Ajker Patrika

লিটন-মোস্তাফিজ ঘরোয়া ক্রিকেটেই দল পাচ্ছেন না

আজকের পত্রিকা ডেস্ক­
ঢাকা প্রিমিয়ার লিগে দল পাননি লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি
ঢাকা প্রিমিয়ার লিগে দল পাননি লিটন দাস ও মোস্তাফিজুর রহমান। ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দুই দিনব্যাপী দলবদল শেষ হয়েছে আজ। এই দলবদলে ওপেনার লিটন দাস ও পেসার মোস্তাফিজুর রহমানের কোনো দল নিশ্চিত হয়নি। দুই দিনে দলবদল করেছেন ১৬৫ ক্রিকেটার।

জানা গেছে, লিটন টোকেন তুলেছেন দলবদলের। তবে প্রত্যাশিত ৬০ লাখ টাকায় কোনো ক্লাব তাঁকে নিতে রাজি না। লিটন ১২ লাখ টাকায় রাজি থাকলে একটি ক্লাব নিবন্ধনের কাজ শুরু করবে বলে জানা ক্লাব অফিশিয়াল সূত্রে জানা গেছে।

দলবদলের সবচেয়ে আলোচিত সাকিব আল হাসান। পরশু দলবদলের প্রথম দিনে তিনি লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে নিবন্ধন করলেও আজ দ্বিতীয় দিনে তাঁর নাম প্রত্যাহার। সাকিবকে নিয়ে ভালোই ভেলকিবাজি দেখা গেল!

এবারের দলবদলে ক্রিকেটারদের আর্থিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে ক্লাবগুলোর ‘সিন্ডিকেটের’ কারণে পারিশ্রমিক কমেছে ৫০–৬০ শতাংশ পর্যন্ত। গত মৌসুমে ৬০ লাখ টাকা পাওয়া ক্রিকেটার এবার সর্বোচ্চ ১৫ লাখ টাকাতেও দল পাচ্ছেন না। ক্রিকেটারদের স্বার্থ যেখানে ক্লাবগুলোর সিন্ডিকেটে বন্দী, সেখানে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) নীরব ভূমিকা হতাশা বাড়িয়েছে।

এক ক্রিকেটার নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘এবার যা হচ্ছে, এটা আমাদের সঙ্গে বেইমানি! আমরা সারা বছর এই লিগের ওপর নির্ভর করি, অথচ দলই পাচ্ছি না। পেলেও পারিশ্রমিক আশানুরূপ নয়। সিন্ডিকেটের বিরুদ্ধে কেউই সোচ্চার হচ্ছে না, যা আমাদের কষ্ট দিচ্ছে।’

কঠিন বাস্তবতা মেনে নিয়ে অনেক ক্রিকেটারই নিরুপায় হয়ে কম পারিশ্রমিকে দলবদল করছেন। শেষ পর্যন্ত মোহামেডান, রূপগঞ্জ ও আবাহনীর মতো কিছু ক্লাব দলবদল প্রক্রিয়া সম্পন্ন করেছে, তবে পুরো দলবদল জুড়েই আর্থিক টানাপোড়েন ও অনিশ্চয়তা স্পষ্ট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

ফের আসছে শৈত্যপ্রবাহ, থাকবে কয় দিন

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত