
একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছেন লিটন দাস। তবে সেগুলো ঠিকমতো কাজে লাগাতে পারছেন কোথায়? এক অঙ্কের ঘরে আউট হচ্ছেন। আউটও হচ্ছেন বাজে শট খেলে। তবে তাওহীদ হৃদয়ের মতে লিটন বড় ইনিংস একদিন ঠিকই খেলবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ রানে আউটের পর দ্বিতীয় ম্যাচে করেন ২৩ রান। চট্টগ্রামে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে করেছেন ১২ রান। রান যা-ই হোক, আউট হওয়ার ধরনটা দৃষ্টিকটু। ব্লেসিং মুজারাবানিকে দুইবার স্কুপ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন লিটন। ভুল থেকে শিক্ষা না নিয়ে আবারও করতে গেছেন স্কুপ। লিটনের শট আঘাত হেনেছে লেগ স্টাম্পে। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে যখন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হৃদয় আসেন, তার কাছেও এসেছে লিটনের প্রসঙ্গ। হৃদয় বলেন, ‘ঠিক আছে দু একটা ইনিংস এদিক সেদিক হতেই পারে। আবার যেদিন ভালো শুরু করবে সেদিন দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। টপ অর্ডারে ব্যাটিং করে। তারাই দেখবেন ম্যাচে একদিন ১০০ বা আমাদের জন্য অবদান রাখবে।’
তিন টি-টোয়েন্টিতে ১২৭ রান হৃদয়ের। ১২৭ গড়, স্ট্রাইকরেটও নজরকাড়া ১৫৬.৭৯। সে অনুযায়ী টপ অর্ডার ব্যাটারদের ইনিংসের মতো স্ট্রাইকরেটও নিম্ন। লিটনের স্ট্রাইকরেট প্রসঙ্গ টেনেই হৃদয় বললেন, ‘একজন ক্রিকেটার সব সময় ভালো খেলবে না। লিটন ভাই তিনি কেমন ক্রিকেটার বা তাঁর স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনছি। আসলে যাচাই করে দেখলে দেখা যাবে এখনও তাঁর মতো স্ট্রাইকরেট বাংলাদেশের মনে হয় দুই তিনজনের ভেতরে আছে। এমনও হতে পারে খুব বড় খেলায় দেখা যাচ্ছে খেলার দৃশ্যপট বদলে দেবেন। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটা হারালে হবে না।’
আরও পড়ুন:

একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছেন লিটন দাস। তবে সেগুলো ঠিকমতো কাজে লাগাতে পারছেন কোথায়? এক অঙ্কের ঘরে আউট হচ্ছেন। আউটও হচ্ছেন বাজে শট খেলে। তবে তাওহীদ হৃদয়ের মতে লিটন বড় ইনিংস একদিন ঠিকই খেলবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ রানে আউটের পর দ্বিতীয় ম্যাচে করেন ২৩ রান। চট্টগ্রামে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে করেছেন ১২ রান। রান যা-ই হোক, আউট হওয়ার ধরনটা দৃষ্টিকটু। ব্লেসিং মুজারাবানিকে দুইবার স্কুপ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন লিটন। ভুল থেকে শিক্ষা না নিয়ে আবারও করতে গেছেন স্কুপ। লিটনের শট আঘাত হেনেছে লেগ স্টাম্পে। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে যখন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হৃদয় আসেন, তার কাছেও এসেছে লিটনের প্রসঙ্গ। হৃদয় বলেন, ‘ঠিক আছে দু একটা ইনিংস এদিক সেদিক হতেই পারে। আবার যেদিন ভালো শুরু করবে সেদিন দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। টপ অর্ডারে ব্যাটিং করে। তারাই দেখবেন ম্যাচে একদিন ১০০ বা আমাদের জন্য অবদান রাখবে।’
তিন টি-টোয়েন্টিতে ১২৭ রান হৃদয়ের। ১২৭ গড়, স্ট্রাইকরেটও নজরকাড়া ১৫৬.৭৯। সে অনুযায়ী টপ অর্ডার ব্যাটারদের ইনিংসের মতো স্ট্রাইকরেটও নিম্ন। লিটনের স্ট্রাইকরেট প্রসঙ্গ টেনেই হৃদয় বললেন, ‘একজন ক্রিকেটার সব সময় ভালো খেলবে না। লিটন ভাই তিনি কেমন ক্রিকেটার বা তাঁর স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনছি। আসলে যাচাই করে দেখলে দেখা যাবে এখনও তাঁর মতো স্ট্রাইকরেট বাংলাদেশের মনে হয় দুই তিনজনের ভেতরে আছে। এমনও হতে পারে খুব বড় খেলায় দেখা যাচ্ছে খেলার দৃশ্যপট বদলে দেবেন। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটা হারালে হবে না।’
আরও পড়ুন:

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে