
টেস্টে সিরিজ জয়ের পর ওয়ানডেতেও দুর্দান্ত শুরু করেছে ভারত। প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা।
লক্ষ্য মাত্র ১৮৯ রান। সেই লক্ষ্য তাড়া করতেই ঘাম ছুটেছে ভারতের। তবে ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে অপরাজিত ১০৮ রানের জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছেন লোকেশ রাহুল।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেও বড় পুঁজি পায়নি অজিরা। ওপেনার মিচেল মার্শের ফিফটিতে ২০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ১২৯ রান করে ফেলেছিল সফরকারীরা। কিন্তু এর পরের ১৫ ওভারের মধ্যেই অলআউট তারা। মোহাম্মদ শামি ও জাদেজার ঘূর্ণিতে ৩৫.৪ ওভারে ১৮৮ রান করতে পারে অজিরা।
৬৫ বলে মার্শের ৮১ রানের ইনিংস ছাড়া আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন জশ ইংলিস। ৩টি করে উইকেট ভাগাভাগি করেছেন শামি ও মোহাম্মদ সিরাজ।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভালো শুরু করে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের তোপে ৩৯ রানের মধ্য চার টপ-অর্ডারকে হারিয়ে ধুঁকছিল ভারত। দলীয় শতরান পেরোনোর আগে নেই ৫ উইকেট। সেখান থেকেই উইকেটরক্ষক রাহুল ও অলরাউন্ডার জাদেজার জুটি। এই জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ভারতের ষষ্ঠ উইকেটে চতুর্থ সর্বোচ্চ। দুজনে মাঠ ছাড়েন ভারতকে জয় এনে দিয়ে।
রাহুল ৯১ বলে ৭ চার ও ১ ছয়ে অপরাজিত থাকেন ৭৫ রানে। অথচ বাজে পারফরম্যান্সের কারণে বেশ কয়েক দিন ধরে সমালোচিত হচ্ছিলেন তিনি। ওয়ানডেতে পাঁচে নেমে অবশ্য সফল রাহুল। এবারও তার প্রমাণ দিলেন। এই পজিশনে গত ৭ ইনিংসে ৫৬ গড়ে ৩ ফিফটিতে ২৮০ রান করেছেন তিনি।
ম্যাচ সেরা হওয়া জাদেজা ৬৯ বলে ৫ চারে করেন অপরাজিত ৪৫ রান। তার আগে বোলিংয়ে ৯ ওভারে ৪৬ দিয়ে ২ উইকেট নেন তিনি।

টেস্টে সিরিজ জয়ের পর ওয়ানডেতেও দুর্দান্ত শুরু করেছে ভারত। প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে স্বাগতিকেরা।
লক্ষ্য মাত্র ১৮৯ রান। সেই লক্ষ্য তাড়া করতেই ঘাম ছুটেছে ভারতের। তবে ষষ্ঠ উইকেটে রবীন্দ্র জাদেজাকে নিয়ে অপরাজিত ১০৮ রানের জুটি গড়ে দলকে জয় এনে দিয়েছেন লোকেশ রাহুল।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেও বড় পুঁজি পায়নি অজিরা। ওপেনার মিচেল মার্শের ফিফটিতে ২০ ওভারের মধ্যে ২ উইকেট হারিয়ে ১২৯ রান করে ফেলেছিল সফরকারীরা। কিন্তু এর পরের ১৫ ওভারের মধ্যেই অলআউট তারা। মোহাম্মদ শামি ও জাদেজার ঘূর্ণিতে ৩৫.৪ ওভারে ১৮৮ রান করতে পারে অজিরা।
৬৫ বলে মার্শের ৮১ রানের ইনিংস ছাড়া আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেছেন জশ ইংলিস। ৩টি করে উইকেট ভাগাভাগি করেছেন শামি ও মোহাম্মদ সিরাজ।
ব্যাটিংয়ের মতো বোলিংয়েও ভালো শুরু করে অস্ট্রেলিয়া। মিচেল স্টার্কের তোপে ৩৯ রানের মধ্য চার টপ-অর্ডারকে হারিয়ে ধুঁকছিল ভারত। দলীয় শতরান পেরোনোর আগে নেই ৫ উইকেট। সেখান থেকেই উইকেটরক্ষক রাহুল ও অলরাউন্ডার জাদেজার জুটি। এই জুটি অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডেতে ভারতের ষষ্ঠ উইকেটে চতুর্থ সর্বোচ্চ। দুজনে মাঠ ছাড়েন ভারতকে জয় এনে দিয়ে।
রাহুল ৯১ বলে ৭ চার ও ১ ছয়ে অপরাজিত থাকেন ৭৫ রানে। অথচ বাজে পারফরম্যান্সের কারণে বেশ কয়েক দিন ধরে সমালোচিত হচ্ছিলেন তিনি। ওয়ানডেতে পাঁচে নেমে অবশ্য সফল রাহুল। এবারও তার প্রমাণ দিলেন। এই পজিশনে গত ৭ ইনিংসে ৫৬ গড়ে ৩ ফিফটিতে ২৮০ রান করেছেন তিনি।
ম্যাচ সেরা হওয়া জাদেজা ৬৯ বলে ৫ চারে করেন অপরাজিত ৪৫ রান। তার আগে বোলিংয়ে ৯ ওভারে ৪৬ দিয়ে ২ উইকেট নেন তিনি।

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগে
জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাট
২ ঘণ্টা আগে
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দি
৩ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১৪ ঘণ্টা আগে