
কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে সারে। ৫০১ রানের লক্ষ্য তাড়া করে জিতে। এর আগে মাত্র একবারই ৫০০-এর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ছিল কাউন্টিতে।
১৯২৫ সালে সেই রেকর্ডটি গড়েছিল মিডলসেক্স। নটিংহামশায়ারের বিপক্ষে ৫০২ রান তাড়া করে জিতেছিল তারা। মাত্র ১ রানের জন্য সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছোঁয়া না হলেও দীর্ঘ ৯৮ বছর পর আবারও ৫০০ পেরোনো লক্ষ্যে ম্যাচ জেতা চারটিখানি কথা নয়। গতকাল কেন্টের বিপক্ষে ৫ উইকেটে জিতে এই রেকর্ড গড়েছে সারে।
সারের এই রেকর্ড গড়ার দুই নায়ক হচ্ছেন বেন ফোকস ও ডম সিবলি। চতুর্থ উইকেটে দুজনের ২০৭ রানের জুটিতে অসাধ্যসাধন করেছে সারে। ম্যাচে দুজনেই সেঞ্চুরি করেছেন। ফোকস ১২৪ রানে আউট হলেও সিবলি ১৪০ রানের অপরাজিত ইনিংসে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। অপরাজিত ইনিংসটি খেলার পথে নিজেও একটি রেকর্ড গড়েছেন ২৭ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার।
কাউন্টির ইতিহাসে মন্থরতম সেঞ্চুরি করেছেন সিবলি। সেঞ্চুরি পূর্ণ করতে ৫১১ মিনিট সময় নিয়েছেন। এর আগের রেকর্ডটি ছিল ৪৫৩ মিনিটের। ১৯৯৪ সালে রেকর্ডটি গড়েছিলেন ল্যাঙ্কারশায়ারের ব্যাটার জ্যাসন গ্যালিয়ান।
ফোকস ও সিবলির বীরত্বে সারে রেকর্ড গড়লেও আরেক সেঞ্চুরিয়ান জেমি স্মিথের অবদান কিন্তু কম ছিল না। তাঁর টি-টোয়েন্টি স্টাইলে ৭৭ বলে ১১৪ রানের ইনিংস প্রতিপক্ষের বোলারদের ওপর শুধু চাপই বাড়ায়নি, সঙ্গে সারেকে ম্যাচ জেতানোর কাজটা সহজ করে দিয়েছে।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতায় যৌথভাবে তালিকায় ষষ্ঠ সারে। শীর্ষে আছে ভারতের পশ্চিম জোন। ২০১০ সালে দক্ষিণ জোনের ৫৩৬ রান তাড়া করে জেতে তারা। এর আগে সারের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ৪১০, ক্যান্টারবুরি মাঠেই ২০০২ সালে।

কাউন্টি চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়েছে সারে। ৫০১ রানের লক্ষ্য তাড়া করে জিতে। এর আগে মাত্র একবারই ৫০০-এর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ছিল কাউন্টিতে।
১৯২৫ সালে সেই রেকর্ডটি গড়েছিল মিডলসেক্স। নটিংহামশায়ারের বিপক্ষে ৫০২ রান তাড়া করে জিতেছিল তারা। মাত্র ১ রানের জন্য সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড ছোঁয়া না হলেও দীর্ঘ ৯৮ বছর পর আবারও ৫০০ পেরোনো লক্ষ্যে ম্যাচ জেতা চারটিখানি কথা নয়। গতকাল কেন্টের বিপক্ষে ৫ উইকেটে জিতে এই রেকর্ড গড়েছে সারে।
সারের এই রেকর্ড গড়ার দুই নায়ক হচ্ছেন বেন ফোকস ও ডম সিবলি। চতুর্থ উইকেটে দুজনের ২০৭ রানের জুটিতে অসাধ্যসাধন করেছে সারে। ম্যাচে দুজনেই সেঞ্চুরি করেছেন। ফোকস ১২৪ রানে আউট হলেও সিবলি ১৪০ রানের অপরাজিত ইনিংসে দলকে ম্যাচ জিতিয়ে মাঠ ছেড়েছেন। অপরাজিত ইনিংসটি খেলার পথে নিজেও একটি রেকর্ড গড়েছেন ২৭ বছর বয়সী এই ইংলিশ ব্যাটার।
কাউন্টির ইতিহাসে মন্থরতম সেঞ্চুরি করেছেন সিবলি। সেঞ্চুরি পূর্ণ করতে ৫১১ মিনিট সময় নিয়েছেন। এর আগের রেকর্ডটি ছিল ৪৫৩ মিনিটের। ১৯৯৪ সালে রেকর্ডটি গড়েছিলেন ল্যাঙ্কারশায়ারের ব্যাটার জ্যাসন গ্যালিয়ান।
ফোকস ও সিবলির বীরত্বে সারে রেকর্ড গড়লেও আরেক সেঞ্চুরিয়ান জেমি স্মিথের অবদান কিন্তু কম ছিল না। তাঁর টি-টোয়েন্টি স্টাইলে ৭৭ বলে ১১৪ রানের ইনিংস প্রতিপক্ষের বোলারদের ওপর শুধু চাপই বাড়ায়নি, সঙ্গে সারেকে ম্যাচ জেতানোর কাজটা সহজ করে দিয়েছে।
সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে ম্যাচ জেতায় যৌথভাবে তালিকায় ষষ্ঠ সারে। শীর্ষে আছে ভারতের পশ্চিম জোন। ২০১০ সালে দক্ষিণ জোনের ৫৩৬ রান তাড়া করে জেতে তারা। এর আগে সারের সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড ছিল ৪১০, ক্যান্টারবুরি মাঠেই ২০০২ সালে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
৭ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১৬ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে