Ajker Patrika

বাংলাদেশের বিশ্বকাপ দলে আসতে পারে পরিবর্তন

আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৬: ২০
বাংলাদেশের বিশ্বকাপ দলে আসতে পারে পরিবর্তন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজই শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ। ভালো, মন্দ প্রস্তুতি যা-ই হোক না কেন—তা নিয়েই অস্ট্রেলিয়ায় রওনা দেবে বাংলাদেশ। গুঞ্জন আছে, বিশ্বকাপ স্কোয়াডে আরও দু-একটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 

গত মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল বিসিবি। এই দল থেকে বাদ পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছিল শরীফুল ইসলাম, রিশাদ হোসেন, মেহেদী হাসান ও সৌম্য সরকারকে। স্কোয়াড ঘোষণার পর থেকে দল নিয়ে সংযুক্ত পরীক্ষা-নিরীক্ষা চালান টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরাম। শুরুটা সংযুক্ত আরব আমিরাতে। শেখ মেহেদি হাসান ছাড়া বাকি তিন স্ট্যান্ডবাই ক্রিকেটার গিয়েছিলেন সেখানে।

আমিরাতকে বাংলাদেশ ২-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল ঠিকই। তবে নিউজিল্যান্ড-পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে একটা ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ। সমানে পরীক্ষা চলেছে ওপেনিংয়ে। গত তিন ম্যাচে ওপেনিংয়ে ৫৭ বলে এসেছে ৬৩ রান। ব্যাটিং গড় ২১। রান রেট ৬.৬৩। বাজে পারফরম্যান্সের কারণে একাদশ থেকে জায়গা হারিয়েছেন মিরাজ ও সাব্বির। এমনকি বাজে বোলিংয়ের কারণে মোস্তাফিজুর রহমানও দল থেকে বাদ পড়েছেন।

শরীফুল ইসলাম এই সময়ে ‘মন্দের ভালো’ বোলিং করেছেন। আমিরাত সিরিজ এবং ত্রিদেশীয় সিরিজসহ চার ম্যাচে ৮.৪৫ ইকোনমিতে নিয়েছেন ৫ উইকেট। আর প্রায় এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে দুই ম্যাচ খেলে ২১ বলে ২৭ রান করেছেন সৌম্য সরকার। বিসিবির নির্বাচকেরা তাই দল নির্বাচনে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আজকের পত্রিকাকে বললেন, ‘আজ ম্যাচের পর আমরা বসব। টিম ম্যানেজমেন্ট কী বলে, সে অনুযায়ী সিদ্ধান্ত (যদি পরিবর্তন করে)।’

অ্যালান ডোনাল্ডও যেন নান্নুর সুরেই কথা বললেন। বাংলাদেশের পেস বোলিং কোচ বলেন, ‘আমার মনে হয় কিছু পরিবর্তন হতে পারে (১৫ সদস্যের দল থেকে)। এ কারণেই হয়তো আমরা দুজন অতিরিক্ত খেলোয়াড় রেখেছি দলে। আমাদের হাতে সময় আছে। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে কিছুদিন সময় আমরা নেব।’

খেলার খবর সম্পর্কিত আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

দুই ক্যাটাগরির ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশে বাংলাদেশিদের ১৫ হাজার ডলারের বন্ড দিতেই হবে, জানাল দূতাবাস

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত