আজকের পত্রিকা ডেস্ক

লক্ষ্যটা একটু বড়ই ছিল খুলনা টাইগার্সের। গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরির সুবাদে চিটাগং কিংস জয়ের জন্য ২০১ রানের রক্ষ্য দিয়েছিল খুলনাকে। যে ব্যাটিংয়ে এসে ৯ উইকেটে তারা তুলতে পারে ১৫৫ রান। তাতে চিটাগংয়ের জয় ৪৫ রানে।
বড় রান তাড়া করার মতো ভালো শুরু পায়নি খুলনা। উল্টো ৭১ রানে ৫ উইকেট খুইয়ে কক্ষচ্যুত হয়ে যায় তারা। দারউইশ রসুলি ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন, মোহাম্মদ নওয়াজ ২৫। ২৫ রানে ৩ উইকেট নিয়ে চিটাগং কিংসের সফল বোলার আরাফাত সানি।
এর আগে টস হেরে প্রথম ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০০ রান তোলে চিটাগং কিংস। এই দু শ রানের মধ্যে একাই ১০১ রান করেন গ্রাহাম ক্লার্ক। ক্লার্কের সেঞ্চুরি পাওয়ার দিনে রানে ফিরেছেন চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে ডাক পাওয়া পারভেজ হোসেন ইমন।
দলীয় ১৮ রানে ফিরে যান ওপেনার উসমান খান (১০)। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ইমন ও গ্রাহাম ক্লার্ক ৬৩ বলে করেন ১২৮ রান। এই জুটিতেই বড় স্কোরের ভিত পেয়ে যায় চিটাগং। চিটাগংয়ের হয়ে আগের ৪ ম্যাচে ১৩, ০, ১৭ ও ৭ রান করা ইমন এদিন আউট হওয়ার আগে ২৯ বলে করেন ৩৯ রান। আর ক্লার্ক ১০১ রান করেন ২০২.০০ স্টাইকরেটে। ৭টি চার ও ৬টি ছয়ে রানের তিন অঙ্কে পা রাখেন গ্রাহাম ক্লার্ক। সালমান ইরশাদের শিকার হয়ে যখন তিনি ফিরলেন, তখন চিটাগংয়ের রান ১৬৮। পরের ব্যাটারদের ছোট ছোট অবদানে ২০০ ছোঁয় চিটাগং। মোহাম্মদ নেওয়াজ ও সালমান ইরশাদ নিয়েছেন ৩টি করে উইকেট।

লক্ষ্যটা একটু বড়ই ছিল খুলনা টাইগার্সের। গ্রাহাম ক্লার্কের সেঞ্চুরির সুবাদে চিটাগং কিংস জয়ের জন্য ২০১ রানের রক্ষ্য দিয়েছিল খুলনাকে। যে ব্যাটিংয়ে এসে ৯ উইকেটে তারা তুলতে পারে ১৫৫ রান। তাতে চিটাগংয়ের জয় ৪৫ রানে।
বড় রান তাড়া করার মতো ভালো শুরু পায়নি খুলনা। উল্টো ৭১ রানে ৫ উইকেট খুইয়ে কক্ষচ্যুত হয়ে যায় তারা। দারউইশ রসুলি ইনিংস সর্বোচ্চ ৩৭ রান করেন, মোহাম্মদ নওয়াজ ২৫। ২৫ রানে ৩ উইকেট নিয়ে চিটাগং কিংসের সফল বোলার আরাফাত সানি।
এর আগে টস হেরে প্রথম ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ২০০ রান তোলে চিটাগং কিংস। এই দু শ রানের মধ্যে একাই ১০১ রান করেন গ্রাহাম ক্লার্ক। ক্লার্কের সেঞ্চুরি পাওয়ার দিনে রানে ফিরেছেন চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দলে ডাক পাওয়া পারভেজ হোসেন ইমন।
দলীয় ১৮ রানে ফিরে যান ওপেনার উসমান খান (১০)। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ইমন ও গ্রাহাম ক্লার্ক ৬৩ বলে করেন ১২৮ রান। এই জুটিতেই বড় স্কোরের ভিত পেয়ে যায় চিটাগং। চিটাগংয়ের হয়ে আগের ৪ ম্যাচে ১৩, ০, ১৭ ও ৭ রান করা ইমন এদিন আউট হওয়ার আগে ২৯ বলে করেন ৩৯ রান। আর ক্লার্ক ১০১ রান করেন ২০২.০০ স্টাইকরেটে। ৭টি চার ও ৬টি ছয়ে রানের তিন অঙ্কে পা রাখেন গ্রাহাম ক্লার্ক। সালমান ইরশাদের শিকার হয়ে যখন তিনি ফিরলেন, তখন চিটাগংয়ের রান ১৬৮। পরের ব্যাটারদের ছোট ছোট অবদানে ২০০ ছোঁয় চিটাগং। মোহাম্মদ নেওয়াজ ও সালমান ইরশাদ নিয়েছেন ৩টি করে উইকেট।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই এগিয়ে আসছে, ততই খারাপ হচ্ছে বাংলাদেশ ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিবি ও বিসিসিআই) সম্পর্ক। গতকাল রাতে ক্রিকবাজ জানিয়েছিল, চলমান দোলাচলে লিটন দাসদের ম্যাচের ভেন্যু পরিবর্তন করার প্রস্তাব দেবে আইসিসি। তবে বিষয়টি নিয়ে কোনো তথ্য নেই বিসিসিআইয়ের কাছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের খেলা নিয়ে এবার নিল নতুন মোড়। এখন পর্যন্ত বিসিবি ও আইসিসির পক্ষ থেকে আসেনি কোনো অগ্রগতি। সম্প্রতি ভারতীয় কিছু সংবাদমাধ্যম জানিয়েছে, বাংলাদেশের ম্যাচগুলো চেন্নাই ও কেরালায় সরিয়ে নেওয়া হতে পারে। তবে বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন নতুন খবর। বাংলাদে
২ ঘণ্টা আগে
টেস্টে অস্ট্রেলিয়ার ইতিহাসের সেরা ব্যাটারদের একজন মনে করা হয় স্টিভ স্মিথকে। এই সংস্করণে প্রায় ১১০০০ রানের মালিক তিনি। যেভাবে এগোচ্ছেন তাতে ব্যাট-প্যাড তুলে রাখার পর কিংবদন্তির তকমা পাবেন সেটা বলাই যায়। রিশাদ হোসেনের চোখেও তাই স্মিথ একজন কিংবদন্তি।
৩ ঘণ্টা আগে
টুর্নামেন্টের প্রথম অংশটা কী দারুণ ছিল রংপুর রাইডার্সের। প্রথম ৫ ম্যাচের মধ্যে চারটিতে জিতেছে রংপুর। যার মধ্যে ছিল হ্যাটট্রিক জয়ের কীর্তিও। নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন রংপুর এবার চোখে সর্ষেফুল দেখছে। সিলেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্সকে ৫ উইকেটে হারিয়েছে স্বাগতিক সিলেট টাইটান্স।
৩ ঘণ্টা আগে