Ajker Patrika

ভারতের ওপরে উঠে গেল অস্ট্রেলিয়া

ভারতের ওপরে উঠে গেল অস্ট্রেলিয়া

পাকিস্তানের বিপক্ষে নিজেদের টেস্ট পারফরম্যান্সের ফল এখনো যোগ হয়নি অস্ট্রেলিয়ার খাতায়। আগামীকাল সিডনি টেস্ট শেষ হলে সিরিজ জয়ের ফল পাবে তারা। তবে তার আগেই সুখবর পেয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান রাজারা। 

ভারতকে পেছনে ফেলে টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভারত ১-১ ব্যবধানে সিরিজ ড্র করায় ছয় মাস পর আবারও শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। এর আগে গত জুনে ভারতকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হারিয়ে এক নম্বরে ছিল তারা। 

শীর্ষে উঠলেও রেটিংয়ে এখনো উন্নতি হয়নি অস্ট্রেলিয়ার। ১১৮ রেটিংই আছে তাদের। তবে সমান পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ভারত সিরিজ ড্র করায় তাদের এক পয়েন্ট কমে ১১৭ হয়েছে। অস্ট্রেলিয়া যেহেতু সিডনি টেস্টেও জয়ের পথে রয়েছে সেহেতু পাকিস্তানকে তিন টেস্টের সিরিজে ধবলধোলাই করলে ভালো রেটিংই যোগ হবে প্যাট কামিন্সের দলের নামের পাশে। 

ভারতকে পেছনে ফেললেও পয়েন্টে এখনো রোহিত শর্মা-বিরাট কোহলিদের পেছনে আছেন কামিন্স-স্টিভেন স্মিথরা। ভারতের ৩৭৪৬ পয়েন্টের বিপরীতে অস্ট্রেলিয়ার ৩৫৩৪। শীর্ষে ওঠার ক্ষেত্রে অবশ্য পয়েন্টের বিবেচনা রেটিংয়ের পরেই আসে। রেটিং সমান হলে তখন পয়েন্টে যে দল এগিয়ে থাকে সেই শীর্ষে ওঠে। 

দুই দলের পরেই ১১৫ রেটিং নিয়ে তিনে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে টেস্ট খেলুড়ে ১২ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯ নম্বরে। সাকিব আল হাসান-নাজমুল হোসেন শান্তদের রেটিং ৫১। বাংলাদেশের পরে ক্রমান্বয়ে জিম্বাবুয়ে, আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের জামিনদার হওয়াই কাল, মা-মেয়েকে হত্যার পর লাশের সঙ্গেই ঘুমাতেন দুই বোন

ময়মনসিংহে বিএনপির প্রার্থীর সমর্থকদের সঙ্গে সংঘর্ষ, স্বতন্ত্রের কর্মী নিহত

ভোলায় তরুণকে আটকে রেখে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

এক মন্তব্যে আমাদের ক্ষতি হয়ে গেল, বলছেন বিসিবি পরিচালক

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত