এবারের বিশ্বকাপে দীর্ঘ এক যুগের অপেক্ষা ফুরানোর মিশনে নেমেছে ভারত। সর্বশেষ ২০১১ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল তারা। এবার ঘরের মাঠে বিশ্বকাপ হওয়ায় সেই সুযোগ থাকছে তাদের। এ জন্য চ্যাম্পিয়নের অন্যতম দাবিদারও ধরা হয়েছে স্বাগতিকদের।
নিজেদের মাটিতে শুরুটাও দুর্দান্ত করেছে ভারত। এখন পর্যন্ত চার ম্যাচের প্রতিটিতেই জিতেছে তারা। এতে করে বিশ্বকাপে এখন দুর্দান্ত সময় কাটছে ভারতের। এমন সময়ের জন্য অনেকেই বিশ্বকাপ শুরুর আগেই শুভকামনা জানিয়েছেন স্বাগতিকদের। অনেকের মতো শুরুতে জানাতে না পারলেও বিশ্বকাপের তিন ভাগের এক ভাগ শেষ হওয়ার সময় ভারতকে শুভকামনা জানিয়েছেন জিয়ান্নি ইনফান্তিনো। সঙ্গে ভারতে এসে ম্যাচ দেখার ইচ্ছাও প্রকাশ করেছেন ফিফা সভাপতি।
বিশ্বকাপ উপলক্ষে সামাজিক মাধ্যমে এক ভিডিও দিয়ে সম্প্রতি ভারতকে শুভকামনা জানিয়েছেন ইনফান্তিনো। ভারতের বিশ্বকাপ জার্সি হাতে নিয়ে ভিডিওতে তিনি বলেছেন, ‘আমরা এখন ভারতে। ক্রিকেট বিশ্বকাপ চলছে। এটি হচ্ছে ভারতের জার্সি। তাই সবাই ভারতীয়। তাদের মাটিতে রোমাঞ্চকর ক্রিকেট বিশ্বকাপ আয়োজন হওয়ায় আমরা ভারতকে সমর্থন করব। শুভকামনা ভারত।’
আয়োজক ভারতকে আলাদাভাবে জানালেও বাকি দলগুলোকেও শুভকামনা জানাতে ভুল করেননি ইনফান্তিনো। সঙ্গে বিশ্বকাপে ম্যাচ দেখার জন্য উন্মুখ আছেন বলে জানিয়েছেন তিনি। ফিফা সভাপতি বলেছেন, ‘আর অবশ্যই বাকি দলগুলোর প্রতিও শুভকামনা। একটি বৃহৎ ক্রীড়া এবং অসাধারণ ক্রিকেট উদ্যাপনের মুহূর্ত। সেখানে গিয়ে একটি ম্যাচ দেখার জন্য উন্মুখ আছি। দেখা যাক। বিদায়।’

টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাবে না বাংলাদেশ ক্রিকেট দল। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল আজ ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন। বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন।
৯ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যাবতীয় সব প্রশ্নের উত্তর মিলবে অল্প কিছুক্ষণের মধ্যেই। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে চলছে ক্রিকেটারদের পূর্বনির্ধারিত বৈঠক। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারাও এসেছেন।
১ ঘণ্টা আগে
মিরপুর শেরেবাংলায় আগামীকাল ২০২৬ বিপিএলের ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রাম রয়্যালস-রাজশাহী ওয়ারিয়র্স। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে যখন ঘোর অনিশ্চয়তা, তাতে অন্যান্যবারের মতো ফাইনালের আগে উত্তাপ নেই বললেই চলে।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা না খেলার ইস্যু মীমাংসিত হচ্ছে আজ। বিকেলে খেলোয়াড়দের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের। সেখানেই আসবে সিদ্ধান্ত।
২ ঘণ্টা আগে