ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের কাছে গত মাসে প্রথম ম্যাচ হেরেও টি-টোয়েন্টি সিরিজ জেতে সংযুক্ত আরব আমিরাত। ঐতিহাসিক এই জয়ে মুহাম্মদ ওয়াসিম ছিলেন।
‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। দুর্দান্ত পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পুরস্কার পেলেন আমিরাত অধিনায়ক।
স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারকে টপকে ২০২৫-এর মে মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আইসিসি আনুষ্ঠানিকভাবে আজ এক বিজ্ঞপ্তিতে মে মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। বাংলাদেশের বিপক্ষে শারজায় গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি
সিরিজে সর্বোচ্চ ১৪৫ রান করেছিলেন ওয়াসিম। সেই সিরিজে সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। আজ আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হয়ে আমিরাত টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘মে মাসে আমরা শারজায় আমরা বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছি। এই জয়ে আমিরাত ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি দেশে যে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার আছে, সেটা বোঝা গেল। পুরো দলীয় প্রচেষ্টায় সিরিজটা জিতেছিলাম আমরা। অভিষিক্ত ও তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। তারা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে।’
আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার এই নিয়ে দ্বিতীয়বার পেলেন ওয়াসিম। এর আগে ২০২৪-এর এপ্রিলের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। দ্বিতীয়বার আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়ে আমিরাত টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘দ্বিতীয়বার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়ে আনন্দিত। আইসিসি ও অন্যান্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাকে ভোট দিয়েছেন। দলের সকল সদস্য ও সাপোর্টিং স্টাফদেরও ধন্যবাদ দিচ্ছি। আমার কাছে এই পুরস্কারের গুরুত্ব যতটুকু, তাঁদের কাছেও ঠিক ততটা।’
২০২৫ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওয়াসিমের ব্যাট থেকে। টি-টোয়েন্টি, ওয়ানডে মিলিয়ে ৮ ম্যাচে করেন ৩১৪ রান। চার ফিফটি ছিল গত মাসে। তাঁর চেয়ে বেশি রান মে মাসে করেন স্কটল্যান্ডের জর্জ মানসি। তাঁর ব্যাট থেকে গত মাসে ৭২.৬০ গড়ে আসে ৩৬৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি তিন ফিফটি ছিল মে মাসে। আর যুক্তরাষ্ট্রের মিলিন্দ গত মাসে ৪ ম্যাচে ২০১ রান করেন। একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেন তিনি। বোলিংয়ে নেন ৯ উইকেট।

বাংলাদেশের কাছে গত মাসে প্রথম ম্যাচ হেরেও টি-টোয়েন্টি সিরিজ জেতে সংযুক্ত আরব আমিরাত। ঐতিহাসিক এই জয়ে মুহাম্মদ ওয়াসিম ছিলেন।
‘ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’। দুর্দান্ত পারফরম্যান্সে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পুরস্কার পেলেন আমিরাত অধিনায়ক।
স্কটল্যান্ডের ব্র্যান্ডন ম্যাকমুলেন ও যুক্তরাষ্ট্রের মিলিন্দ কুমারকে টপকে ২০২৫-এর মে মাসের আইসিসির সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন। আইসিসি আনুষ্ঠানিকভাবে আজ এক বিজ্ঞপ্তিতে মে মাসের সেরা ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। বাংলাদেশের বিপক্ষে শারজায় গত মাসে তিন ম্যাচের টি-টোয়েন্টি
সিরিজে সর্বোচ্চ ১৪৫ রান করেছিলেন ওয়াসিম। সেই সিরিজে সিরিজসেরার পুরস্কারও জিতেছিলেন তিনি। আজ আইসিসির মে মাসের সেরা ক্রিকেটার হয়ে আমিরাত টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘মে মাসে আমরা শারজায় আমরা বাংলাদেশের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছি। এই জয়ে আমিরাত ক্রিকেটের উন্নয়নের পাশাপাশি দেশে যে একঝাঁক প্রতিভাবান ক্রিকেটার আছে, সেটা বোঝা গেল। পুরো দলীয় প্রচেষ্টায় সিরিজটা জিতেছিলাম আমরা। অভিষিক্ত ও তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। তারা নিজেদের সেরাটা দিয়ে খেলেছে।’
আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার এই নিয়ে দ্বিতীয়বার পেলেন ওয়াসিম। এর আগে ২০২৪-এর এপ্রিলের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছিলেন তিনি। দ্বিতীয়বার আইসিসির মাসসেরা ক্রিকেটার হয়ে আমিরাত টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘দ্বিতীয়বার আইসিসির মাসসেরা ক্রিকেটারের পুরস্কার পেয়ে আনন্দিত। আইসিসি ও অন্যান্য ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানাতে চাই, যাঁরা আমাকে ভোট দিয়েছেন। দলের সকল সদস্য ও সাপোর্টিং স্টাফদেরও ধন্যবাদ দিচ্ছি। আমার কাছে এই পুরস্কারের গুরুত্ব যতটুকু, তাঁদের কাছেও ঠিক ততটা।’
২০২৫ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান আসে ওয়াসিমের ব্যাট থেকে। টি-টোয়েন্টি, ওয়ানডে মিলিয়ে ৮ ম্যাচে করেন ৩১৪ রান। চার ফিফটি ছিল গত মাসে। তাঁর চেয়ে বেশি রান মে মাসে করেন স্কটল্যান্ডের জর্জ মানসি। তাঁর ব্যাট থেকে গত মাসে ৭২.৬০ গড়ে আসে ৩৬৩ রান। ১ সেঞ্চুরির পাশাপাশি তিন ফিফটি ছিল মে মাসে। আর যুক্তরাষ্ট্রের মিলিন্দ গত মাসে ৪ ম্যাচে ২০১ রান করেন। একটি করে সেঞ্চুরি ও ফিফটি করেন তিনি। বোলিংয়ে নেন ৯ উইকেট।

রাজশাহী ওয়ারিয়র্সের কাছে সুপার ওভারের হারের ক্ষত নিয়ে সিলেট টাইটান্সের বিপক্ষে মাঠে নেমেছিল রংপুর রাইডার্স। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ আর হতাশা নিয়ে মাঠ ছাড়তে হলো না নুরুল হাসানের সোহানের দলকে। সিলেটকে ৬ উইকেটে হারিয়েছে তারা।
২ ঘণ্টা আগে
দীর্ঘ ৮ বছর পর জিম্বাবুয়ে দলে প্রত্যাবর্তন হয় গ্রায়েম ক্রেমারের। ফেরার পর জাতীয় দলের জার্সিতে খেলেছেন মাত্র ২ ম্যাচ। এবার আরও একটি সুখবর পেলেন এই লেগস্পিনার। তাঁকে রেখেই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড।
২ ঘণ্টা আগে
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যথারীতি অধিনায়ক হিসেবে আছেন আজিজুল হাকিম তামিম। তাঁর সহকারীর ভূমিকায় রাখা হয়েছে জাওয়াদ আবরারকে।
৪ ঘণ্টা আগে
সময়টা এখন মোস্তাফিজুর রহমানের। কিছুদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হয়েছেন এই বাঁ হাতি পেসার। ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি) দুবাই ক্যাপিটালসের হয়ে পার করেছেন দারুণ সময়। এবার দারুণ এক মাইলফলক স্পর্শ করলেন মোস্তাফিজ।
৫ ঘণ্টা আগে