
যে ক্রিকেট বিরাট কোহলিকে দীর্ঘ সময় দুহাত ভরে দিয়েছে, সেই ক্রিকেট যেন কোহলির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
অথচ ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা কোহলি কয়েক মাস আগেও ছিলেন ভারতের তিন সংস্করণের অধিনায়ক। আর এখন তাঁকে দল থেকে ছেটে ফেলার চিন্তা করতে বাধ্য হচ্ছেন নির্বাচকেরা। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ইংল্যান্ড সফরেই কোহলির ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে।
আজ রাতে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজেই হয়তো লেখা আছে কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য। বিশ্বকাপ দলে কোহলির জায়গা হবে কি না, এ নিয়ে টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে লিখেছে, ‘টি-টোয়েন্টি দল কেমন হবে, দল কেমন হবে, এটা এখনই বলা যাচ্ছে না। কারণ, শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম দিতে হচ্ছে। বুমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজ যাবেন না। রোহিত, পন্ত, পান্ডিয়া টি-টোয়েন্টি খেলতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে কোহলির জন্য টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটি দেখতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের এই সিরিজটা তাই তাঁর জন্য গুরুত্বপূর্ণ।’
সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর তো বলেই দিয়েছেন, কোহলি টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার অবস্থায় নেই। সর্বশেষ আইপিএলে ‘ডাকের হ্যাটট্রিক’ করা ব্যাটারকে নিয়ে জাফরের মত, এখন কোহলির ফর্ম নির্বাচকদের নজরে থাকবে। দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ারের মতো খেলোয়াড়রা টি-টোয়েন্টি দলের মিডল অর্ডারে জায়গা পাকা করে নিচ্ছেন। কোহলির পক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রাখা খুব একটা সহজ হবে না।’

যে ক্রিকেট বিরাট কোহলিকে দীর্ঘ সময় দুহাত ভরে দিয়েছে, সেই ক্রিকেট যেন কোহলির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
অথচ ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেতে থাকা কোহলি কয়েক মাস আগেও ছিলেন ভারতের তিন সংস্করণের অধিনায়ক। আর এখন তাঁকে দল থেকে ছেটে ফেলার চিন্তা করতে বাধ্য হচ্ছেন নির্বাচকেরা। ভারতীয় সংবাদমাধ্যম জানাচ্ছে, ইংল্যান্ড সফরেই কোহলির ভাগ্য নির্ধারণ হয়ে যেতে পারে।
আজ রাতে থেকে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজেই হয়তো লেখা আছে কোহলির টি-টোয়েন্টি বিশ্বকাপ ভাগ্য। বিশ্বকাপ দলে কোহলির জায়গা হবে কি না, এ নিয়ে টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে লিখেছে, ‘টি-টোয়েন্টি দল কেমন হবে, দল কেমন হবে, এটা এখনই বলা যাচ্ছে না। কারণ, শীর্ষ ক্রিকেটারদের বিশ্রাম দিতে হচ্ছে। বুমরা হয়তো ওয়েস্ট ইন্ডিজ যাবেন না। রোহিত, পন্ত, পান্ডিয়া টি-টোয়েন্টি খেলতে পারেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে কোহলির জন্য টিম ম্যানেজমেন্ট কী সিদ্ধান্ত নেয় সেটি দেখতে হবে। ইংল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের এই সিরিজটা তাই তাঁর জন্য গুরুত্বপূর্ণ।’
সাবেক ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর তো বলেই দিয়েছেন, কোহলি টি-টোয়েন্টি চালিয়ে যাওয়ার অবস্থায় নেই। সর্বশেষ আইপিএলে ‘ডাকের হ্যাটট্রিক’ করা ব্যাটারকে নিয়ে জাফরের মত, এখন কোহলির ফর্ম নির্বাচকদের নজরে থাকবে। দীপক হুদা, সূর্যকুমার যাদব, শ্রেয়াস আইয়ারের মতো খেলোয়াড়রা টি-টোয়েন্টি দলের মিডল অর্ডারে জায়গা পাকা করে নিচ্ছেন। কোহলির পক্ষে টি-টোয়েন্টি দলে জায়গা ধরে রাখা খুব একটা সহজ হবে না।’

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৫ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৬ ঘণ্টা আগে