নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাঁচ ম্যাচের তিন জয়ে বিপিএলে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার ওপরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ধারাবাহিক ভালো খেলতে থাকা একটা দলের চেহারা যতটা ‘সুখী’ থাকার কথা, সেটা নেই চট্টগ্রামে। হঠাৎ অধিনায়ক বদলের ঘটনায় একটু যেন এলোমেলো দলটা। এই পরিস্থিতিতে দলটির শুরুর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এর দল ছাড়ার খবরও জানা গেছে।
দলীয় ও মিরাজের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মিরাজ আজ সন্ধ্যায় দল ছেড়ে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসতে পারেন। চট্টগ্রাম দলের ম্যানেজার ফাহিম মুনতাসির অবশ্য দুপুরে বিষয়টি নিশ্চিত না করলেও আজকের পত্রিকাকে এতটুকু বলেছেন, ‘ওর মা অসুস্থ, সে (ঢাকায়) যেতে চাইছে। এখনো নিশ্চিত নই, দেখা যাক কী হয়।’
মিরাজ কেন টুর্নামেন্টের মাঝপথে দল কিংবা চট্টগ্রাম ছাড়তে চাইছেন—এই প্রশ্নে যেটা জানা গেছে, হঠাৎ চট্টগ্রামের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা মিরাজ স্বাভাবিকভাবে নিতে পারেননি। তাঁর জায়গায় গতকাল থেকে চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন নাঈম ইসলাম। যদিও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির আলমের দাবি ছিল, দলটির বিদায়ি ইংলিশ কোচ পল নিক্সনের নির্দেশে ‘চাপমুক্ত’ রাখতে মিরাজকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরানো হয়েছে। নিক্সন অবশ্য আজকের পত্রিকাকে পাল্টা প্রশ্ন করেছেন, ‘কে এটা করেছে (পরিবর্তন)? টি-টেন এবং বিপিএলের কারণে লম্বা সময় দল (লেস্টারশায়ার) থেকে দূরে ছিলাম। এখন আমি দেশে ফিরে যাচ্ছি লেস্টারশায়ারের দায়িত্ব নিতে।’
আজ সকালে মিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে জানালেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চান না। তবে ঢাকায় ফেরার ব্যাপারটি উড়িয়েও দেননি। মিরাজের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেল, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে ২৪ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার এতটাই অসন্তুষ্ট, এ বিপিএলে চট্টগ্রামের হয়ে আর নাও দেখা যেতে পারে মিরাজকে। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এখনো। তবে আজ সন্ধ্যায় মিরাজ ঢাকায় ফিরলে চট্টগ্রাম পর্বের বাকি অংশে আর হয়তো তাঁকে দেখা যাচ্ছে না।
আরও পড়ুন:

পাঁচ ম্যাচের তিন জয়ে বিপিএলে পয়েন্ট টেবিলে এই মুহূর্তে সবার ওপরে আছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ধারাবাহিক ভালো খেলতে থাকা একটা দলের চেহারা যতটা ‘সুখী’ থাকার কথা, সেটা নেই চট্টগ্রামে। হঠাৎ অধিনায়ক বদলের ঘটনায় একটু যেন এলোমেলো দলটা। এই পরিস্থিতিতে দলটির শুরুর অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এর দল ছাড়ার খবরও জানা গেছে।
দলীয় ও মিরাজের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মিরাজ আজ সন্ধ্যায় দল ছেড়ে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে আসতে পারেন। চট্টগ্রাম দলের ম্যানেজার ফাহিম মুনতাসির অবশ্য দুপুরে বিষয়টি নিশ্চিত না করলেও আজকের পত্রিকাকে এতটুকু বলেছেন, ‘ওর মা অসুস্থ, সে (ঢাকায়) যেতে চাইছে। এখনো নিশ্চিত নই, দেখা যাক কী হয়।’
মিরাজ কেন টুর্নামেন্টের মাঝপথে দল কিংবা চট্টগ্রাম ছাড়তে চাইছেন—এই প্রশ্নে যেটা জানা গেছে, হঠাৎ চট্টগ্রামের নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়াটা মিরাজ স্বাভাবিকভাবে নিতে পারেননি। তাঁর জায়গায় গতকাল থেকে চট্টগ্রামের অধিনায়কত্ব করছেন নাঈম ইসলাম। যদিও চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়াসির আলমের দাবি ছিল, দলটির বিদায়ি ইংলিশ কোচ পল নিক্সনের নির্দেশে ‘চাপমুক্ত’ রাখতে মিরাজকে অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরানো হয়েছে। নিক্সন অবশ্য আজকের পত্রিকাকে পাল্টা প্রশ্ন করেছেন, ‘কে এটা করেছে (পরিবর্তন)? টি-টেন এবং বিপিএলের কারণে লম্বা সময় দল (লেস্টারশায়ার) থেকে দূরে ছিলাম। এখন আমি দেশে ফিরে যাচ্ছি লেস্টারশায়ারের দায়িত্ব নিতে।’
আজ সকালে মিরাজের সঙ্গে যোগাযোগ করা হলে জানালেন, এই মুহূর্তে বিষয়টি নিয়ে কিছু বলতে চান না। তবে ঢাকায় ফেরার ব্যাপারটি উড়িয়েও দেননি। মিরাজের এক ঘনিষ্ঠ সূত্রে জানা গেল, ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে ২৪ বছর বয়সী স্পিনিং অলরাউন্ডার এতটাই অসন্তুষ্ট, এ বিপিএলে চট্টগ্রামের হয়ে আর নাও দেখা যেতে পারে মিরাজকে। যদিও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি এখনো। তবে আজ সন্ধ্যায় মিরাজ ঢাকায় ফিরলে চট্টগ্রাম পর্বের বাকি অংশে আর হয়তো তাঁকে দেখা যাচ্ছে না।
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভেন্যু পরিবর্তনের ইস্যুটি বেশ জোরালো হয়েছে। কারণ, নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট দল ভারতে খেলতে চাচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাঁর সিদ্ধান্তে এখনো অনড়ই থাকছেন।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু, দল সব গত বছরের নভেম্বরেই ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক দিনে বাংলাদেশ ক্রিকেট দলের ভেন্যু পরিবর্তনের আলোচনা জোরালো হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে যখন এক মাসও বাকি নেই, সেই মুহূর্তে ভেন্যু পরিবর্তন ইস্যুতে বেশ অস্বস্তিতে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)
৬ ঘণ্টা আগে
দেখতে দেখতে বিপিএল শেষ পর্যায়ে চলে এসেছে। ৩৪ ম্যাচের মধ্যে ২০ ম্যাচ হয়েছে। এই সময়েই বড় ধাক্কা খেল চট্টগ্রাম রয়্যালস। বিপিএল থেকে ছিটকে গেলেন ফ্র্যাঞ্চাইজিটির তারকা ক্রিকেটার অ্যাডাম রসিংটন।
৭ ঘণ্টা আগে
ফিক্সিংয়ের কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) অতীতে অনেকবার কলঙ্কিত হয়েছে। এবারের বিপিএল নিয়ে এই সংক্রান্ত খবর তেমন একটা না হওয়ায় মনে হচ্ছিল টুর্নামেন্টটা এবার ফিক্সিংয়ের কালো থাবা থেকে মুক্ত হয়েছে। কিন্তু ঢাকা ক্যাপিটালসের কারণে আবারও সেই অন্ধকার দিকটা সামনে চলে এসেছে।
৮ ঘণ্টা আগে