আজকের পত্রিকা ডেস্ক

মিরপুরে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে শেষ ওয়ানডেতেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ৯ উইকেটের এই জয়ে আমিরাত দলকে ধবলধোলাই করেছে যুবারা। যদিও সিরিজটি ছিল পাঁচ ওয়ানডের। কিন্তু রাজশাহীতে প্রথম দুটি ম্যাচ টসের আগেই পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচে নেমে এসেছিল সিরিজ। মিরপুরে টানা তিন ম্যাচের তিনটিতেই জিতলেন যুবারা।
টসে জিতে ব্যাট করতে নেমে সফরকারী দল বাংলাদেশের বোলারদের সমন্বিত আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে তারা। ফলে ৪০.৩ ওভারেই ১৩৭ রানে অলআউট তারা। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে উদ্দিস সূরি।
তাঁকে ফিরিয়েছেন লেগ স্পিনার দেবাশীষ সরকার। চলতি সিরিজেই দুর্দান্ত পারফর্ম করা দেবাশীষ গতকালও বল হাতে ছিলেন আপন মহিমায় উদ্ভাসিত; নিয়েছেন ৪ উইকেট। আর রান খরচে ভারী কিপ্টেমি করেছেন, দিয়েছেন মাত্র ৪ রান। তাঁর বোলিং বিশ্লেষণ—৪.৩-১-৪-৪!
লক্ষ্য এমনিতেই ছোট ছিল। তারওপর ওপেনিংয়ে যাওয়াদ আবরারকে নিয়ে অধিনায়ক কালাম সিদ্দিকী আলিন ৬৯ রানের জুটি গড়লে আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ দলকে। ৩টি চার ও ৩টি ছয়ে ৪৬ বলে ৪১ রান করে আবরার আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আলিন। আরবারের বিদায়ে উইকেটে আসেন শাহরিয়ার আজমির তুর্য। দ্বিতীয় উইকেটে তারা ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে ২০.৪ ওভারেই জিতে যায় বাংলাদেশ। ৪২ বলে ৬টি চারে ৪১ করে অপরাজিত থাকেন আলিন। তুর্য ৩৭ বলে করেন ৩৯। ৪টি চার ও ২টি ছক্বায় সাজানো তাঁর ইনিংস।ম্যাচসেরা হয়েছেন যাওয়াদ আবরার ।

মিরপুরে সংযুক্ত আরব আমিরাত অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে শেষ ওয়ানডেতেও দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯। ৯ উইকেটের এই জয়ে আমিরাত দলকে ধবলধোলাই করেছে যুবারা। যদিও সিরিজটি ছিল পাঁচ ওয়ানডের। কিন্তু রাজশাহীতে প্রথম দুটি ম্যাচ টসের আগেই পরিত্যক্ত হওয়ায় তিন ম্যাচে নেমে এসেছিল সিরিজ। মিরপুরে টানা তিন ম্যাচের তিনটিতেই জিতলেন যুবারা।
টসে জিতে ব্যাট করতে নেমে সফরকারী দল বাংলাদেশের বোলারদের সমন্বিত আক্রমণের সামনে সুবিধা করতে পারেনি। নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারিয়েছে তারা। ফলে ৪০.৩ ওভারেই ১৩৭ রানে অলআউট তারা। ইনিংস সর্বোচ্চ ২৯ রান করে উদ্দিস সূরি।
তাঁকে ফিরিয়েছেন লেগ স্পিনার দেবাশীষ সরকার। চলতি সিরিজেই দুর্দান্ত পারফর্ম করা দেবাশীষ গতকালও বল হাতে ছিলেন আপন মহিমায় উদ্ভাসিত; নিয়েছেন ৪ উইকেট। আর রান খরচে ভারী কিপ্টেমি করেছেন, দিয়েছেন মাত্র ৪ রান। তাঁর বোলিং বিশ্লেষণ—৪.৩-১-৪-৪!
লক্ষ্য এমনিতেই ছোট ছিল। তারওপর ওপেনিংয়ে যাওয়াদ আবরারকে নিয়ে অধিনায়ক কালাম সিদ্দিকী আলিন ৬৯ রানের জুটি গড়লে আর পেছন ফিরে তাকাতে হয়নি বাংলাদেশ দলকে। ৩টি চার ও ৩টি ছয়ে ৪৬ বলে ৪১ রান করে আবরার আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আলিন। আরবারের বিদায়ে উইকেটে আসেন শাহরিয়ার আজমির তুর্য। দ্বিতীয় উইকেটে তারা ৬৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়লে ২০.৪ ওভারেই জিতে যায় বাংলাদেশ। ৪২ বলে ৬টি চারে ৪১ করে অপরাজিত থাকেন আলিন। তুর্য ৩৭ বলে করেন ৩৯। ৪টি চার ও ২টি ছক্বায় সাজানো তাঁর ইনিংস।ম্যাচসেরা হয়েছেন যাওয়াদ আবরার ।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
৩৯ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
৩ ঘণ্টা আগে