Ajker Patrika

কোহলি-রোহিত সম্পর্কের টানাপোড়েনে জাগছে অনেক প্রশ্ন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ১৮: ২৩
কোহলি-রোহিত সম্পর্কের টানাপোড়েনে জাগছে অনেক প্রশ্ন

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে সরে দাঁড়াতে পারেন বিরাট কোহলি। পরিবারকে সময় দিতে সিরিজটি থেকে ছুটি চাইছেন সদ্য এই সংস্করণের নেতৃত্ব হারানো কোহলি। কোহলির ছুটি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। 

ওয়ানডেতে রোহিত শর্মার কাছে অধিনায়কত্ব হারানোর পর এটাই ছিল কোহলির প্রথম সিরিজ। ভারতের একাধিক সংবাদমাধ্যম বলছে, ১১ জানুয়ারি মেয়ে ভামিকার জন্মদিন। সেদিনই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলতে নামবেন কোহলি। ১৫ জানুয়ারি টেস্ট সিরিজ শেষ করেই দল ছাড়তে চান তিনি। এর মধ্যে চোটে পড়ে প্রোটিয়াদের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন রোহিত। 

অধিনায়কত্ব নিয়ে পালা বদলের মধ্যে দিয়ে যাচ্ছে ভারত। এই সময় দলের অন্যতম দুই তারকার এভাবে ছিটকে যাওয়া প্রশ্ন তুলছে। বিশেষ করে রোহিত-কোহলি সম্পর্ক নিয়ে যেখানে আগে থেকে নানা গুঞ্জন রয়েছে। ব্যাপারটা চোখ এড়ায়নি সাবেক ভারতীয় অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিনের। কোহলির ছুটি চাওয়ার কথা চারদিকে ছড়িয়ে পড়তে ব্যাপারটা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের মতামত জানিয়েছেন আজহার। 

আজহারের মতে, ছুটি নেওয়ায় সমস্যা নেই। তবে সময়টা উপযুক্ত কি না, আজহারের প্রশ্ন সেখানে, ‘বিরাট কোহলি জানিয়েছে, সে ওয়ানডে সিরিজে খেলবে না এবং রোহিত শর্মা টেস্ট সিরিজে থাকবে না। ছুটি নেওয়া খারাপ নয় কিন্তু সময়টা উপযুক্ত হওয়া চাই। এসব কেবল ফাটল সম্পর্কের জল্পনা বাড়াচ্ছে। তাদের কেউই ক্রিকেটের অন্য ফর্মের সিরিজে অনুপস্থিত থাকবে না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে মোবাইল ফোনের শুল্ক ও কর কমাল সরকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত