায়নি শক্ত প্রতিপক্ষ।
১ ঘণ্টা আগে
সিনিয়রদের এশিয়া কাপে বেশ বিতর্কের জন্ম দিয়েছিল পাকিস্তানের সঙ্গে ভারতের হাত না মেলানো ইস্যু। এবার যুব বিশ্বকাপে বাংলাদেশ-ভারত ম্যাচেও দেখা গেল একই চিত্র। টসের সময় হ্যান্ডশেক করেননি বাংলাদেশ-ভারত অধিনায়ক। তা রীতিমত খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। যদিও বিসিবি বলছে, করমর্দন না করাটা নিতান্তই অনিচ্ছাকৃত।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে আজ ঢাকায় এসেছেন আইসিসির ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা। তাঁকে নিয়ে আজ মিরপুরে বৈঠকে বসেছে বিসিবি। কিন্তু এই আলোচনায়ও আসেনি তেমন কোনো সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে