Ajker Patrika

রানখরার সিলেটে উজ্জ্বল মোস্তাফিজরা

অয়ন রায়, ঢাকা  
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১১: ৪৬
৮ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ছবি: বিসিবি
৮ ম্যাচে ১৩ উইকেট নিয়েছেন মোস্তাফিজ। ছবি: বিসিবি

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম, মিরপুরের শেরেবাংলা স্টেডিয়াম—বরাবরের মতো ২০২৬ বিপিএল এই তিন ভেন্যুতেই হওয়ার কথা ছিল। কিন্তু বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে বিপিএলের সূচিতে জটিলতা তৈরি হয়। চট্টগ্রামকে বাদ দিয়ে ভেন্যুর সংখ্যা কমিয়ে দুটিতে নিয়ে আসা হয়।

চট্টগ্রামে যে ১২ ম্যাচ হওয়ার কথা ছিল, সেই ম্যাচগুলো যোগ করা হয় সিলেট পর্বে। ৩৪ ম্যাচের মধ্যে ২৪ ম্যাচ হয়ে গেছে সিলেট পর্বে। মিরপুরে পরশু শুরু হবে বিপিএলের শেষ অংশ। লিগ পর্বের ৬ ম্যাচ, প্লে-অফসহ মিরপুর শেরেবাংলায় হবে ১০ ম্যাচ। ‘ধানখেতের উইকেট’ নামে পরিচিত মিরপুরের আগে কতটা প্রত্যাশা পূরণ করতে পেরেছে বিপিএলের সিলেট পর্ব? পরিসংখ্যানই বলে দেবে সবকিছু। এখন পর্যন্ত ২৩ ম্যাচ শেষে ২০২৬ বিপিএলের রানরেট ৭.৭; যা বিপিএল ইতিহাসে সিলেটে এক মৌসুমে দ্বিতীয় সর্বনিম্ন।

আইপিএল তো বটেই, বিশ্বের বেশির ভাগ ফ্র্যাঞ্চাইজি এমনকি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ২০০ বা তার বেশি রান তাড়া করে জিততে এখন হরহামেশা দেখা যায়। ২৫০ থেকে ৩০০ রানও নিয়মিত দেখা যায় টি-টোয়েন্টিতে। সেই তুলনায় বিপিএল কতটা পিছিয়ে, সেটা সিলেট পর্বের পরিসংখ্যানেই স্পষ্ট। এখন পর্যন্ত টুর্নামেন্টে ২০০ রানের ইনিংস দেখা যায়নি। ৪৬ ইনিংসের মধ্যে তিনবার ১৯০ বা তার বেশি স্কোর হয়েছে। সিলেট টাইটানসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস করেছে ৫ উইকেটে ১৯৮ রান। বাকি দুবার হয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই। গত বছরের ২৬ ডিসেম্বর সিলেট টাইটানসের ১৯১ রানের লক্ষ্যে নেমে রাজশাহী ওয়ারিয়র্স ২ উইকেটে করেছিল ১৯৫ রান।

সেঞ্চুরি এখন পর্যন্ত একটাই হয়েছে। সিলেটের বিপক্ষে উদ্বোধনী ম্যাচে রাজশাহী ওয়ারিয়র্সের অধিনায়ক ৬০ বলে করেছিলেন ১০১ রান। নার্ভাস নাইনটিতে কাটা পড়েছেন মোহাম্মদ নবির ছেলে হাসান ইসহাকিল। গত পরশু ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ইসহাকিল ৯২ রানে আউট হয়েছিলেন। নবি, তাঁর ছেলে—দুজনেই খেলছেন নোয়াখালী এক্সপ্রেসের হয়ে। রংপুর রাইডার্সের তাওহীদ হৃদয় (৯৭*) ও ঢাকা ক্যাপিটালসের নাসির হোসেন (৯০*) সুযোগের অভাবে সেঞ্চুরি করতে পারেননি।

প্রথমবারের মতো বিপিএলে আসা নোয়াখালী বেশ পিছিয়ে। ৮ ম্যাচ খেলে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে দলটি ছয় নম্বরে। বোলিংটা ভালো হলেও ব্যাটিংটা জ্বলে উঠছে না। ৬.০৭ ইকোনমিতে ১৪ উইকেট নিয়ে এবারের বিপিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেটশিকারি নোয়াখালীর হাসান মাহমুদ।

এবারের বিপিএলে বিদেশিদের সঙ্গে পাল্লা দিয়ে খেলছেন স্থানীয়রা। ২৩ ম্যাচের মধ্যে ১৩টিতেই দেশি ক্রিকেটাররা ম্যাচসেরা হয়েছেন। রাজশাহী ওয়ারিয়র্সের রিপন মণ্ডল ও শান্ত, রংপুরের মাহমুদউল্লাহ রিয়াদ এবং সিলেটের নাসুম দুবার করে ম্যাচসেরা হয়েছেন। বছরের প্রথম দিন রংপুর রাইডার্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের সুপার ওভারের রোমাঞ্চে জয়টা এসেছে রিপনের অসাধারণ বোলিংয়ে। ২৮৮ রান করে টুর্নামেন্টে সর্বোচ্চ রান সংগ্রাহক সিলেটের ইমন। শান্তর সমান ১৩টি ছক্কা মেরে ২০২৬ বিপিএলে যৌথভাবে সর্বোচ্চ ছক্কা মেরেছেন ইমন। বিশ্বকাপ দলে জায়গা করে নিতে শান্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকার ইঙ্গিত দিলেও সেটা আদতে হয়নি। সে ক্ষেত্রে বিশ্বকাপের আগে ইমনের প্রস্তুতি দারুণই হচ্ছে। বিশ্বকাপ দলে থাকা আরেক ব্যাটার হৃদয়ও (২০৭) আছেন সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহকের তালিকায়।

হাসান মাহমুদ বিশ্বকাপ দলে না থাকলেও সর্বোচ্চ উইকেটশিকারির প্রথম পাঁচে আছেন বিশ্বকাপ দলের শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও নাসুম। সমান ১৩টি করে উইকেট নিয়েছেন শরীফুল ও মোস্তাফিজ। নাসুমের এবারের বিপিএলে ইনিংসে ৫ উইকেট নেওয়ার কীর্তিও রয়েছে। বিপিএল শেষেই বাংলাদেশকে ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য। ৭ ফেব্রুয়ারি থেকে ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। যদি কোনো কারণে বাংলাদেশের বিশ্বকাপের ম্যাচ শ্রীলঙ্কায় স্থানান্তরিত হয়, সে ক্ষেত্রে বিপিএলের পারফরম্যান্সটা ধরে রাখতে পারলে বিশ্বকাপে ইমন-হৃদয়দের প্রস্তুতিটা হবে দারুণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

ফাটা বাঁশের চিপায় ইরান

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

আজকের রাশিফল: রোমান্সের চেয়ে তর্কের যোগ বেশি, মেজাজটা পকেটে রাখুন

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বিশ্বকাপ দলে না থাকা শান্ত-হাসানরাই কাঁপাচ্ছেন বিপিএল

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১৩: ৫১
এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রাহক শান্ত। ছবি: বিসিবি
এখন পর্যন্ত শীর্ষ রান সংগ্রাহক শান্ত। ছবি: বিসিবি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল লো স্কোরিং ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। এদিন মাত্র ৫ রান করেই সাজঘরে ফেরেন নাজমুল হোসেন শান্ত। মোহাম্মদ মিঠুনের দলের বিপক্ষে ব্যাটিং দেখে এই বাঁ হাতিকে বিবেচনা করার সুযোগ থাকছে না। কারণ বিপিএলের সিলেট পর্ব শেষে রান সংগ্রাহকদের তালিকার শীর্ষে আছেন শান্ত।

বোলারদের মধ্যে দাপট দেখাচ্ছেন হাসান মাহমুদ। এখন পর্যন্ত সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন নোয়াখালী এক্সপ্রেসের এই পেসার। বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকলেও টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে ব্রাত্য এই দুজন। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দিন দশের আগে দল দিয়েছে বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। সে দলে জায়গা হয়নি শান্ত ও হাসানের।

অধিনায়কত্বের মতো ব্যাট হাতেও রাজশাহীকে সামনে থেকেই নেতৃত্ব দিচ্ছেন শান্ত। সিলেট টাইটান্সকে ৮ উইকেট হারিয়ে বিপিএল শুরু করেছিল রাজশাহী। সে ম্যাচে ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে দলটির জয়ের নায়ক শান্ত। জেতেন ম্যাচসেরার পুরস্কার। রংপুর রাইডার্সের বিপক্ষে ৭ উইকেটে জয়ের দিনে ৭৬ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শান্ত। সেদিনও ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার উঠে তাঁর হাতে।

সিলেট পর্ব শেষে ৮ ইনিংসে শীর্ষে থাকা শান্তর সংগ্রহ ২৯২ রান। ১৪২.৪৩ স্ট্রাইকরেটে ব্যাট করেছেন তিনি। এবারের বিপিএলে ন্যূনতম দুশো রান করেছেন এমন ব্যাটারদের মধ্যে শান্তর চেয়ে বেশি স্ট্রাইকরেট নেই আর কারও। তাঁর এমন ব্যাটিং পারফরম্যান্সের মতো উড়ছে রাজশাহীও। ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে ফ্র্যাঞ্চাইজিটি।

রাজশাহীর উল্টো মেরুতে আছে নোয়াখালী। মাত্র ২ জয়ে টেবিলে সবার নিচে আছে নবাগত ফ্র্যাঞ্চাইজিটি। নোয়াখালী বাদ পড়ার শঙ্কায় থাকলেও ব্যক্তিগত পারফরম্যান্সে বেশ উজ্জ্বল হাসান। এখন পর্যন্ত খেলা ৮ ম্যাচে তাঁর শিকার ১৪ উইকেট। ওরভারপ্রতি খরচ করেছেন ৬.০৭ রান। ন্যূনতম ৬ উইকেট নেওয়ার বোলারদের মধ্যে সবচেয়ে কম খরুচে বোলিং করেছেন হাসান। রংপুরকে হারিয়ে এবারের বিপিএলে প্রথম জয়ের দেখা পায় নোয়াখালী। সে ম্যাচে ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচেসরার পুরস্কার জেতেন হাসান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

ফাটা বাঁশের চিপায় ইরান

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

আজকের রাশিফল: রোমান্সের চেয়ে তর্কের যোগ বেশি, মেজাজটা পকেটে রাখুন

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

অবসরের ঘোষণা ৮ বিশ্বকাপজয়ী ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১২: ৪৫
অ্যালিসা হিলি। ছবি: এক্স
অ্যালিসা হিলি। ছবি: এক্স

১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে অ্যালিসা হিলির অর্জনের খাতাটা বেশ ভারী। মেয়েদের ক্রিকেট ইতিহাসের সেরা ক্রিকেটার মনে করা হয় তাঁকে। এবার বর্ণাঢ্য ক্যারিয়ার শেষে বাইশ গজ থেকে বিদায়ের ঘোষণা দিলেন ৮ বিশ্বকাপজয়ী এই উইকেটরক্ষক ব্যাটার। হিলি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

আগামী ফেব্রুয়ারি ও মার্চে নিজেদের মাঠে ভারতের বিপক্ষে তিনটি করে টি–টোয়েন্টি ও ওয়ানডে এবং একটি টেস্ট খেলবে অস্ট্রেলিয়া। এশিয়ান দলটির বিপক্ষে সিরিজ শেষেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেবেন হিলি। ট্রিপল এম ক্রিকেটের ‘উইলো টক’ পডকাস্টে নিজের অবসরের কথা জানান অজিদের অধিনায়ক। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে দলকে নতুনকরে সাজানোর সুযোগ দিতে ভারতের বিপক্ষে এই সংস্করণের সিরিজে দেখা যাবে না হিলিকে।

হিলি বলেন, ‘অনেক দিন ধরেই এই বিষয়টি নিয়ে (অবসর) ভাবছিলাম। অস্ট্রেলিয়ার জার্সিতে খেলার যে আবেগ সেটা আমার কাছে আগের মতোই আছে। কিন্তু ক্যারিয়ারের শুরু থেকে যে প্রতিযোগিতামূলক জেদ আমার ভেতর কাজ করত সেটা আর আগের মতো নেই। তাই নিজেকে সরিয়ে নেওয়ার জন্য এটাই সঠিক সময় বলে মনে করছি।’

দীর্ঘ দিন অস্ট্রেলিয়াকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করতে পেরে গর্বিত হিলি, ‘সতীর্থদের কথা খুব মনে পড়বে। দলের সবার সঙ্গে অনেক গান গেয়েছি, ওপেনিং করতে নেমেছি। এসব খুব মনে পড়বে। দেশের জার্সিতে মাঠে নেমেছি। এটা আমার জন্য অনেক বড় সম্মানের। অস্ট্রেলিয়ার হয়ে আরও একটি সিরিজ খেলার সুযোগ পাচ্ছি, এজন্য আমি কৃতজ্ঞ।’

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে ২০১০ সালের ১০ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন হিলি। এখন পর্যন্ত দেশের জার্সিতে ১০ টেস্ট, ১২৩ ওয়ানডের পাশাপাশি ১৬২টি টি–টোয়েন্টি খেলেছেন। ৩ সংস্করণ মিলিয়ে করেছেন ৭১০৬ রান। সেঞ্চুরির দেখা পেয়েছেন আটবার। অস্ট্রেলিয়ার হয়ে ছয়টি টি–টোয়েন্টি এবং দুটি ওয়ানডে বিশ্বকাপ জিতেছেন তিনি। দারুণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ২০১৮ ও ২০১৯ সালে আইসিসির বর্ষসেরা নারী ক্রিকেটারের পুরস্কার জেতেন হিলি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

ফাটা বাঁশের চিপায় ইরান

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

আজকের রাশিফল: রোমান্সের চেয়ে তর্কের যোগ বেশি, মেজাজটা পকেটে রাখুন

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

ঢাকার হারের কারণ জানালেন সাব্বির

ক্রীড়া ডেস্ক    
সাব্বির রহমান। ছবি: বিসিবি
সাব্বির রহমান। ছবি: বিসিবি

জয় দিয়েই ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরু করেছিল ঢাকা ক্যাপিটালস। এরপর টানা ৩ হারের পর পেয়েছিল দ্বিতীয় জয়ের দেখা। আবারও হ্যাটট্রিক হারের তিক্ত অভিজ্ঞতা হলো ফ্র্যাঞ্চাইজিটির। সবশেষ গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৭ উইকেটে হেরেছে ঢাকা। নিজেদের এমন পারফরম্যান্স নিয়ে কথা বলেছেন দলটির তারকা ব্যাটার সাব্বির রহমান।

বিপিএলের মাঝপথে হঠাৎ ঢাকার খেলোয়াড় এবং কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এই ইস্যুতে নিয়ম না মানার অভিযোগ করেছেন ঢাকার প্রধান নির্বাহী আতিক ফাহাদ। দুর্নীতি দমন ইউনিটের এসব কার্যক্রম মাঠের খেলায় প্রভাব রাখছে বলে দাবি করেন তিনি। একই কথা বলেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। তবে ভিন্ন কথা শোনা গেল সাব্বিরের কণ্ঠে। তাঁর মতে, বাইরের কোনো ঘটনা নয়, মোমেন্টাম হারিয়েই ধুঁকছে ঢাকা।

রাজশাহীর কাছে হারের পর সাব্বির বলেন, ‘সমস্যা খুঁজলে অনেক সমস্যাই পাওয়া যাবে। শুরুতে আমরা মোমেন্টাম পেয়েছিলাম, এরপর সেটাই হারিয়ে ফেলেছি। ঘাটতি অবশ্যই ছিল, বিশ্লেষকরা সেগুলো বের করার চেষ্টা করছে।’

সাব্বির আরও বলেন, ‘পেশাদার ক্রিকেটারদের বাইরের বিষয় নিয়ে মাথাব্যথা করার কথা না। পারিবারিক বা অন্য সমস্যা থাকতেই পারে, কিন্তু আমরা সেগুলো এড়িয়ে খেলেছি। মোমেন্টাম পাইনি বলেই এমন হয়েছে, বাইরের কোনো বিষয় দায়ী নয়।’

আগে ব্যাট করে ১৩১ রানের পুঁজি পায় ঢাকা। রান তাড়ায় ২৩ বল হাতে রেখেই জয় তুলে নেয় রাজশাহী। সাব্বিরের মতে, স্কোরবোর্ড লড়াইয়ের মতো পুঁজি না পাওয়ায় হেরেছে তাদের দল, ‘এই উইকেট ১৫০ রান করার মতো ছিল। আমরা ২০-৩০ রান কম করেছি। মিডল অর্ডারে ডট বল বেশি হয়ে গেছে, সেটাই বড় পার্থক্য গড়ে দিয়েছে। এখানে আমরা আটটি করে ম্যাচ খেলেছি। গত দুইবার রান তাড়া করতে পারিনি। সে কারণেই আজ আগে ব্যাটিং নেওয়া হয়েছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

ফাটা বাঁশের চিপায় ইরান

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

আজকের রাশিফল: রোমান্সের চেয়ে তর্কের যোগ বেশি, মেজাজটা পকেটে রাখুন

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ০৯: ১৪
বরখাস্ত হয়েছেন জাবি আলোনসো। ছবি:এক্স
বরখাস্ত হয়েছেন জাবি আলোনসো। ছবি:এক্স

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন সাবেক এই মিডফিল্ডার।

গত ১ জুন আনুষ্ঠানিকভাবে রিয়ালের ডাগআউট বুঝে পান করেছিলেন আলোনসো। এর আগে বায়ার লেভারকুসেনের হয়ে একটি সফল সময় পার করেন তিনি। যেখানে ২০২৩-২৪ মৌসুমে ঘরোয়া ‘ডাবল’ (লিগ ও কাপ জয়) জেতার পাশাপাশি ইউরোপা লিগের ফাইনাল পর্যন্ত নিয়ে গিয়েছিলেন লেভারকুসেনকে। রিয়ালকে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত নিয়ে যাওয়ার পর তাঁর শুরুটা ছিল দারুণ।১৪টি ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় পায় রিয়াল। তবে এর মাঝে নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদের কাছে বড় ব্যবধানে হার বুঝিয়ে দেয় বাস্তবতা।

গত ৪ নভেম্বর লিভারপুলের কাছে হারের পর শুরু হয় আলোনসোর বাজে সময়। পরবর্তী ৮টি ম্যাচের মধ্যে জয় আসে মাত্র ২টিতে। যদিও এরপর টানা ৫টি ম্যাচ জিতে আলোনসো ঘুরে দাঁড়িয়েছিলেন, কিন্তু ক্লাবের নীতি-নির্ধারকদের আশ্বস্ত করার জন্য যথেষ্ট ছিল না তা। এল ক্লাসিকোয় গতকাল ৩-২ গোলের হার তাই আলোনসো অধ্যায়ের শেষ টেনে আনল।

রিয়াল এক বিবৃতিতে জানায়, পারস্পরিক সমঝোতার ভিত্তিতে প্রধান কোচ হিসেবে আলোচনসোর দায়িত্ব এখানেই ইতি টানার সিদ্ধান্ত হয়েছে। আলোনসো রিয়াল মাদ্রিদের একজন কিংবদন্তি এবং তিনি সবসময় ক্লাবের মূল্যবোধকে ধারণ করেছেন, তাই সমস্ত মাদ্রিদ ভক্তদের ভালোবাসা ও শ্রদ্ধা সবসময় তার সঙ্গে থাকবে। রিয়াল মাদ্রিদ চিরকালই তার ঘর হয়ে থাকবে।

আলোনসোর সঙ্গে খেলোয়াড়দের বোঝাপড়া যে ঠিকভাবে এগোচ্ছিল না, সেই খবর উঠে আসে বেশ কয়েকটি সংবাদমাধ্যমে। আলোনসোর বিদায়ের সঙ্গে নতুন প্রধান কোচ আলভারো আরবেলোয়ার নাম ঘোষণা করেছে রিয়াল। এর আগে রিয়ালের একাডেমির কোচ ছিলেন আলভারো।

এল ক্লাসিকো হারের ধাক্কা কাটিয়ে বুধবার কোপা দেল রেতে আলবাচেতের মুখোমুখি হবে রিয়াল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের তিন পাশে এবার পাঁচটি এয়ারস্ট্রিপ পুনরায় চালু করছে ভারত

ফাটা বাঁশের চিপায় ইরান

আরব আমিরাতকে বন্দর-সামরিক ঘাঁটি থেকে বের করে দিতে চায় সোমালিয়া, সব চুক্তি বাতিল

আজকের রাশিফল: রোমান্সের চেয়ে তর্কের যোগ বেশি, মেজাজটা পকেটে রাখুন

চুয়াডাঙ্গায় সেনাবাহিনীর অভিযানে আটক বিএনপি নেতার মৃত্যু, সড়ক অবরোধ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত