
২০২৩ বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট দলে শুরু হয়ে যায় টালমাটাল অবস্থা। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এরপর হতশ্রী পারফরম্যান্সে এবারের বিশ্বকাপ থেকে সবার আগেই ছিটকে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে আজ ম্যাচটি হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার। এই ম্যাচের আগে পুরোনো কথাই যেন নতুন করে মনে করালেন তামিম ইকবাল।
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপন করেন সাকিব আর তামিম। গত ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার পরই আবারও প্রকাশ্যে আসে সাকিব-তামিমের দ্বন্দ্ব, যেখানে সাকিবের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিমের। ঠিক এই ডামাডোলের মধ্যেই হয়েছিল সাকিব-তামিমের অনলাইন ব্যাংকিংয়ের বিজ্ঞাপন। সেখানে দুজনের ‘সন্ধির’ গল্প উঠে এসেছে। সেখানে সাকিব-তামিম বলছেন, ‘বাংলাদেশের জন্য আরেকবার হয়ে যাক...।’ তামিম কাল দাবি করলেন, বিশ্বকাপে তিনি খেললে এটির (অনলাইন ব্যাংকিংয়ের বিজ্ঞাপন) অর্থ অন্যরকমই হতো। অনলাইনে এক পণ্য বিক্রির বিজ্ঞাপনী অনুষ্ঠানে বাংলাদেশের বাঁহাতি ওপেনার বলেছেন, ‘আমার এবারের বিশ্বকাপে খেলার কথা ছিল। যদি খেলতে পারতাম, তাহলে এটির অর্থ অন্যরকমই হতো। তবে দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারিনি।’
বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রেসিংরুমের এই গল্পের শুটিং হয়েছে গত ২৪ সেপ্টেম্বর। বিশ্বকাপ দল ঘোষণা করার ঠিক দুই দিন আগে। অবশ্য এটা সবারই জানা, ২৪ সেপ্টেম্বর পর্যন্তও সব ঠিক ছিল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণার পরই এলোমেলো হয়ে গেছে পুরো চিত্র। বিরাট ঝড় বয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের ওপর দিয়ে। তামিম এক ভিডিও বার্তায় বোমা ফাটান। সাকিব আরেক সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেন তামিমকে নিয়ে।

২০২৩ বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট দলে শুরু হয়ে যায় টালমাটাল অবস্থা। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এরপর হতশ্রী পারফরম্যান্সে এবারের বিশ্বকাপ থেকে সবার আগেই ছিটকে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে আজ ম্যাচটি হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার। এই ম্যাচের আগে পুরোনো কথাই যেন নতুন করে মনে করালেন তামিম ইকবাল।
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপন করেন সাকিব আর তামিম। গত ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার পরই আবারও প্রকাশ্যে আসে সাকিব-তামিমের দ্বন্দ্ব, যেখানে সাকিবের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিমের। ঠিক এই ডামাডোলের মধ্যেই হয়েছিল সাকিব-তামিমের অনলাইন ব্যাংকিংয়ের বিজ্ঞাপন। সেখানে দুজনের ‘সন্ধির’ গল্প উঠে এসেছে। সেখানে সাকিব-তামিম বলছেন, ‘বাংলাদেশের জন্য আরেকবার হয়ে যাক...।’ তামিম কাল দাবি করলেন, বিশ্বকাপে তিনি খেললে এটির (অনলাইন ব্যাংকিংয়ের বিজ্ঞাপন) অর্থ অন্যরকমই হতো। অনলাইনে এক পণ্য বিক্রির বিজ্ঞাপনী অনুষ্ঠানে বাংলাদেশের বাঁহাতি ওপেনার বলেছেন, ‘আমার এবারের বিশ্বকাপে খেলার কথা ছিল। যদি খেলতে পারতাম, তাহলে এটির অর্থ অন্যরকমই হতো। তবে দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারিনি।’
বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রেসিংরুমের এই গল্পের শুটিং হয়েছে গত ২৪ সেপ্টেম্বর। বিশ্বকাপ দল ঘোষণা করার ঠিক দুই দিন আগে। অবশ্য এটা সবারই জানা, ২৪ সেপ্টেম্বর পর্যন্তও সব ঠিক ছিল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণার পরই এলোমেলো হয়ে গেছে পুরো চিত্র। বিরাট ঝড় বয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের ওপর দিয়ে। তামিম এক ভিডিও বার্তায় বোমা ফাটান। সাকিব আরেক সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেন তামিমকে নিয়ে।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে