
চোখের পলক ফেলতে ন্যুনতম যে সময় লাগে, সেটার আগেই ব্যাটাররা ড্রেসিংরুমে ফিরছেন। বিকেএসপির তিন নম্বর মাঠে আজ ৪ রানেই ৬ উইকেট হারিয়েছে এনামুল হক বিজয়ের নেতৃত্বাধীন গাজী গ্রুপ ক্রিকেটার্স। ভয়ংকর বিপর্যয়ে পড়া দলটি স্কোরবোর্ডে যা রান করেছে, সেটাও লড়াই করার মতো নয়।
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আজ গাজী গ্রুপ ক্রিকেটার্স খেলেছে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা গাজী স্কোরবোর্ডে ১০০ রানও জমা করতে পারেনি। দলটিও হেরেছে ১০ উইকেটের বিশাল ব্যবধানে।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের অধিনায়ক আকবর আলী। ব্যাটিংয়ে নেমে ইনিংসের প্রথম বলেই গাজী গ্রুপ ক্রিকেটার্স হারায় অধিনায়ক এনামুল হক বিজয়ের উইকেট। এই উইকেটটি নিয়েছেন শরীফুল ইসলাম ও ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক আকবর। একই ওভারের পঞ্চম বলে মোহাম্মদ সালমান হোসেন ইমনকে ফিরিয়েছেন শরীফুল। এই উইকেটটিও কট বিহাইন্ড।
ইনিংসের দ্বিতীয় ওভারে কোনো উইকেট হারায়নি গাজী গ্রুপ ক্রিকেটার্স। তবে তৃতীয় ওভারেই দলটি যেন চোখে সর্ষেফুল দেখতে থাকে। শরীফুলের করা ওভারে পড়েছে ৩ উইকেট। ওভারের প্রথম বলে রান আউট হয়েছেন গাজীর আরেক ওপেনার সাদিকুর রহমান। ওভারের চতুর্থ ও শেষ বলে শরীফুল নিয়েছেন জোড়া উইকেট। আমিনুল ইসলাম বিপ্লব, শেখ পারভেজ জীবন দুজনেই বোল্ড হয়েছেন ও দুজনেই ফিরেছেন শূন্য রানে। বিপ্লব মেরেছেন গোল্ডেন ডাক।
চতুর্থ ওভারের চতুর্থ বলে শামসুর রহমান শুভকে বোল্ড করেছেন তানজিম হাসান সাকিব। গাজী গ্রুপ ক্রিকেটার্সের স্কোরকার্ডে তখন ৩.৪ ওভারে ৪ রানে ৬ উইকেট। এমন পরিস্থিতিতে ৫০ রানও মনে হচ্ছিল অনেক দূরের পথ। সপ্তম উইকেটে তখন ৪৭ রানের জুটি গড়েন তোফায়েল আহমেদ ও ওয়াসি সিদ্দিকী। এই জুটি ছাড়া গাজীর ইনিংসে বলার মতো কিছু ছিল না। ৩৮.৫ ওভারে ৯৩ রানে অলআউট হয়েছে দলটি। ৯ নম্বরে নামা আবদুল গাফফার সাকলাইনের ২৬ রান গাজী গ্রুপ ক্রিকেটার্সের ইনিংস সর্বোচ্চ।
৯৪ রানের লক্ষ্যে নেমে ২১৭ বল হাতে রেখে ১০ উইকেটের জয় নিশ্চিত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ১৩.৫ ওভারে বিনা উইকেটে ৯৭ রান তুলে ফেলে দলটি। ৪৬ বলে ১০ চার ও ২ ছক্কায় ৬৫ রান করেন তানজিদ হাসান তামিম। তাঁর সঙ্গী সাইফ হাসান করেন ৩৮ বলে ২৭ রান। ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন শরীফুল। লিজেন্ডস অব রূপগঞ্জের এই বাঁহাতি পেসার ১৪ রানে ৪ উইকেট নিয়েছেন। ১০ ওভার বোলিং করে মেডেন দিয়েছেন ৩ টি।

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে