ঢাকা: করোনার থাবায় মাঝপথেই অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এই সিদ্ধান্তে একমত শোয়েব আখতার। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস টুইটারে জানিয়েছেন, জীবনের চেয়ে বড় কিছু নয়। আইপিএলে এক বছর টাকা-পয়সা না কামালে কিছু আসবে–যাবে না!
বিসিসিআইয়ের আইপিএল স্থগিতের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন শোয়েব। পিন্ডি এক্সপ্রেস টুইট করেছেন, ‘ভারতের করোনা পরিস্থিতি খুব উদ্বেগজনক। আমি দুসপ্তাহ ধরে ব্যাপারটি নিয়ে বলে আসছি। মানুষের জীবন বাঁচানোই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
আইপিএল স্থগিত হওয়ায় আড়াই হাজার কোটি টাকা ক্ষতির মুখে পড়েছে বিসিসিআই। শোয়েবের কথায় অবশ্য সান্ত্বনা খুঁজে নিতে পারেন সৌরভরা, ‘এই পরিস্থিতিতে আইপিএল আয়োজন করা মোটেই সমীচীন নয়। এক বছরের এই আর্থিক ক্ষতিতে কিছু আসবে–যাবে না।’
কঠিন পরিস্থিতিতে আইপিএল আয়োজন নিয়ে অবশ্য নিয়মিত সরব শোয়েব। দুই সপ্তাহ আগে নিজের ইউটিউব চ্যানেলে বলেছিলেন, ‘ভারতের বর্তমান পরিস্থিতি খুব খারাপ। প্রতিদিন গড়ে ৪ লাখের ওপর মানুষ করোনা পজেটিভ হচ্ছে। মারা যাচ্ছে অসংখ্য মানুষ। এমন পরিস্থিতিতে আইপিএল হওয়া উচিত না।’
শোয়েবসহ আরও অনেক সাবেক ক্রিকেটার উচ্চকণ্ঠ হয়েছিলেন মহামারিতে আইপিএল আয়োজন নিয়ে। একটু দেরিতে হলেও বিষয়টি উপলব্ধি করেছেন আয়োজকেরা।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৮ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে