ক্রীড়া ডেস্ক

১৪ ওভার পর্যন্ত ৬ উইকেটে ৯১ রান ছিল ফরচুন বরিশালের। স্কোর দেড় শ হবে কি না সেই শঙ্কাই জেগেছিল। দলের কঠিন পরিস্থিতিতে ঢাল হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেন। সপ্তম উইকেটে ২৮ বলে ৪৭ রানের জুটি গড়েছেন দুজনে। শেষ দিকে রিশাদ চালিয়েছেন তাণ্ডব, যার সৌজন্যে শেষ ৩৬ বলে ৭৬ রান তুলেছে বরিশাল। দলীয় স্কোর হয়ে গেল ৯ উইকেটে ১৬৭।
গতকাল বিপিএলে রিশাদের অলরাউন্ড পারফরম্যান্সের ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ রানে হারায় বরিশাল। ব্যাট হাতে ১৯ বলে ৩৯ রান, বোলিংয়ে ১৭ রানে ১ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে ফিল্ডিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া রানআউট। ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন রিশাদ।
দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে হাল ধরা প্রসঙ্গে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রিশাদ বললেন, ‘নিজের প্রতি ধৈর্য ও বিশ্বাস রেখেছিলাম। নিজের শক্তিমত্তার বাইরে যাইনি। চেষ্টা করেছি দলকে কীভাবে ব্যাটিংয়ে সাহায্য করা যায়।’
তবে অপর প্রান্তে মাহমুদউল্লাহ সাহস জুগিয়েছেন রিশাদকে। সে কথা উল্লেখ করে এই লেগ স্পিনার বলেছেন, ‘আমি শুধু নিজের পরিকল্পনায় ছিলাম। রিয়াদ ভাই ছিলেন, অনেক সহায়তা করেছেন। তিনি বলছিলেন, নিজের শক্তিতে থাকতে, ভালো বল সম্মান দেখাতে এবং বাজে বল মেরে দিতে।’
উইকেটে যাওয়ার আগে কোনো পরিকল্পনা ছিল না রিশাদের। ব্যাটিংয়ের সময় শুধু মাহমুদউল্লাহর পরামর্শই কাজে লাগিয়েছেন, ‘আসলে কোনো কিছু নির্দিষ্ট পরিকল্পনা করে যাইনি। রিয়াদ ভাই সঙ্গে ছিলেন। তিনি শুধু বলেছিলেন, কখন কী করতে হবে। তো এখানে আগের থেকে কী হবে না হবে, সেসব পরিকল্পনা করার কিছু নেই।’
খুলনার ব্যাটিং কোচ বলেছিলেন, শেষ মুহূর্তে মাহিদুল ইসলাম অঙ্কনের রান-আউট তাদের জন্য বড় ধাক্কা ছিল। সীমানা থেকে অঙ্কনকে আউট করা থ্রো করেছিলেন রিশাদই। এই অলরাউন্ডার বললেন, ‘আসলে সীমানায় ফিল্ডিং করলে এ রকম সুযোগ কয়েকটা আসে। (দৌড়ে) ধরে ফেলতে পেরেছি, এ জন্য অ্যাডজাস্ট করে (থ্রো) মেরে দিয়েছি আর কী। এসবের জন্য ফিল্ডিং অনুশীলন একটু ভিন্ন হয়...আক্রমণাত্মক, যেহেতু সীমানায় ফিল্ডিং করি। স্লগ ওভারে সীমানায় ফিল্ডিং করলে একটু আক্রমণাত্মক ও আগ্রাসী থাকতে হয়।’

১৪ ওভার পর্যন্ত ৬ উইকেটে ৯১ রান ছিল ফরচুন বরিশালের। স্কোর দেড় শ হবে কি না সেই শঙ্কাই জেগেছিল। দলের কঠিন পরিস্থিতিতে ঢাল হলেন মাহমুদউল্লাহ রিয়াদ ও রিশাদ হোসেন। সপ্তম উইকেটে ২৮ বলে ৪৭ রানের জুটি গড়েছেন দুজনে। শেষ দিকে রিশাদ চালিয়েছেন তাণ্ডব, যার সৌজন্যে শেষ ৩৬ বলে ৭৬ রান তুলেছে বরিশাল। দলীয় স্কোর হয়ে গেল ৯ উইকেটে ১৬৭।
গতকাল বিপিএলে রিশাদের অলরাউন্ড পারফরম্যান্সের ম্যাচে খুলনা টাইগার্সকে ৭ রানে হারায় বরিশাল। ব্যাট হাতে ১৯ বলে ৩৯ রান, বোলিংয়ে ১৭ রানে ১ উইকেট। গুরুত্বপূর্ণ সময়ে ফিল্ডিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়া রানআউট। ম্যাচসেরা পুরস্কারও হাতে তুলেছেন রিশাদ।
দলের বিপর্যয়ে ব্যাটিংয়ে হাল ধরা প্রসঙ্গে ম্যাচশেষে সংবাদ সম্মেলনে রিশাদ বললেন, ‘নিজের প্রতি ধৈর্য ও বিশ্বাস রেখেছিলাম। নিজের শক্তিমত্তার বাইরে যাইনি। চেষ্টা করেছি দলকে কীভাবে ব্যাটিংয়ে সাহায্য করা যায়।’
তবে অপর প্রান্তে মাহমুদউল্লাহ সাহস জুগিয়েছেন রিশাদকে। সে কথা উল্লেখ করে এই লেগ স্পিনার বলেছেন, ‘আমি শুধু নিজের পরিকল্পনায় ছিলাম। রিয়াদ ভাই ছিলেন, অনেক সহায়তা করেছেন। তিনি বলছিলেন, নিজের শক্তিতে থাকতে, ভালো বল সম্মান দেখাতে এবং বাজে বল মেরে দিতে।’
উইকেটে যাওয়ার আগে কোনো পরিকল্পনা ছিল না রিশাদের। ব্যাটিংয়ের সময় শুধু মাহমুদউল্লাহর পরামর্শই কাজে লাগিয়েছেন, ‘আসলে কোনো কিছু নির্দিষ্ট পরিকল্পনা করে যাইনি। রিয়াদ ভাই সঙ্গে ছিলেন। তিনি শুধু বলেছিলেন, কখন কী করতে হবে। তো এখানে আগের থেকে কী হবে না হবে, সেসব পরিকল্পনা করার কিছু নেই।’
খুলনার ব্যাটিং কোচ বলেছিলেন, শেষ মুহূর্তে মাহিদুল ইসলাম অঙ্কনের রান-আউট তাদের জন্য বড় ধাক্কা ছিল। সীমানা থেকে অঙ্কনকে আউট করা থ্রো করেছিলেন রিশাদই। এই অলরাউন্ডার বললেন, ‘আসলে সীমানায় ফিল্ডিং করলে এ রকম সুযোগ কয়েকটা আসে। (দৌড়ে) ধরে ফেলতে পেরেছি, এ জন্য অ্যাডজাস্ট করে (থ্রো) মেরে দিয়েছি আর কী। এসবের জন্য ফিল্ডিং অনুশীলন একটু ভিন্ন হয়...আক্রমণাত্মক, যেহেতু সীমানায় ফিল্ডিং করি। স্লগ ওভারে সীমানায় ফিল্ডিং করলে একটু আক্রমণাত্মক ও আগ্রাসী থাকতে হয়।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে