
ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংসটি বিশ্বকাপে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংসের রেশ এখনো কাটেনি। সেই অতিমানবীয় ইনিংসের রেশ কাটতে না কাটতেই আরেকটি অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ম্যাক্সি।
গতকাল গৌহাটিতে ৪৮ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। তাঁর এই বিধ্বংসী ইনিংসও নিশ্চিতভাবেই সংক্ষিপ্ত সংস্করণের সেরা পাঁচের মধ্যে থাকবে। যেন দেশে ফেরার আগে মরণ কামড় দিয়েছেন তিনি। আগেই জানা ছিল, তৃতীয় টি-টোয়েন্টি শেষেই দেশে ফিরবেন ভারতের জামাই। আর দেশে ফেরার আগে দুর্দান্ত এক বিনোদনই দিলেন তিনি।
অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বিনোদন দেওয়ার জন্য ম্যাক্সওয়েলকে ধন্যবাদ দিয়েছেন রবি শাস্ত্রী। সামাজিক মাধ্যমে ভারতের সাবেক কোচ বলেছেন, ‘নিরাপদ ভ্রমণ হোক ম্যাক্সি। বিনোদনের জন্য ধন্যবাদ। অসাধারণ।’
শেষ ওভারে দলের জয়ের জন্য ২১ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। ভারত আগেই দুই ম্যাচ জেতায় সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। এমন কঠিন সমীকরণের মুখে দলকে নিরাশ করেননি ম্যাক্সওয়েল। শেষ চার বলে ছক্কা ও তিন চার মেরে দলকে জয় এনে দিয়েছেন তিনি। সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন ফিঞ্চ ও জস ইংলিসের সঙ্গে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরিও করেছেন ৩৫ বছর বয়সী ব্যাটার। ৪৭ বলে সেঞ্চুরি করেছেন তাঁরা।
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে আরেকটি কীর্তিতে ভাগ বসিয়েছেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে। এত দিন ৪ সেঞ্চুরি নিয়ে সবার শীর্ষে ছিলেন রোহিত শর্মা। গতকাল সেঞ্চুরি করে ভারতীয় অধিনায়কের পাশে বসেছেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডারেরও সেঞ্চুরির সংখ্যা সমান—৪টি।
অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম ও সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি ভাগাভাগি করলেও একটি জায়গায় অনন্য ম্যাক্সি। আর তা হচ্ছে সফল রান তাড়ায় সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায়। ৩ সেঞ্চুরি করে শীর্ষে তিনি। ২টি করে সেঞ্চুরি নিয়ে তাঁর পরে আছেন পাকিস্তানের বাবর আজম ও আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম।

ওয়ানডে ইতিহাসের সেরা ইনিংসটি বিশ্বকাপে খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানিস্তানের বিপক্ষে ১২৮ বলে ২০১ রানের অপরাজিত ইনিংসের রেশ এখনো কাটেনি। সেই অতিমানবীয় ইনিংসের রেশ কাটতে না কাটতেই আরেকটি অবিশ্বাস্য ইনিংস খেলেছেন ম্যাক্সি।
গতকাল গৌহাটিতে ৪৮ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেছেন ম্যাক্সওয়েল। তাঁর এই বিধ্বংসী ইনিংসও নিশ্চিতভাবেই সংক্ষিপ্ত সংস্করণের সেরা পাঁচের মধ্যে থাকবে। যেন দেশে ফেরার আগে মরণ কামড় দিয়েছেন তিনি। আগেই জানা ছিল, তৃতীয় টি-টোয়েন্টি শেষেই দেশে ফিরবেন ভারতের জামাই। আর দেশে ফেরার আগে দুর্দান্ত এক বিনোদনই দিলেন তিনি।
অস্ট্রেলিয়ায় যাওয়ার আগে বিনোদন দেওয়ার জন্য ম্যাক্সওয়েলকে ধন্যবাদ দিয়েছেন রবি শাস্ত্রী। সামাজিক মাধ্যমে ভারতের সাবেক কোচ বলেছেন, ‘নিরাপদ ভ্রমণ হোক ম্যাক্সি। বিনোদনের জন্য ধন্যবাদ। অসাধারণ।’
শেষ ওভারে দলের জয়ের জন্য ২১ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। ভারত আগেই দুই ম্যাচ জেতায় সিরিজ বাঁচাতে হলে জিততেই হবে অস্ট্রেলিয়াকে। এমন কঠিন সমীকরণের মুখে দলকে নিরাশ করেননি ম্যাক্সওয়েল। শেষ চার বলে ছক্কা ও তিন চার মেরে দলকে জয় এনে দিয়েছেন তিনি। সঙ্গে অস্ট্রেলিয়ার হয়ে অ্যারন ফিঞ্চ ও জস ইংলিসের সঙ্গে যৌথভাবে দ্রুততম সেঞ্চুরিও করেছেন ৩৫ বছর বয়সী ব্যাটার। ৪৭ বলে সেঞ্চুরি করেছেন তাঁরা।
দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়ে আরেকটি কীর্তিতে ভাগ বসিয়েছেন ম্যাক্সওয়েল। টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডে। এত দিন ৪ সেঞ্চুরি নিয়ে সবার শীর্ষে ছিলেন রোহিত শর্মা। গতকাল সেঞ্চুরি করে ভারতীয় অধিনায়কের পাশে বসেছেন ম্যাক্সওয়েল। অজি অলরাউন্ডারেরও সেঞ্চুরির সংখ্যা সমান—৪টি।
অস্ট্রেলিয়ার হয়ে দ্রুততম ও সর্বোচ্চ সেঞ্চুরির কীর্তি ভাগাভাগি করলেও একটি জায়গায় অনন্য ম্যাক্সি। আর তা হচ্ছে সফল রান তাড়ায় সর্বোচ্চ সেঞ্চুরি করার তালিকায়। ৩ সেঞ্চুরি করে শীর্ষে তিনি। ২টি করে সেঞ্চুরি নিয়ে তাঁর পরে আছেন পাকিস্তানের বাবর আজম ও আরব আমিরাতের মুহাম্মদ ওয়াসিম।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), আইপিএল, পাকিস্তান সুপার লিগ, আইএল টি-টোয়েন্টি, এসএ টোয়েন্টিসহ বিশ্বের প্রায় সব ধরনের টুর্নামেন্টেই দেখা যায় আফগানিস্তানের ক্রিকেটারদের। মোহাম্মদ নবি, রশিদ খান, আজমতউল্লাহ ওমরজাই, মুজিব উর রহমান, ফজল হক ফারুকিদের দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই টুর্নামেন্টগুলোতে
১৮ মিনিট আগে
সময় যত এগোচ্ছে, ২০২৬ ফুটবল বিশ্বকাপ নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ-উদ্দীপনা বাড়ছে। শুরু হলেও এখনই টের পাওয়া যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থের’ আমেজ। ৩৩ দিনে ৫০০ কোটিরও বেশি টিকিটের আবেদন জমা পড়েছে। ২০০-এর বেশি দেশের বিপুল পরিমাণ দর্শক মাঠে বসে খেলা দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের বক্তব্য ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত দেশের ক্রিকেট। তিনি পদত্যাগ না করলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন গত রাতেই সব ধরনের ক্রিকেট বন্ধের হুমকি দিয়েছেন। ক্রিকেটাররা হোটেল শেরাটনে যাচ্ছেন।
২ ঘণ্টা আগে
তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’, ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া—গত কয়েক দিনে নানা রকম বিতর্কিত মন্তব্য করা এম নাজমুল ইসলামের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নাজমুলকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
২ ঘণ্টা আগে