Ajker Patrika

আজ ভাগ্যিস মাহমুদউল্লাহ ছিলেন!

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ মে ২০২৪, ১২: ৫৬
আজ ভাগ্যিস মাহমুদউল্লাহ ছিলেন!

মিরপুরে চতুর্থ টি-টোয়েন্টিতে দুর্দান্ত শুরুর পরও ব্যাটিং ধসে পড়েছিল বাংলাদেশ। সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচ খেলতে নেমে আজও ব্যাটিং ধসে পড়েছিল স্বাগতিকেরা। টপ অর্ডারদের ধসে ১৫ রানে ৩ উইকেট হারিয়ে যখন বাংলাদেশ ধুঁকছিল, তখন ত্রাতা হিসেবে মাঠে নামেন মাহমুদউল্লাহ রিয়াদ।

সবশেষ ম্যাচে বিশ্রামে থাকা সেই অভিজ্ঞ মাহমুদউল্লাহই দলের হয়ে বুক চিতিয়ে লড়াই করে গেলেন। প্রতিপক্ষ জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয়ে ম্যাচে ফিফটি করেছেন। তাঁর ফিফটিতে পরে ৬ উইকেটে ১৫৭ রান সংগ্রহ করে বাংলাদেশ। এই সংগ্রহে অবদান রয়েছে নাজমুল হোসেন শান্ত ও জাকের আলী অনিকের কার্যকর দুটি ইনিংসেরও।

মিরপুরে সিরিজের শেষ টি-টোয়েন্টিতেও টস জিতে বাংলাদেশ দলকে আগে ব্যাটিংয়ের সুযোগ করে দেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। চতুর্থ টি-টোয়েন্টিতে তানজিদ হাসান তামিম-সৌম্য সরকারের জুটিতেই ১০১ রান তুলেছিল স্বাগতিকেরা। আজ এ দুই বাঁহাতির ওপেনিং জুটি পুরোপুরি ব্যর্থ। ৯ রানেই ফেরেন দুজনে। সৌম্যর ব্যাট থেকে এসেছে ৭ রান, তামিম করেছেন ২।

দলীয় ১৫ রানে তাওহীদ হৃদয়ের বিদায়ে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ দল। চতুর্থ উইকেটে দেখেশুনে ব্যাট চালিয়ে শান্ত-মাহমুদউল্লাহ শুরুর চাপ সামলানোর চেষ্টা করেন। দুজনের ৬৯ রানের জুটিতে ম্যাচেও দারুণভাবে ফেরে বাংলাদেশ। ৮৪ রানে শান্ত আউট হলে ভাঙে এই জুটি। ২৮ বলে ৩৬ রানে আউট হন শান্ত।

৬টি চার ও ১ ছক্কায় ৪৪ বলে ৫৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন মাহমুদউল্লাহ। সাকিব আল হাসান ফেরেন ১৭ বলে ২১ রান করে। শেষ দিকে জাকের ১১ বলে ২৪ ও মোহাম্মদ সাইফউদ্দিন ৬ রানে অপরাজিত থাকেন। জিম্বাবুয়ের হয়ে ২টি করে উইকেট নেন ব্লেসিং মুজারাবানি-ব্রায়ান বেনেট।

এতে করে পুরো জিম্বাবুয়ে সিরিজে ব্যাটিং নিয়ে অতৃপ্তি থেকেই গেল বাংলাদেশের। সিরিজের শেষ ম্যাচেও একই চিত্র দেখা গেছে মিরপুরে। ভাগ্যিস, মাহমুদউল্লাহ ছিলেন আজকের ম্যাচে। অন্যথায় শুরুতে যেভাবে টপ অর্ডার ধসে পড়েছিল, তাতে ম্যাচের চিত্র অন্য কিছু হতে পারত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত