
টেস্ট ক্রিকেটে রোমাঞ্চে ভরা একদিনই গেল গতকাল। ব্রিসবেন থেকে হায়দরাবাদ—দুটি টেস্টই শুরু হয়েছিল গত ২৫ জানুয়ারি। শেষ হয়েছে গতকাল চতুর্থ দিনেই। দুটি টেস্টেই দুই স্বাগতিক দল হেরেছে।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি ছিল ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। ২৮ রানে হেরে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুই থেকে পাঁচ নম্বরে নেমে গেছে ভারত। ৫৪.১৬ শতাংশ থেকে কমে তা দাঁড়িয়েছে ৪৩.৩৩। দুই, তিন ও চারে থাকা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া প্রত্যেকেরই ৫০ শতাংশ। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এবারের চক্র শুরু করেছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সেই সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।
অন্যদিকে ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টটি দুলছিল পেন্ডুলামের মতো। ৮ রানের জয়ে দীর্ঘ ২১ বছর পর টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার মাঠে ক্রিকেটের রাজকীয় সংস্করণে জয় এসেছে ২৭ বছর পর। তবে পয়েন্ট তালিকায় অজিরা বরাবরের মতো রয়েছে শীর্ষ স্থানে। ৬১.১১ শতাংশ থেকে কমে অজিদের ক্ষেত্রে তা হয়েছে ৫৫। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড রয়েছে পয়েন্ট টেবিলের ৭ ও ৮ নম্বরে। ৯ নম্বরে থাকা শ্রীলঙ্কা এবারের চক্রে এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবচেয়ে বেশি ১০ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে ইংল্যান্ডে গত বছরের জুন-জুলাইয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ খেলে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৬ ম্যাচ খেলে ইংল্যান্ড। ভারত-পাকিস্তান দুটি দল খেলেছে ৫টি করে ম্যাচ। দক্ষিণ আফ্রিকা এবারের চক্রে খেলেছে ২ ম্যাচ।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল (শতাংশের হিসেবে) :
অস্ট্রেলিয়া: ৫৫
দক্ষিণ আফ্রিকা: ৫০
নিউজিল্যান্ড: ৫০
বাংলাদেশ: ৫০
ভারত: ৪৩.৩৩
পাকিস্তান: ৩৬.৬৬
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩.৩৩
ইংল্যান্ড: ২৯.১৬
শ্রীলঙ্কা: ০
*২৮ জানুয়ারি,২০২৪ পর্যন্ত

টেস্ট ক্রিকেটে রোমাঞ্চে ভরা একদিনই গেল গতকাল। ব্রিসবেন থেকে হায়দরাবাদ—দুটি টেস্টই শুরু হয়েছিল গত ২৫ জানুয়ারি। শেষ হয়েছে গতকাল চতুর্থ দিনেই। দুটি টেস্টেই দুই স্বাগতিক দল হেরেছে।
হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি ছিল ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। ২৮ রানে হেরে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের পয়েন্ট টেবিলে দুই থেকে পাঁচ নম্বরে নেমে গেছে ভারত। ৫৪.১৬ শতাংশ থেকে কমে তা দাঁড়িয়েছে ৪৩.৩৩। দুই, তিন ও চারে থাকা দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া প্রত্যেকেরই ৫০ শতাংশ। গত বছরের নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে এবারের চক্র শুরু করেছিল বাংলাদেশ ও নিউজিল্যান্ড। সেই সিরিজ শেষ হয়েছিল ১-১ সমতায়।
অন্যদিকে ব্রিসবেনের গ্যাবায় অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টেস্টটি দুলছিল পেন্ডুলামের মতো। ৮ রানের জয়ে দীর্ঘ ২১ বছর পর টেস্টে ওয়েস্ট ইন্ডিজ জিতল অস্ট্রেলিয়ার বিপক্ষে। অস্ট্রেলিয়ার মাঠে ক্রিকেটের রাজকীয় সংস্করণে জয় এসেছে ২৭ বছর পর। তবে পয়েন্ট তালিকায় অজিরা বরাবরের মতো রয়েছে শীর্ষ স্থানে। ৬১.১১ শতাংশ থেকে কমে অজিদের ক্ষেত্রে তা হয়েছে ৫৫। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড রয়েছে পয়েন্ট টেবিলের ৭ ও ৮ নম্বরে। ৯ নম্বরে থাকা শ্রীলঙ্কা এবারের চক্রে এখনো পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি।
২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবচেয়ে বেশি ১০ ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়া। যার মধ্যে ইংল্যান্ডে গত বছরের জুন-জুলাইয়ে পাঁচ ম্যাচের অ্যাশেজ খেলে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া। দ্বিতীয় সর্বোচ্চ ৬ ম্যাচ খেলে ইংল্যান্ড। ভারত-পাকিস্তান দুটি দল খেলেছে ৫টি করে ম্যাচ। দক্ষিণ আফ্রিকা এবারের চক্রে খেলেছে ২ ম্যাচ।
গত দুই চক্রের মতো এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপও হচ্ছে ৯ দল নিয়ে। জিতলে ১২ পয়েন্ট, টাই করলে ৬ পয়েন্ট ও ড্র করলে ৪ পয়েন্ট পাবে দল। হারলে কোনো পয়েন্টই পাওয়া যাবে না।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের পয়েন্ট টেবিল (শতাংশের হিসেবে) :
অস্ট্রেলিয়া: ৫৫
দক্ষিণ আফ্রিকা: ৫০
নিউজিল্যান্ড: ৫০
বাংলাদেশ: ৫০
ভারত: ৪৩.৩৩
পাকিস্তান: ৩৬.৬৬
ওয়েস্ট ইন্ডিজ: ৩৩.৩৩
ইংল্যান্ড: ২৯.১৬
শ্রীলঙ্কা: ০
*২৮ জানুয়ারি,২০২৪ পর্যন্ত

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৬ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৮ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১১ ঘণ্টা আগে