Ajker Patrika

ভারতের জার্সিতে ফেরার অপেক্ষা আবারও বাড়ল শামির 

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ১৮: ২৬
ভারতের জার্সিতে ফেরার অপেক্ষা আবারও বাড়ল শামির 

গত বছরের অক্টোবর-নভেম্বরে ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপটা দুর্দান্ত কাটিয়েছেন মোহাম্মদ শামি। টুর্নামেন্টে ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারী। সেই শামির ভারতের জার্সিতে ফেরার অপেক্ষা বেড়েই চলেছে। 

বিশ্বকাপের পর দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে শামি থাকলেও চোটে পড়ায় নাম প্রত্যাহার করে নিতে হয়। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট দিয়ে ফেরার ব্যাপারে আশাবাদী ছিলেন ঠিকই। তবে নির্বাচকেরা ও ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) মেডিকেল স্টাফ তাঁকে (শামি) বিশ্রামে রাখতে চাইছেন। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্ট সামনে রেখে ভারত গত রাতে যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে, তাতে জায়গা হয়নি শামির। গোড়ালির চোট থেকে সেরে ওঠার চেষ্টা করছেন ভারতীয় এই পেসার। সিরিজের প্রথম দুই টেস্টে ভারতকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ-অধিনায়কের দায়িত্বে থাকছেন জসপ্রীত বুমরা। 

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ১৬ সদস্যের দলে উইকেটরক্ষক তিন জন। লোকেশ রাহুলের সঙ্গে থাকছেন শ্রীকর ভরত ও ধ্রুব জুরেল। যার মধ্যে জুরেলের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় আছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৫ ম্যাচ খেলে ৪৬.৪৭ গড়ে করেন ৭৯০ রান। ১ সেঞ্চুরি ও ৫ ফিফটি করেছেন জুড়েল। দলে ফিরেছেন কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল। কুলদীপ সর্বশেষ টেস্ট খেলেছেন ২০২২-এর ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে। ক্রিকেটের রাজকীয় সংস্করণে প্যাটেল সবশেষ ম্যাচ খেলেছেন ২০২৩-এর মার্চে আহমেদাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে। 

ব্যাটিংয়ে রোহিতের পাশাপাশি থাকছেন বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার ও যশস্বী জয়সওয়াল। স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন আছেন ইংল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের দলে। পেস আক্রমণে বুমরার সঙ্গে থাকছেন মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আবেশ খান। আবেশ সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে থাকলেও ক্রিকেটের রাজকীয় সংস্করণে আছেন অভিষেকের অপেক্ষায়। 

হায়দরাবাদে ২৫ জানুয়ারি শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। ২০২৩-২৫ চক্রের টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারত বর্তমানে দুই নম্বরে রয়েছে। আট নম্বরে রয়েছে ইংল্যান্ড। সবার ওপরে অস্ট্রেলিয়া। 

ইংল্যান্ডের বিপক্ষে প্রথম দুই টেস্টে ভারতের দল: 
রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), শ্রীকর ভরত (উইকেটরক্ষক), ধ্রুব জুড়েল (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, জসপ্রীত বুমরা (সহ অধিনায়ক), আবেশ খান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

হাত-পা ও মুখ বেঁধে বাসায় চুরি, জামায়াত নেতার মৃত্যু

বাহরাইনের বাসায় অনেকগুলো পোস্টাল ব্যালটের ভিডিও ভাইরাল, ইসিকে ব্যবস্থা নিতে বলল বিএনপি

আমরা এক ইঞ্চিও নড়ব না, ভারতে যাব না: বিসিবি সহসভাপতি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত