
একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছেন লিটন দাস। তবে সেগুলো ঠিকমতো কাজে লাগাতে পারছেন কোথায়? এক অঙ্কের ঘরে আউট হচ্ছেন। আউটও হচ্ছেন বাজে শট খেলে। তবে তাওহীদ হৃদয়ের মতে লিটন বড় ইনিংস একদিন ঠিকই খেলবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ রানে আউটের পর দ্বিতীয় ম্যাচে করেন ২৩ রান। চট্টগ্রামে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে করেছেন ১২ রান। রান যা-ই হোক, আউট হওয়ার ধরনটা দৃষ্টিকটু। ব্লেসিং মুজারাবানিকে দুইবার স্কুপ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন লিটন। ভুল থেকে শিক্ষা না নিয়ে আবারও করতে গেছেন স্কুপ। লিটনের শট আঘাত হেনেছে লেগ স্টাম্পে। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে যখন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হৃদয় আসেন, তার কাছেও এসেছে লিটনের প্রসঙ্গ। হৃদয় বলেন, ‘ঠিক আছে দু একটা ইনিংস এদিক সেদিক হতেই পারে। আবার যেদিন ভালো শুরু করবে সেদিন দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। টপ অর্ডারে ব্যাটিং করে। তারাই দেখবেন ম্যাচে একদিন ১০০ বা আমাদের জন্য অবদান রাখবে।’
তিন টি-টোয়েন্টিতে ১২৭ রান হৃদয়ের। ১২৭ গড়, স্ট্রাইকরেটও নজরকাড়া ১৫৬.৭৯। সে অনুযায়ী টপ অর্ডার ব্যাটারদের ইনিংসের মতো স্ট্রাইকরেটও নিম্ন। লিটনের স্ট্রাইকরেট প্রসঙ্গ টেনেই হৃদয় বললেন, ‘একজন ক্রিকেটার সব সময় ভালো খেলবে না। লিটন ভাই তিনি কেমন ক্রিকেটার বা তাঁর স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনছি। আসলে যাচাই করে দেখলে দেখা যাবে এখনও তাঁর মতো স্ট্রাইকরেট বাংলাদেশের মনে হয় দুই তিনজনের ভেতরে আছে। এমনও হতে পারে খুব বড় খেলায় দেখা যাচ্ছে খেলার দৃশ্যপট বদলে দেবেন। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটা হারালে হবে না।’
আরও পড়ুন:

একের পর এক সুযোগ পেয়ে যাচ্ছেন লিটন দাস। তবে সেগুলো ঠিকমতো কাজে লাগাতে পারছেন কোথায়? এক অঙ্কের ঘরে আউট হচ্ছেন। আউটও হচ্ছেন বাজে শট খেলে। তবে তাওহীদ হৃদয়ের মতে লিটন বড় ইনিংস একদিন ঠিকই খেলবেন।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ১ রানে আউটের পর দ্বিতীয় ম্যাচে করেন ২৩ রান। চট্টগ্রামে আজ তৃতীয় টি-টোয়েন্টিতে করেছেন ১২ রান। রান যা-ই হোক, আউট হওয়ার ধরনটা দৃষ্টিকটু। ব্লেসিং মুজারাবানিকে দুইবার স্কুপ করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন লিটন। ভুল থেকে শিক্ষা না নিয়ে আবারও করতে গেছেন স্কুপ। লিটনের শট আঘাত হেনেছে লেগ স্টাম্পে। ম্যাচ শেষে সংবাদসম্মেলনে যখন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে হৃদয় আসেন, তার কাছেও এসেছে লিটনের প্রসঙ্গ। হৃদয় বলেন, ‘ঠিক আছে দু একটা ইনিংস এদিক সেদিক হতেই পারে। আবার যেদিন ভালো শুরু করবে সেদিন দেখবেন তারাই ম্যাচ জিতিয়ে দিয়েছে। টপ অর্ডারে ব্যাটিং করে। তারাই দেখবেন ম্যাচে একদিন ১০০ বা আমাদের জন্য অবদান রাখবে।’
তিন টি-টোয়েন্টিতে ১২৭ রান হৃদয়ের। ১২৭ গড়, স্ট্রাইকরেটও নজরকাড়া ১৫৬.৭৯। সে অনুযায়ী টপ অর্ডার ব্যাটারদের ইনিংসের মতো স্ট্রাইকরেটও নিম্ন। লিটনের স্ট্রাইকরেট প্রসঙ্গ টেনেই হৃদয় বললেন, ‘একজন ক্রিকেটার সব সময় ভালো খেলবে না। লিটন ভাই তিনি কেমন ক্রিকেটার বা তাঁর স্ট্রাইকরেট নিয়ে অনেক কথা হচ্ছে শুনছি। আসলে যাচাই করে দেখলে দেখা যাবে এখনও তাঁর মতো স্ট্রাইকরেট বাংলাদেশের মনে হয় দুই তিনজনের ভেতরে আছে। এমনও হতে পারে খুব বড় খেলায় দেখা যাচ্ছে খেলার দৃশ্যপট বদলে দেবেন। আমাদের সবার বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসটা হারালে হবে না।’
আরও পড়ুন:

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
২৭ মিনিট আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
৩৫ মিনিট আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
১ ঘণ্টা আগে