
ঢাকা: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাটাই হবে অনেক গর্বের। তবে বিশেষ অর্জনে আর্থিক পুরস্কার থাকাটাও একটা রীতি। আইসিসিও তাই জানিয়ে দিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে দল জিতবে তারা পাবে বড় অঙ্কের আর্থিক পুরস্কার ।
চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৩ কোটিরও বেশি)। সঙ্গে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ ট্রফি (মেস) তো থাকছেই। এবারের মেসটির নকশা করেছে ইংলিশ বিলাসবহুল ব্র্যান্ড থমাস লাইট। অন্যদিকে রানার্স আপ দল পাবে ৮ লাখ ডলার (৬ কোটি ৭৫ লাখ টাকা) আর যদি ম্যাচ ড্র হলে ২৪ লাখ ডলার (২০ কোটি ২৫ লাখ) ভাগ করে নেবে ফাইনালের দল ভারত ও নিউজিল্যান্ড।
শুধু ফাইনাল খেলা দুটি দলই নয়, অর্থপুরষ্কার মিলবে বাকি দলগুলোরও। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন নাম্বারে থাকা অস্ট্রেলিয়া পাচ্ছে সাড়ে চার লাখ ডলার (৩ কোটি ৮১ লাখ টাকা)। চতুর্থ হওয়া ইংল্যান্ডের প্রাপ্তি সাড়ে তিন লাখ ডলার (প্রায় ৩ কোটি টাকা)। পাঁচে থাকা পাকিস্তানে পাবে ২ লাখ ডলার (১ কোটি ৭০ লাখ টাকা)। শেষ চার দল দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ পাচ্ছে এক লাখ ডলার (প্রায় ৮৫ লাখ টাকা) করে।
১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনের রোজ বোলে শিরোপার লড়াইয়ে নামবে ভারত-নিউজিল্যান্ড। প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা কার ঘরে উঠবে, তা নিয়ে এরইমধ্যে আলাপ-আলোচনা শুরু হয়ে গিয়েছে। করোনা মহামারিতে সবগুলো ম্যাচ মাঠে না গড়ালে ম্যাচের সংখ্যা কমিয়ে পয়েন্ট প্রক্রিয়ায় পরিবর্তন এনেছিল আইসিসি। শতকরা হিসেবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের ফাইনাল খেলার কথা জানিয়েছিল আইসিসি। ১১ ম্যাচের ৭ টিতে জিতে শতকরা হিসেবে (৭০.০) শীর্ষে উঠে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। এরপর এ বছরের মার্চে ১৭ ম্যাচের ১২টিতে জিতে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত।

ঢাকা: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতাটাই হবে অনেক গর্বের। তবে বিশেষ অর্জনে আর্থিক পুরস্কার থাকাটাও একটা রীতি। আইসিসিও তাই জানিয়ে দিল টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যে দল জিতবে তারা পাবে বড় অঙ্কের আর্থিক পুরস্কার ।
চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার (বাংলাদেশি টাকায় প্রায় সাড়ে ১৩ কোটিরও বেশি)। সঙ্গে আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের বিশেষ ট্রফি (মেস) তো থাকছেই। এবারের মেসটির নকশা করেছে ইংলিশ বিলাসবহুল ব্র্যান্ড থমাস লাইট। অন্যদিকে রানার্স আপ দল পাবে ৮ লাখ ডলার (৬ কোটি ৭৫ লাখ টাকা) আর যদি ম্যাচ ড্র হলে ২৪ লাখ ডলার (২০ কোটি ২৫ লাখ) ভাগ করে নেবে ফাইনালের দল ভারত ও নিউজিল্যান্ড।
শুধু ফাইনাল খেলা দুটি দলই নয়, অর্থপুরষ্কার মিলবে বাকি দলগুলোরও। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তিন নাম্বারে থাকা অস্ট্রেলিয়া পাচ্ছে সাড়ে চার লাখ ডলার (৩ কোটি ৮১ লাখ টাকা)। চতুর্থ হওয়া ইংল্যান্ডের প্রাপ্তি সাড়ে তিন লাখ ডলার (প্রায় ৩ কোটি টাকা)। পাঁচে থাকা পাকিস্তানে পাবে ২ লাখ ডলার (১ কোটি ৭০ লাখ টাকা)। শেষ চার দল দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ পাচ্ছে এক লাখ ডলার (প্রায় ৮৫ লাখ টাকা) করে।
১৮ জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাউদাম্পটনের রোজ বোলে শিরোপার লড়াইয়ে নামবে ভারত-নিউজিল্যান্ড। প্রথম দল হিসেবে টেস্ট চ্যাম্পিয়নশিপ শিরোপা কার ঘরে উঠবে, তা নিয়ে এরইমধ্যে আলাপ-আলোচনা শুরু হয়ে গিয়েছে। করোনা মহামারিতে সবগুলো ম্যাচ মাঠে না গড়ালে ম্যাচের সংখ্যা কমিয়ে পয়েন্ট প্রক্রিয়ায় পরিবর্তন এনেছিল আইসিসি। শতকরা হিসেবে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দলের ফাইনাল খেলার কথা জানিয়েছিল আইসিসি। ১১ ম্যাচের ৭ টিতে জিতে শতকরা হিসেবে (৭০.০) শীর্ষে উঠে সবার আগে ফাইনাল নিশ্চিত করেছিল নিউজিল্যান্ড। এরপর এ বছরের মার্চে ১৭ ম্যাচের ১২টিতে জিতে দ্বিতীয় দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল ভারত।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
১৪ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১৩ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে