
জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে কিউইরা। ভেডন কনওয়ে ও রাচিন রবীন্দ্র জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড।
এতে করে সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে হারার প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। ২৮৩ রানের লক্ষ্য কনওয়ে ও রাচিনের জোড়া সেঞ্চুরি ৮২ বল হাতে রেখে জয় পায়। কনওয়ে ১৫২ এবং বরীন্দ্র ১২৩ রানে অপরাজিত থাকেন। দুজনের অপরাজিত ২৭৩ রানের জুটিতে কিউইরা জয় পেলেও পেসার ম্যাট হেনরির অবদান কিন্তু কম নয়। প্রতিপক্ষকে তিনশোর নিচে আটকাতে দুর্দান্ত বোলিং করেছেন তিনি।
উইকেট সংখ্যায় অবশ্য হেনরির অবদান বোঝা যাবে না। ম্যাচে ৪৮ রানে ৩ উইকেটে নিয়েছেন তিনি। তবে তাঁর ৩ উইকেটের গুরুত্ব অনন্য। উইকেট তিনটি ছিল নিউজিল্যান্ডের দুঃসময়ের আশার আলো। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় ইংল্যান্ড। প্রথম উইকেটে ৪০ রানের জুটি গড়েন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। সে সময় ১৪ রানে মালানকে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন তিনি।
১১৮ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ড যখন স্বস্তিতে ঠিক সেময় জস বাটলারকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন জো রুট। পঞ্চম উইকেটে ৭০ রানের জুটি গড়েন তাঁরা। তাঁদের জুটি ইংল্যান্ডকে বড় সংগ্রহের আশা দেখাচ্ছিল। আর নিউজিল্যান্ডকে জুটি না ভাঙার আক্ষেপে পোড়াচ্ছিল। ৩৩ তম ওভারে হেনরির হাতে বল তুলে দিলেন অধিনায়ক টম লাথাম। ওভারের দ্বিতীয় বলেই লাথামের আস্থার প্রতিদান দিলেন কিউই পেসার। দলের আতঙ্ক হয়ে ওঠা বাটলারকে ৪৩ রানে ফিরিয়ে দিলেন তিনি। পরে ইংল্যান্ডের শেষ স্বীকৃত ব্যাটার স্যাম কারানকেও আউট করেন তিনি। দুই দল মিলিয়ে তাঁর চেয়ে আর কোনো বোলার বেশি উইকেট পায়নি। এক মেডেন দিয়ে ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নেন।

জয় দিয়ে বিশ্বকাপ শুরু করেছে নিউজিল্যান্ড। উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে কিউইরা। ভেডন কনওয়ে ও রাচিন রবীন্দ্র জোড়া সেঞ্চুরিতে ৯ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড।
এতে করে সর্বশেষ বিশ্বকাপের ফাইনালে হারার প্রতিশোধ নিল নিউজিল্যান্ড। ২৮৩ রানের লক্ষ্য কনওয়ে ও রাচিনের জোড়া সেঞ্চুরি ৮২ বল হাতে রেখে জয় পায়। কনওয়ে ১৫২ এবং বরীন্দ্র ১২৩ রানে অপরাজিত থাকেন। দুজনের অপরাজিত ২৭৩ রানের জুটিতে কিউইরা জয় পেলেও পেসার ম্যাট হেনরির অবদান কিন্তু কম নয়। প্রতিপক্ষকে তিনশোর নিচে আটকাতে দুর্দান্ত বোলিং করেছেন তিনি।
উইকেট সংখ্যায় অবশ্য হেনরির অবদান বোঝা যাবে না। ম্যাচে ৪৮ রানে ৩ উইকেটে নিয়েছেন তিনি। তবে তাঁর ৩ উইকেটের গুরুত্ব অনন্য। উইকেট তিনটি ছিল নিউজিল্যান্ডের দুঃসময়ের আশার আলো। টস হেরে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু পায় ইংল্যান্ড। প্রথম উইকেটে ৪০ রানের জুটি গড়েন ডেভিড মালান ও জনি বেয়ারস্টো। সে সময় ১৪ রানে মালানকে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন তিনি।
১১৮ রানে ৪ উইকেট নিয়ে নিউজিল্যান্ড যখন স্বস্তিতে ঠিক সেময় জস বাটলারকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন জো রুট। পঞ্চম উইকেটে ৭০ রানের জুটি গড়েন তাঁরা। তাঁদের জুটি ইংল্যান্ডকে বড় সংগ্রহের আশা দেখাচ্ছিল। আর নিউজিল্যান্ডকে জুটি না ভাঙার আক্ষেপে পোড়াচ্ছিল। ৩৩ তম ওভারে হেনরির হাতে বল তুলে দিলেন অধিনায়ক টম লাথাম। ওভারের দ্বিতীয় বলেই লাথামের আস্থার প্রতিদান দিলেন কিউই পেসার। দলের আতঙ্ক হয়ে ওঠা বাটলারকে ৪৩ রানে ফিরিয়ে দিলেন তিনি। পরে ইংল্যান্ডের শেষ স্বীকৃত ব্যাটার স্যাম কারানকেও আউট করেন তিনি। দুই দল মিলিয়ে তাঁর চেয়ে আর কোনো বোলার বেশি উইকেট পায়নি। এক মেডেন দিয়ে ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নেন।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১২ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৩ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে