ক্রীড়া ডেস্ক

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল বুধবার তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে হয়েছে ১২ লাখ রুপি।
মন্থর ওভার রেটের কারণেই এমন শাস্তি পেয়েছেন আইয়ার। আইপিএলের এবারের আসরে তাঁর সঙ্গে এমন ঘটনা প্রথম ঘটল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১৯০ রান করে চেন্নাই। কিন্তু সেই ১৯.২ ওভার বোলারদের দিয়ে নির্ধারিত সময়ে শেষ করাতে পারেননি পাঞ্জাবের অধিনায়ক। তাই ১৯তম ওভারের আগে ৩০ গজ বৃত্তে একজন বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং সাজাতে হয় তাঁকে। সেই ওভারেই অবশ্য হ্যাটট্রিকসহ চার উইকেট নেন পাঞ্জাবের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানায়, আইপিএলের ৪৯তম ম্যাচে মন্থর ওভার রেটের কারণে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে জরিমানা করা হয়েছে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এটি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এবারের মৌসুমে আইয়ারের দলের এ ধরনের ঘটনা প্রথম হওয়ায় তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
ম্যাচ শেষে আইয়ার বলেন, ‘আমি যেকোনো মাঠেই রান তাড়া করতে পছন্দ করি। প্রতিপক্ষ বড় রান তুললে রান তাড়া করতে বেশি ভালো লাগে। আমি সবার আগে রান তোলার দায়িত্ব নিই, যাতে পরের দিকের ব্যাটারদের অসুবিধা না হয়।’
আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে পাঞ্জাব। ৪ মে পরের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে তারা। গতকাল তাদের কাছে হারায় চার ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হয়েছে চেন্নাইয়ের।

ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব কিংসকে সামনে থেকে দিচ্ছেন নেতৃত্ব। গতকাল বুধবার তাঁর ব্যাটে চড়েই মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে ৪ উইকেটে হারিয়েছে পাঞ্জাব। ৪১ বলে ৫ চার ও ৬ ছক্কায় ৭২ রানের ইনিংসে ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন তিনি। সে জন্য এক লাখ রুপি পেলেও তাঁকে জরিমানা গুনতে হয়েছে ১২ লাখ রুপি।
মন্থর ওভার রেটের কারণেই এমন শাস্তি পেয়েছেন আইয়ার। আইপিএলের এবারের আসরে তাঁর সঙ্গে এমন ঘটনা প্রথম ঘটল। এমএ চিদাম্বরম স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ১৯০ রান করে চেন্নাই। কিন্তু সেই ১৯.২ ওভার বোলারদের দিয়ে নির্ধারিত সময়ে শেষ করাতে পারেননি পাঞ্জাবের অধিনায়ক। তাই ১৯তম ওভারের আগে ৩০ গজ বৃত্তে একজন বেশি ফিল্ডার নিয়ে ফিল্ডিং সাজাতে হয় তাঁকে। সেই ওভারেই অবশ্য হ্যাটট্রিকসহ চার উইকেট নেন পাঞ্জাবের লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল।
এক বিজ্ঞপ্তিতে বিসিসিআই জানায়, আইপিএলের ৪৯তম ম্যাচে মন্থর ওভার রেটের কারণে পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়াস আইয়ারকে জরিমানা করা হয়েছে। আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী, এটি আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে সম্পর্কিত। এবারের মৌসুমে আইয়ারের দলের এ ধরনের ঘটনা প্রথম হওয়ায় তাঁকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।
ম্যাচ শেষে আইয়ার বলেন, ‘আমি যেকোনো মাঠেই রান তাড়া করতে পছন্দ করি। প্রতিপক্ষ বড় রান তুললে রান তাড়া করতে বেশি ভালো লাগে। আমি সবার আগে রান তোলার দায়িত্ব নিই, যাতে পরের দিকের ব্যাটারদের অসুবিধা না হয়।’
আইপিএলে এখন পর্যন্ত ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে পাঞ্জাব। ৪ মে পরের ম্যাচে লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে তারা। গতকাল তাদের কাছে হারায় চার ম্যাচ আগেই বিদায় নিশ্চিত হয়েছে চেন্নাইয়ের।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১০ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১০ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১১ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১১ ঘণ্টা আগে