
২০২৩ বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট দলে শুরু হয়ে যায় টালমাটাল অবস্থা। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এরপর হতশ্রী পারফরম্যান্সে এবারের বিশ্বকাপ থেকে সবার আগেই ছিটকে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে আজ ম্যাচটি হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার। এই ম্যাচের আগে পুরোনো কথাই যেন নতুন করে মনে করালেন তামিম ইকবাল।
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপন করেন সাকিব আর তামিম। গত ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার পরই আবারও প্রকাশ্যে আসে সাকিব-তামিমের দ্বন্দ্ব, যেখানে সাকিবের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিমের। ঠিক এই ডামাডোলের মধ্যেই হয়েছিল সাকিব-তামিমের অনলাইন ব্যাংকিংয়ের বিজ্ঞাপন। সেখানে দুজনের ‘সন্ধির’ গল্প উঠে এসেছে। সেখানে সাকিব-তামিম বলছেন, ‘বাংলাদেশের জন্য আরেকবার হয়ে যাক...।’ তামিম কাল দাবি করলেন, বিশ্বকাপে তিনি খেললে এটির (অনলাইন ব্যাংকিংয়ের বিজ্ঞাপন) অর্থ অন্যরকমই হতো। অনলাইনে এক পণ্য বিক্রির বিজ্ঞাপনী অনুষ্ঠানে বাংলাদেশের বাঁহাতি ওপেনার বলেছেন, ‘আমার এবারের বিশ্বকাপে খেলার কথা ছিল। যদি খেলতে পারতাম, তাহলে এটির অর্থ অন্যরকমই হতো। তবে দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারিনি।’
বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রেসিংরুমের এই গল্পের শুটিং হয়েছে গত ২৪ সেপ্টেম্বর। বিশ্বকাপ দল ঘোষণা করার ঠিক দুই দিন আগে। অবশ্য এটা সবারই জানা, ২৪ সেপ্টেম্বর পর্যন্তও সব ঠিক ছিল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণার পরই এলোমেলো হয়ে গেছে পুরো চিত্র। বিরাট ঝড় বয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের ওপর দিয়ে। তামিম এক ভিডিও বার্তায় বোমা ফাটান। সাকিব আরেক সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেন তামিমকে নিয়ে।

২০২৩ বিশ্বকাপ শুরুর আগেই বাংলাদেশ ক্রিকেট দলে শুরু হয়ে যায় টালমাটাল অবস্থা। সাকিব আল হাসানের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে তামিম ইকবালের না থাকা নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। এরপর হতশ্রী পারফরম্যান্সে এবারের বিশ্বকাপ থেকে সবার আগেই ছিটকে গেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে পুনেতে আজ ম্যাচটি হচ্ছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফিতে জায়গা করে নেওয়ার। এই ম্যাচের আগে পুরোনো কথাই যেন নতুন করে মনে করালেন তামিম ইকবাল।
বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে দেশের একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের হয়ে বিজ্ঞাপন করেন সাকিব আর তামিম। গত ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপের দল ঘোষণার পরই আবারও প্রকাশ্যে আসে সাকিব-তামিমের দ্বন্দ্ব, যেখানে সাকিবের নেতৃত্বাধীন বিশ্বকাপ দলে জায়গা হয়নি তামিমের। ঠিক এই ডামাডোলের মধ্যেই হয়েছিল সাকিব-তামিমের অনলাইন ব্যাংকিংয়ের বিজ্ঞাপন। সেখানে দুজনের ‘সন্ধির’ গল্প উঠে এসেছে। সেখানে সাকিব-তামিম বলছেন, ‘বাংলাদেশের জন্য আরেকবার হয়ে যাক...।’ তামিম কাল দাবি করলেন, বিশ্বকাপে তিনি খেললে এটির (অনলাইন ব্যাংকিংয়ের বিজ্ঞাপন) অর্থ অন্যরকমই হতো। অনলাইনে এক পণ্য বিক্রির বিজ্ঞাপনী অনুষ্ঠানে বাংলাদেশের বাঁহাতি ওপেনার বলেছেন, ‘আমার এবারের বিশ্বকাপে খেলার কথা ছিল। যদি খেলতে পারতাম, তাহলে এটির অর্থ অন্যরকমই হতো। তবে দুর্ভাগ্যজনকভাবে আমি খেলতে পারিনি।’
বিজ্ঞাপনের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়, ড্রেসিংরুমের এই গল্পের শুটিং হয়েছে গত ২৪ সেপ্টেম্বর। বিশ্বকাপ দল ঘোষণা করার ঠিক দুই দিন আগে। অবশ্য এটা সবারই জানা, ২৪ সেপ্টেম্বর পর্যন্তও সব ঠিক ছিল। ২৬ সেপ্টেম্বর বিশ্বকাপ দল ঘোষণার পরই এলোমেলো হয়ে গেছে পুরো চিত্র। বিরাট ঝড় বয়ে গেছে বাংলাদেশ ক্রিকেটের ওপর দিয়ে। তামিম এক ভিডিও বার্তায় বোমা ফাটান। সাকিব আরেক সাক্ষাৎকারে বিস্ফোরক সব মন্তব্য করেন তামিমকে নিয়ে।

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
৩৮ মিনিট আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
১ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
২ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
৩ ঘণ্টা আগে