ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের কাছে গত মাসে প্রথম ম্যাচ হেরেও টি-টোয়েন্টি সিরিজ জেতে সংযুক্ত আরব আমিরাত। ঐতিহাসিক এই জয়ে মুহাম্মদ ওয়াসিম ছিলেন।
‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। দুর্দান্ত পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পুরস্কার পেলেন আমিরাত অধিনায়ক।
স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারকে টপকে ২০২৫-এর মে মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আইসিসি আনুষ্ঠানিকভাবে আজ এক বিজ্ঞপ্তিতে মে মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। বাংলাদেশের বিপক্ষে শারজায় গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি
সিরিজে সর্বোচ্চ ১৪৫ রান করেছিলেন ওয়াসিম। সেই সিরিজে সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। আজ আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হয়ে আমিরাত টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘মে মাসে আমরা শারজায় আমরা বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছি। এই জয়ে আমিরাত ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি দেশে যে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার আছে, সেটা বোঝা গেল। পুরো দলীয় প্রচেষ্টায় সিরিজটা জিতেছিলাম আমরা। অভিষিক্ত ও তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। তারা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে।’
আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার এই নিয়ে দ্বিতীয়বার পেলেন ওয়াসিম। এর আগে ২০২৪-এর এপ্রিলের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। দ্বিতীয়বার আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়ে আমিরাত টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘দ্বিতীয়বার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়ে আনন্দিত। আইসিসি ও অন্যান্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাকে ভোট দিয়েছেন। দলের সকল সদস্য ও সাপোর্টিং স্টাফদেরও ধন্যবাদ দিচ্ছি। আমার কাছে এই পুরস্কারের গুরুত্ব যতটুকু, তাঁদের কাছেও ঠিক ততটা।’
২০২৫ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওয়াসিমের ব্যাট থেকে। টি-টোয়েন্টি, ওয়ানডে মিলিয়ে ৮ ম্যাচে করেন ৩১৪ রান। চার ফিফটি ছিল গত মাসে। তাঁর চেয়ে বেশি রান মে মাসে করেন স্কটল্যান্ডের জর্জ মানসি। তাঁর ব্যাট থেকে গত মাসে ৭২.৬০ গড়ে আসে ৩৬৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি তিন ফিফটি ছিল মে মাসে। আর যুক্তরাষ্ট্রের মিলিন্দ গত মাসে ৪ ম্যাচে ২০১ রান করেন। একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেন তিনি। বোলিংয়ে নেন ৯ উইকেট।

বাংলাদেশের কাছে গত মাসে প্রথম ম্যাচ হেরেও টি-টোয়েন্টি সিরিজ জেতে সংযুক্ত আরব আমিরাত। ঐতিহাসিক এই জয়ে মুহাম্মদ ওয়াসিম ছিলেন।
‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। দুর্দান্ত পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পুরস্কার পেলেন আমিরাত অধিনায়ক।
স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারকে টপকে ২০২৫-এর মে মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আইসিসি আনুষ্ঠানিকভাবে আজ এক বিজ্ঞপ্তিতে মে মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। বাংলাদেশের বিপক্ষে শারজায় গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি
সিরিজে সর্বোচ্চ ১৪৫ রান করেছিলেন ওয়াসিম। সেই সিরিজে সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। আজ আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হয়ে আমিরাত টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘মে মাসে আমরা শারজায় আমরা বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছি। এই জয়ে আমিরাত ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি দেশে যে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার আছে, সেটা বোঝা গেল। পুরো দলীয় প্রচেষ্টায় সিরিজটা জিতেছিলাম আমরা। অভিষিক্ত ও তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। তারা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে।’
আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার এই নিয়ে দ্বিতীয়বার পেলেন ওয়াসিম। এর আগে ২০২৪-এর এপ্রিলের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। দ্বিতীয়বার আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়ে আমিরাত টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘দ্বিতীয়বার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়ে আনন্দিত। আইসিসি ও অন্যান্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাকে ভোট দিয়েছেন। দলের সকল সদস্য ও সাপোর্টিং স্টাফদেরও ধন্যবাদ দিচ্ছি। আমার কাছে এই পুরস্কারের গুরুত্ব যতটুকু, তাঁদের কাছেও ঠিক ততটা।’
২০২৫ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওয়াসিমের ব্যাট থেকে। টি-টোয়েন্টি, ওয়ানডে মিলিয়ে ৮ ম্যাচে করেন ৩১৪ রান। চার ফিফটি ছিল গত মাসে। তাঁর চেয়ে বেশি রান মে মাসে করেন স্কটল্যান্ডের জর্জ মানসি। তাঁর ব্যাট থেকে গত মাসে ৭২.৬০ গড়ে আসে ৩৬৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি তিন ফিফটি ছিল মে মাসে। আর যুক্তরাষ্ট্রের মিলিন্দ গত মাসে ৪ ম্যাচে ২০১ রান করেন। একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেন তিনি। বোলিংয়ে নেন ৯ উইকেট।

দুই ধরেই গুঞ্জন ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) খেলতে আসছেন কেইন উইলিয়ামসন। সে গুঞ্জন এবার সত্যি হলো। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে অংশ নিতে আজ সকালে ঢাকায় পা রেখেছেন নিউজিল্যান্ডের তারকা ব্যাটার।
৫ মিনিট আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে