
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দুইবারে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অথচ তাদেরকেই এবার খেলতে হবে প্রথম রাউন্ড। এমনকি এই দলে আছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। নিকোলাস পুরানের মতে, এই তরুণদের নিয়ে বিশ্বকাপ জয়ই হবে সবচেয়ে বড় অর্জন।
হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ড ছাড়া এই গ্রুপে ‘গ্রুপ-বি’ তে ওয়েস্ট ইন্ডিজের বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি তিন দলই টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে তুলনামূলক ভালো খেলছে। প্রথম রাউন্ডের চ্যালেঞ্জ পেরিয়ে উইন্ডিজদের বিশ্বকাপ জয় তাই এবার একটু কঠিনই। তবে পুরান এটাকে (বিশ্বকাপ জয়) বড় অর্জন মনে করছেন। আজ সংবাদ সম্মেলনে উইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘অবশ্যই, বিশ্বকাপ জেতা হবে বড় অর্জন। এই গ্রুপের জন্য তো অবশ্যই। এটা একটা নতুন গ্রুপ। একঝাঁক তরুণ খেলোয়াড় এই দলে। বিশ্বকাপ জয় হবে সবচেয়ে বড় অর্জন।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলেন ক্রিস গেইল এবং ডোয়েইন ব্রাভো। চলতি বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নেন কাইরন পোলার্ড। আর আন্দ্রে রাসেল, সুনীল নারাইন দলে জায়গা পাননি। এমনকি বিমান ধরতে না পারায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন শিমরন হেটমেয়ার। ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, ওবেদ ম্যাককয়, আকিল হোসেনের মতো তরুণ খেলোয়াড়েরা খেলছেন এবারের বিশ্বকাপে। এই ব্যাপারে পুরান বলেন, ‘আমার মতে, অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের একটা ভারসাম্য থাকা উচিত। আপনারা খেয়াল করলে দেখবেন, আমরা দুটো বিশ্বকাপ জিতেছি (২০১২ এবং ২০১৬)। গত বিশ্বকাপেও আমাদের একগাদা তারকা ক্রিকেটার ছিল কিন্তু আমরা সেমিফাইনালে উঠতে পারিনি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ দুইবারে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অথচ তাদেরকেই এবার খেলতে হবে প্রথম রাউন্ড। এমনকি এই দলে আছেন একঝাঁক তরুণ ক্রিকেটার। নিকোলাস পুরানের মতে, এই তরুণদের নিয়ে বিশ্বকাপ জয়ই হবে সবচেয়ে বড় অর্জন।
হোবার্টে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে আগামীকাল বিশ্বকাপ মিশন শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। স্কটল্যান্ড ছাড়া এই গ্রুপে ‘গ্রুপ-বি’ তে ওয়েস্ট ইন্ডিজের বাকি দুই প্রতিপক্ষ হচ্ছে আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। ওয়েস্ট ইন্ডিজ ছাড়া বাকি তিন দলই টি-টোয়েন্টিতে সাম্প্রতিক সময়ে তুলনামূলক ভালো খেলছে। প্রথম রাউন্ডের চ্যালেঞ্জ পেরিয়ে উইন্ডিজদের বিশ্বকাপ জয় তাই এবার একটু কঠিনই। তবে পুরান এটাকে (বিশ্বকাপ জয়) বড় অর্জন মনে করছেন। আজ সংবাদ সম্মেলনে উইন্ডিজ টি-টোয়েন্টি দলের অধিনায়ক বলেন, ‘অবশ্যই, বিশ্বকাপ জেতা হবে বড় অর্জন। এই গ্রুপের জন্য তো অবশ্যই। এটা একটা নতুন গ্রুপ। একঝাঁক তরুণ খেলোয়াড় এই দলে। বিশ্বকাপ জয় হবে সবচেয়ে বড় অর্জন।’
গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে শেষ ম্যাচ খেলেন ক্রিস গেইল এবং ডোয়েইন ব্রাভো। চলতি বছরের এপ্রিলে আন্তর্জাতিক ক্রিকেট থেকেই অবসর নেন কাইরন পোলার্ড। আর আন্দ্রে রাসেল, সুনীল নারাইন দলে জায়গা পাননি। এমনকি বিমান ধরতে না পারায় বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন শিমরন হেটমেয়ার। ব্রেন্ডন কিং, কাইল মায়ার্স, রোভম্যান পাওয়েল, ওবেদ ম্যাককয়, আকিল হোসেনের মতো তরুণ খেলোয়াড়েরা খেলছেন এবারের বিশ্বকাপে। এই ব্যাপারে পুরান বলেন, ‘আমার মতে, অভিজ্ঞ এবং তরুণ ক্রিকেটারদের একটা ভারসাম্য থাকা উচিত। আপনারা খেয়াল করলে দেখবেন, আমরা দুটো বিশ্বকাপ জিতেছি (২০১২ এবং ২০১৬)। গত বিশ্বকাপেও আমাদের একগাদা তারকা ক্রিকেটার ছিল কিন্তু আমরা সেমিফাইনালে উঠতে পারিনি।’

মোস্তাফিজুর রহমানের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল থেকে বাদ পড়ার বিষয়টি ভালোভাবে নিতে পারছেন না অনেক ভারতীয়। শশী থারুর তাঁদেরই একজন। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) এমন সিদ্ধান্ত দুর্গন্ধ ছড়াচ্ছে বলে মনে করেন তিরুবনন্তপুরমের এই সাংসদ।
৩০ মিনিট আগে
পরিস্থিতি স্বাভাবিক করতে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নাকি মোস্তাফিজুর রহমানকে আইপিএলে ফেরানোর প্রস্তাব দিয়েছিল বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। আর বিসিবি সভাপতি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বলে যে খবর বাংলাদেশ ও ভারতীয় সংবাদমাধ্যমে ছড়িয়েছে, সেটির সত্যতা নেই বলে দাবি বুলবুলের।
১০ ঘণ্টা আগে
ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপটে আজ আবারও আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইসিসির প্রধান নির্বাহী বরাবর চিঠিতে ভারতে বিশ্বকাপের ম্যাচ খেলার ব্যাপারে নিজেদের উদ্বেগের জায়গাগুলো বিস্তারিত লিখে পাঠিয়েছে বিসিবি।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে জয়ের পর গতকাল চট্টগ্রাম রয়্যালসের কাছে হেরে যায় সিলেট টাইটান্স। জয়ের ধারায় ফিরতেও বেশি সময় নিল না মেহেদি হাসান মিরাজের দল। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে ২০ রানে হারিয়েছে সিলেট।
১৩ ঘণ্টা আগে