
দীর্ঘ ৮ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়ের দুর্দান্ত সুযোগ পাচ্ছে পাকিস্তান। প্রথম টেস্টের ৪ উইকেটের জয়ে ইতিমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয় ও শেষ টেস্টে শুধু ড্র করলেই চলবে তাদের।
তবে সিরিজের শেষ টেস্ট ড্র নয় জয়ের আশাই করতে পারে পাকিস্তান। কলম্বোর সিংহলজি স্পোর্টস ক্লাব মাঠেও (এসএসসি) শুরুটা দুর্দান্ত করেছে তারা। কিন্তু বেরসিক বৃষ্টি এই টেস্টে একটু ঝামেলা বাঁধিয়েছে। দ্বিতীয় দিনে বলা চলে খেলাই হতে দেয়নি বৃষ্টি। এতে করে টেস্টে আরও বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া হয়েছে পাকিস্তানের।
২ উইকেটে ১৪৫ রানে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে আজ মাত্র ৩৩ রান যোগ করতে পারে পাকিস্তান। এতে অবশ্য সফরকারীদের কোনো ভুল ছিল না। প্রকৃতিই তাদের বাধা দিয়েছে। আজ যে মাত্র ১০ ওভার খেলা হয়েছে। দিনের বাকি সময়টা বেরসিক বৃষ্টিই খেলেছে। বৃষ্টিতে আর খেলা না হওয়ায় দিন শেষে পাকিস্তানের রান ২ উইকেটে ১৭৮। এতে করে ১২ রানের লিড পেয়েছে পাকিস্তান। ৮৭ রানে আবদুল্লাহ শফিক ব্যাটিংয়ে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে। ২৮ রানে অপরাজিত আছেন বাবর।
গতকাল প্রথম দিনেই শ্রীলঙ্কাকে মাত্র ১৬৬ রানে অলআউট করে পাকিস্তান। লঙ্কানদের এত অল্প রানে আটকে রাখার পথে ৬৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার আবরার আহমেদ। বোলিংয়ের পর নিজেদের ইনিংসে ব্যাটিংয়েও দুর্দান্ত ছিল পাকিস্তান। দিনের খেলা শেষে ২ উইকেটে ১৪৫ রান করেছিল তারা।
সর্বশেষ ২০১৫ সালে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। তিন টেস্টের সিরিজে সেবার ২–১ ব্যবধানে জিতেছিল সফরকারীরা। মাঝে ২০২২ সালে দুই টেস্টের সিরিজ খেললেও ১–১ ব্যবধানে সমতায় শেষ হয়।

দীর্ঘ ৮ বছর পর শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জয়ের দুর্দান্ত সুযোগ পাচ্ছে পাকিস্তান। প্রথম টেস্টের ৪ উইকেটের জয়ে ইতিমধ্যে সিরিজে এগিয়ে রয়েছে তারা। দ্বিতীয় ও শেষ টেস্টে শুধু ড্র করলেই চলবে তাদের।
তবে সিরিজের শেষ টেস্ট ড্র নয় জয়ের আশাই করতে পারে পাকিস্তান। কলম্বোর সিংহলজি স্পোর্টস ক্লাব মাঠেও (এসএসসি) শুরুটা দুর্দান্ত করেছে তারা। কিন্তু বেরসিক বৃষ্টি এই টেস্টে একটু ঝামেলা বাঁধিয়েছে। দ্বিতীয় দিনে বলা চলে খেলাই হতে দেয়নি বৃষ্টি। এতে করে টেস্টে আরও বড় ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগটা হাতছাড়া হয়েছে পাকিস্তানের।
২ উইকেটে ১৪৫ রানে দ্বিতীয় দিনের ব্যাটিংয়ে নেমে আজ মাত্র ৩৩ রান যোগ করতে পারে পাকিস্তান। এতে অবশ্য সফরকারীদের কোনো ভুল ছিল না। প্রকৃতিই তাদের বাধা দিয়েছে। আজ যে মাত্র ১০ ওভার খেলা হয়েছে। দিনের বাকি সময়টা বেরসিক বৃষ্টিই খেলেছে। বৃষ্টিতে আর খেলা না হওয়ায় দিন শেষে পাকিস্তানের রান ২ উইকেটে ১৭৮। এতে করে ১২ রানের লিড পেয়েছে পাকিস্তান। ৮৭ রানে আবদুল্লাহ শফিক ব্যাটিংয়ে আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের সঙ্গে। ২৮ রানে অপরাজিত আছেন বাবর।
গতকাল প্রথম দিনেই শ্রীলঙ্কাকে মাত্র ১৬৬ রানে অলআউট করে পাকিস্তান। লঙ্কানদের এত অল্প রানে আটকে রাখার পথে ৬৯ রানে ৪ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার আবরার আহমেদ। বোলিংয়ের পর নিজেদের ইনিংসে ব্যাটিংয়েও দুর্দান্ত ছিল পাকিস্তান। দিনের খেলা শেষে ২ উইকেটে ১৪৫ রান করেছিল তারা।
সর্বশেষ ২০১৫ সালে শ্রীলঙ্কার মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল পাকিস্তান। তিন টেস্টের সিরিজে সেবার ২–১ ব্যবধানে জিতেছিল সফরকারীরা। মাঝে ২০২২ সালে দুই টেস্টের সিরিজ খেললেও ১–১ ব্যবধানে সমতায় শেষ হয়।

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে চলছে ঘোর অনিশ্চয়তা। বিষয়টি নিয়ে দ্রুতই সিদ্ধান্ত নেবে আইসিসি। শেষ পর্যন্ত সিদ্ধান্ত কী আসে সেটা পরের বিষয়। তার আগে আলোচিত ইস্যুতে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
৪৪ মিনিট আগে
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের যেন দিন আর রাত এক হয়ে গেছে! সারা রাত তাঁকে যোগাযোগ করতে হচ্ছে বিভিন্ন টাইম জোনে থাকা ক্রিকেট বোর্ডের নীতিনির্ধারকদের সঙ্গে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশকে নিয়ে অচলাবস্থা এখনো কাটেনি। এরই মধ্যে এবার লিটন দাস, তাসকিন আহমেদদের সমর্থনে আইসিসিকে চিঠি দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এমনটি জানিয়েছে ক্রিকেটবিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
৩ ঘণ্টা আগে
দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৩ ঘণ্টা আগে