ক্রীড়া ডেস্ক

আঙুলে ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকেই বাধ্য হয়ে বাদ দেওয়া হয়েছিল স্টিভ স্মিথকে। দ্বিতীয় টেস্টে তাঁর ফেরা নিয়ে কথাবার্তা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সেন্ট জর্জেসে আজ শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরলেন এই তারকা ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য গত রাতে অস্ট্রেলিয়া একাদশ ঘোষণা করেছে। এই টেস্টে অজিদের একমাত্র পরিবর্তন স্মিথের ফেরা। তাতে বাদ পড়েছেন অজি উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। দ্বিতীয় টেস্ট সামনে রেখে আঙুলে স্প্লিন্ট পড়ে পরশু স্মিথ সাবলীলভাবেই ব্যাটিং অনুশীলন করেছেন। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের মতে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে স্মিথকে বাদ দেওয়ার কোনো কারণই নেই। স্মিথকে নিয়ে কামিন্স বলেন, ‘সে খেলতে প্রস্তুত। আঙুলে ব্যথা ঠিক হয়েছে। ব্যাটিংয়ের সময় আসলে তাকে অনেক খুশি মনে হচ্ছিল।’
লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন স্মিথ। বেশির ভাগ সময় এখানে ফিল্ডিং করলেও দুর্ঘটনার কারণে পছন্দের জায়গায় ফিল্ডিং না করার সম্ভাবনা বেশি তাঁর। কামিন্সের কথাতেও বোঝা গেছে এমন কিছু। অজি অধিনায়ক বলেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারটা আমাদের একটু দেখতে হবে। তাই হয়তো তাকে স্লিপে খুব একটা নাও দেখা যেতে পারে। স্পিনের জন্য ঠিক আছে (স্লিপে ফিল্ডিং করা)। তবে পেস বোলিংয়ের সময় তাকে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।’
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে ইংলিস, অ্যালেক্স ক্যারি দুই উইকেটরক্ষক ব্যাটার খেলেছিলেন। তবে কিপিং গ্লাভস ছিল ক্যারির হাতে। সেন্ট জর্জেসে আজ শুরু হতে যাওয়া টেস্টেও অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক গ্লাভস পরবেন ক্যারি। পেস বোলিং লাইনআপে অধিনায়ক কামিন্সের সঙ্গে আছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও বিউ ওয়েবস্টার। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দারুণ অবদান রাখতে পারেন ওয়েবস্টার। একমাত্র স্বীকৃত স্পিনার নাথান লায়নের সঙ্গে ট্রাভিস হেডের খণ্ডকালীন স্পিন বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। টেস্ট সংস্করণেও হেড বিধ্বংসী ব্যাটিং করতে অভ্যস্ত।
প্রথম টেস্টে ১৫৯ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া তিনটি টেস্ট হবে মূলত তিনটি আলাদা ভেন্যুতে। সেন্ট জর্জেসের পর জ্যামাইকায় ১২ জুলাই শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
উসমান খাজা, স্যাম কনস্টাস, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড

আঙুলে ব্যথার কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের দল থেকেই বাধ্য হয়ে বাদ দেওয়া হয়েছিল স্টিভ স্মিথকে। দ্বিতীয় টেস্টে তাঁর ফেরা নিয়ে কথাবার্তা চলছিল অনেক দিন ধরেই। অবশেষে সেন্ট জর্জেসে আজ শুরু হতে যাওয়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে ফিরলেন এই তারকা ক্রিকেটার।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য গত রাতে অস্ট্রেলিয়া একাদশ ঘোষণা করেছে। এই টেস্টে অজিদের একমাত্র পরিবর্তন স্মিথের ফেরা। তাতে বাদ পড়েছেন অজি উইকেটরক্ষক ব্যাটার জশ ইংলিস। দ্বিতীয় টেস্ট সামনে রেখে আঙুলে স্প্লিন্ট পড়ে পরশু স্মিথ সাবলীলভাবেই ব্যাটিং অনুশীলন করেছেন। অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্সের মতে দ্বিতীয় টেস্টের একাদশ থেকে স্মিথকে বাদ দেওয়ার কোনো কারণই নেই। স্মিথকে নিয়ে কামিন্স বলেন, ‘সে খেলতে প্রস্তুত। আঙুলে ব্যথা ঠিক হয়েছে। ব্যাটিংয়ের সময় আসলে তাকে অনেক খুশি মনে হচ্ছিল।’
লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গত মাসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্লিপে ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যথা পেয়েছিলেন স্মিথ। বেশির ভাগ সময় এখানে ফিল্ডিং করলেও দুর্ঘটনার কারণে পছন্দের জায়গায় ফিল্ডিং না করার সম্ভাবনা বেশি তাঁর। কামিন্সের কথাতেও বোঝা গেছে এমন কিছু। অজি অধিনায়ক বলেন, ‘ফিল্ডিংয়ের ব্যাপারটা আমাদের একটু দেখতে হবে। তাই হয়তো তাকে স্লিপে খুব একটা নাও দেখা যেতে পারে। স্পিনের জন্য ঠিক আছে (স্লিপে ফিল্ডিং করা)। তবে পেস বোলিংয়ের সময় তাকে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে।’
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের একাদশে ইংলিস, অ্যালেক্স ক্যারি দুই উইকেটরক্ষক ব্যাটার খেলেছিলেন। তবে কিপিং গ্লাভস ছিল ক্যারির হাতে। সেন্ট জর্জেসে আজ শুরু হতে যাওয়া টেস্টেও অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক গ্লাভস পরবেন ক্যারি। পেস বোলিং লাইনআপে অধিনায়ক কামিন্সের সঙ্গে আছেন মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও বিউ ওয়েবস্টার। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও দারুণ অবদান রাখতে পারেন ওয়েবস্টার। একমাত্র স্বীকৃত স্পিনার নাথান লায়নের সঙ্গে ট্রাভিস হেডের খণ্ডকালীন স্পিন বোলিং ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। টেস্ট সংস্করণেও হেড বিধ্বংসী ব্যাটিং করতে অভ্যস্ত।
প্রথম টেস্টে ১৫৯ রানে জিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া তিনটি টেস্ট হবে মূলত তিনটি আলাদা ভেন্যুতে। সেন্ট জর্জেসের পর জ্যামাইকায় ১২ জুলাই শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
উসমান খাজা, স্যাম কনস্টাস, ক্যামেরন গ্রিন, স্টিভ স্মিথ, ট্রাভিস হেড, বিউ ওয়েবস্টার, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজলউড

২৮০১৬ আন্তর্জাতিক রান নিয়ে এতদিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই একটা টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪৩৫৭।
২৪ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪১ মিনিট আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৬ ঘণ্টা আগে