ক্রীড়া ডেস্ক

হেডিংলি টেস্টে ম্যাচের বেশির ভাগ অংশ জুড়ে দাপট দেখিয়ে খেলেছে ভারত। কিন্তু বাজবল টনিকে শেষ মুহূর্তে বাজিমাত করেছে ইংল্যান্ড। ৫ উইকেটে জিতে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়েছে ইংলিশরা।
শেষ দিনে গতকাল যখন ইংল্যান্ড ব্যাটিংয়ে নামে, তখন হাতে ১০ উইকেট নিয়ে করতে হতো আরও ৩৫০ রান। বারবার বৃষ্টির বাগড়া দিলেও ইংলিশরা ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছে। প্রথম সেশন রয়েসয়ে খেলার পর ধীরে ধীরে হাত খুলে ব্যাটিং করেছে স্বাগতিকেরা। ৩৭১ রানের লক্ষ্যে নেমে ৮২ ওভারে ৫ উইকেটে ৩৭৩ রান করেছে ইংলিশরা। দুই ইনিংসেই ইংল্যান্ড ৪.৫-এর বেশি রানরেটে খেলেছে।
ইংল্যান্ডের এই জয়ে ভারতের অবদানও কম নয়। যশস্বী জয়সওয়াল চার ক্যাচ মিস করেছেন। রবীন্দ্র জাদেজার হাত থেকে ম্যাচ ফস্কেছে। এছাড়াও কিছু ‘হাফচান্স’ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। হারের পর শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতকে ধুয়ে দিয়েছেন সুনীল গাভাস্কার। সনি স্পোর্টসে গাভাস্কার বলেন, ‘ভারত কিছু রান কম করেছে। সেটা পার্থক্য গড়ে দিয়েছে। ফিল্ডিংটাও ছিল চিন্তিত হওয়ার মতো ব্যাপার। এটা শুধু ক্যাচের ব্যাপার না। ফিল্ডিংও ছিল গড়পড়তা। টেস্টের পর্যায়ে তো হলো না।’
এক টেস্টে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি করে ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডটা হয়ে গেল ভারতেরই। যার মধ্যে ঋষভ পন্ত করেছেন দুই সেঞ্চুরি। একটি করে সেঞ্চুরি করেন লোকেশ রাহুল, গিল ও জয়সওয়াল। আর গাভাস্কারের কথায় ভারতের ব্যাটিং দৈন্যতার কথা ফুটে উঠেছে। প্রথম ইনিংসে ভারত শেষ ৭ উইকেট হারিয়েছে ৪১ রানে। গিলের নেতৃত্বাধীন ভারতের ব্যাটিংয়ে ধস নেমেছে দ্বিতীয় ইনিংসেও। এবার সফরকারীদের শেষ ৬ উইকেট পড়েছে ৩১ রানে। ভারতের হার বিশ্লেষণ করতে গিয়ে গাভাস্কার বলেন,‘ইংল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে। ভারত পাঁচ সেঞ্চুরি করার পরও তাদের (ইংল্যান্ড) আত্মবিশ্বাস ছিল।’
ভারতের বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাই হেডিংলিতে দারুণ খেলেছেন। প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও ভারতীয় এই পেসারের বল ইংল্যান্ডের ব্যাটাররা দেখেশুনে খেলেছেন। আরেক ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণা ওভারপ্রতি ৬-এর বেশি রান দিয়েছেন। গাভাস্কারের মতে বুমরার পাশাপাশি ভারতের অন্য বোলারদেরও জ্বলে ওঠা প্রয়োজন ছিল হেডিংলিতে। ভারতকে নিয়ে গাভাস্কার বলেন, ‘এই পিচে ব্যাটিং করার জন্য দারুণ। বোলারদের সমালোচনা করা খুবই কঠিন। বুমরা দারুণ বোলিং করেছে। কারও থেকে সহায়তা পেলে ভালো কিছু করা যেত।’
৫ উইকেটে জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ২ জুলাই এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। হেডিংলি থেকে শিক্ষা নিয়ে ভারত এজবাস্টনে কাজে লাগাবে বলে আশা গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘এটা প্রথম টেস্ট। আশা করি শিক্ষা হয়েছে তাদের। পরের ম্যাচ শুরু হতে আট দিন রয়েছে।’ সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।

হেডিংলি টেস্টে ম্যাচের বেশির ভাগ অংশ জুড়ে দাপট দেখিয়ে খেলেছে ভারত। কিন্তু বাজবল টনিকে শেষ মুহূর্তে বাজিমাত করেছে ইংল্যান্ড। ৫ উইকেটে জিতে নিজেদের টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের কীর্তি গড়েছে ইংলিশরা।
শেষ দিনে গতকাল যখন ইংল্যান্ড ব্যাটিংয়ে নামে, তখন হাতে ১০ উইকেট নিয়ে করতে হতো আরও ৩৫০ রান। বারবার বৃষ্টির বাগড়া দিলেও ইংলিশরা ম্যাচের পরিস্থিতি বুঝে ব্যাটিং করেছে। প্রথম সেশন রয়েসয়ে খেলার পর ধীরে ধীরে হাত খুলে ব্যাটিং করেছে স্বাগতিকেরা। ৩৭১ রানের লক্ষ্যে নেমে ৮২ ওভারে ৫ উইকেটে ৩৭৩ রান করেছে ইংলিশরা। দুই ইনিংসেই ইংল্যান্ড ৪.৫-এর বেশি রানরেটে খেলেছে।
ইংল্যান্ডের এই জয়ে ভারতের অবদানও কম নয়। যশস্বী জয়সওয়াল চার ক্যাচ মিস করেছেন। রবীন্দ্র জাদেজার হাত থেকে ম্যাচ ফস্কেছে। এছাড়াও কিছু ‘হাফচান্স’ তৈরি হলেও সেগুলো কাজে লাগাতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। হারের পর শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতকে ধুয়ে দিয়েছেন সুনীল গাভাস্কার। সনি স্পোর্টসে গাভাস্কার বলেন, ‘ভারত কিছু রান কম করেছে। সেটা পার্থক্য গড়ে দিয়েছে। ফিল্ডিংটাও ছিল চিন্তিত হওয়ার মতো ব্যাপার। এটা শুধু ক্যাচের ব্যাপার না। ফিল্ডিংও ছিল গড়পড়তা। টেস্টের পর্যায়ে তো হলো না।’
এক টেস্টে সর্বোচ্চ ৫ সেঞ্চুরি করে ম্যাচ হারের বিব্রতকর রেকর্ডটা হয়ে গেল ভারতেরই। যার মধ্যে ঋষভ পন্ত করেছেন দুই সেঞ্চুরি। একটি করে সেঞ্চুরি করেন লোকেশ রাহুল, গিল ও জয়সওয়াল। আর গাভাস্কারের কথায় ভারতের ব্যাটিং দৈন্যতার কথা ফুটে উঠেছে। প্রথম ইনিংসে ভারত শেষ ৭ উইকেট হারিয়েছে ৪১ রানে। গিলের নেতৃত্বাধীন ভারতের ব্যাটিংয়ে ধস নেমেছে দ্বিতীয় ইনিংসেও। এবার সফরকারীদের শেষ ৬ উইকেট পড়েছে ৩১ রানে। ভারতের হার বিশ্লেষণ করতে গিয়ে গাভাস্কার বলেন,‘ইংল্যান্ডকে কৃতিত্ব দিতে হবে। ভারত পাঁচ সেঞ্চুরি করার পরও তাদের (ইংল্যান্ড) আত্মবিশ্বাস ছিল।’
ভারতের বোলারদের মধ্যে জসপ্রীত বুমরাই হেডিংলিতে দারুণ খেলেছেন। প্রথম ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না পেলেও ভারতীয় এই পেসারের বল ইংল্যান্ডের ব্যাটাররা দেখেশুনে খেলেছেন। আরেক ভারতীয় পেসার প্রসিধ কৃষ্ণা ওভারপ্রতি ৬-এর বেশি রান দিয়েছেন। গাভাস্কারের মতে বুমরার পাশাপাশি ভারতের অন্য বোলারদেরও জ্বলে ওঠা প্রয়োজন ছিল হেডিংলিতে। ভারতকে নিয়ে গাভাস্কার বলেন, ‘এই পিচে ব্যাটিং করার জন্য দারুণ। বোলারদের সমালোচনা করা খুবই কঠিন। বুমরা দারুণ বোলিং করেছে। কারও থেকে সহায়তা পেলে ভালো কিছু করা যেত।’
৫ উইকেটে জিতে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। ২ জুলাই এজবাস্টনে শুরু হচ্ছে ইংল্যান্ড-ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট। হেডিংলি থেকে শিক্ষা নিয়ে ভারত এজবাস্টনে কাজে লাগাবে বলে আশা গাভাস্কার। ভারতীয় ব্যাটিং কিংবদন্তি বলেন, ‘এটা প্রথম টেস্ট। আশা করি শিক্ষা হয়েছে তাদের। পরের ম্যাচ শুরু হতে আট দিন রয়েছে।’ সিরিজের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম টেস্টের ভেন্যু এজবাস্টন, লর্ডস, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ও লন্ডনের দ্য ওভাল। শেষ টেস্ট শুরু হবে ৩১ জুলাই।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৬ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৬ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১১ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১১ ঘণ্টা আগে