
হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হওয়ার পর থেকেই চলছে ভারতের সঙ্গে তর্কযুদ্ধ। মরুর দেশ আরব আমিরাতে রোমাঞ্চ ছড়ানোর সব রসদ নিয়েই আজ দেখা হচ্ছে দুই দল।
নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয় পায় ভারত। বিপরীতে পাকিস্তান ৬০ রানে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে ছাড়া কোনো বিকল্প নেই বাবর-রিজওয়ানদের। গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাভাবিকভাবেই পাকিস্তানের একাদশে এসেছে এক পরিবর্তন।
প্রথম ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ছন্দে থাকা ওপেনার ফখর জামান। তাঁর জায়গায় ডাক পাওয়া, ইমাম-উল হক আছেন একাদশে। বোলিং আক্রমণে তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ হারিস রউফের সঙ্গে স্পিনার আবরার আহমেদ ও স্পিন বোলিং অলরাউন্ডার সালমান আলি আগে আছেন।
ভারত তাদের জেতা কম্বিনেশন ভাঙেনি, বাংলাদেশ ম্যাচের একই একাদশ নিয়ে খেলছে তারা। একাদশে আছেন তিন পেসার ও তিন স্পিনার। দুই পেসার মোহাম্মদ শামি, হারশিত রানার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিং। স্পিনার কুলদীপ যাদবের পাশাপাশি আছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ব্যাটিং লাইনআপে দুই অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিসহ আছেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো তারকারা। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে রাহুলের হাতে।
সব মিলিয়ে দুই দলের মুখোমুখি ১৩৫ ওয়ানডেতে এগিয়ে পাকিস্তান। তারা জিতেছে ৭৩ ম্যাচ, ভারত জিতেছে ৫৭ ওয়ানডেতে, পরিত্যক্ত ৫ ম্যাচ। সঙ্গে তাদের অনুপ্রেরণা জোগাতে পারে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচ। ২০১৭ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতের বিপক্ষে এগিয়ে পাকিস্তান। আইসিসির এই ইভেন্টে এ দুই দল মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। ৩ টিতে হেরেছে ভারত, জিতেছে ২ ম্যাচে। পাকিস্তান জিতেছে ৩ ম্যাচে, হেরেছে ২ ম্যাচে। তবে মজার ব্যাপার, ভারত-পাকিস্তানের দীর্ঘ এ দ্বৈরথে সংযুক্ত আরব আমিরাতে অনেকবারই দেখা হয়েছে তাদের, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে মরুর দেশে এবারই প্রথম দেখা হচ্ছে তাদের।
পাকিস্তানের একাদশ: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ইমাম-উল হক, সাউদ শাকিল, খুশদিল শাহ, তাইয়্যেব তাহির, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হারশিত রানা ও মোহাম্মদ শামি।

হাইভোল্টেজ ম্যাচে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তান চ্যাম্পিয়নস ট্রফির আয়োজক হওয়ার পর থেকেই চলছে ভারতের সঙ্গে তর্কযুদ্ধ। মরুর দেশ আরব আমিরাতে রোমাঞ্চ ছড়ানোর সব রসদ নিয়েই আজ দেখা হচ্ছে দুই দল।
নিজেদের প্রথম ম্যাচেই বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটের দারুণ জয় পায় ভারত। বিপরীতে পাকিস্তান ৬০ রানে হেরে যায় নিউজিল্যান্ডের কাছে। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে ভারতের বিপক্ষে ছাড়া কোনো বিকল্প নেই বাবর-রিজওয়ানদের। গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাভাবিকভাবেই পাকিস্তানের একাদশে এসেছে এক পরিবর্তন।
প্রথম ম্যাচে চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন ছন্দে থাকা ওপেনার ফখর জামান। তাঁর জায়গায় ডাক পাওয়া, ইমাম-উল হক আছেন একাদশে। বোলিং আক্রমণে তিন পেসার শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ হারিস রউফের সঙ্গে স্পিনার আবরার আহমেদ ও স্পিন বোলিং অলরাউন্ডার সালমান আলি আগে আছেন।
ভারত তাদের জেতা কম্বিনেশন ভাঙেনি, বাংলাদেশ ম্যাচের একই একাদশ নিয়ে খেলছে তারা। একাদশে আছেন তিন পেসার ও তিন স্পিনার। দুই পেসার মোহাম্মদ শামি, হারশিত রানার সঙ্গে থাকছেন পেস বোলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিং। স্পিনার কুলদীপ যাদবের পাশাপাশি আছেন দুই বাঁহাতি স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল। ব্যাটিং লাইনআপে দুই অভিজ্ঞ রোহিত শর্মা, বিরাট কোহলিসহ আছেন শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুলের মতো তারকারা। উইকেটরক্ষকের গ্লাভস থাকবে রাহুলের হাতে।
সব মিলিয়ে দুই দলের মুখোমুখি ১৩৫ ওয়ানডেতে এগিয়ে পাকিস্তান। তারা জিতেছে ৭৩ ম্যাচ, ভারত জিতেছে ৫৭ ওয়ানডেতে, পরিত্যক্ত ৫ ম্যাচ। সঙ্গে তাদের অনুপ্রেরণা জোগাতে পারে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের বিপক্ষে সবশেষ ম্যাচ। ২০১৭ সালে ভারতকে হারিয়েই শিরোপা জিতেছিল পাকিস্তান।
চ্যাম্পিয়নস ট্রফিতেও ভারতের বিপক্ষে এগিয়ে পাকিস্তান। আইসিসির এই ইভেন্টে এ দুই দল মুখোমুখি হয়েছে ৫ ম্যাচে। ৩ টিতে হেরেছে ভারত, জিতেছে ২ ম্যাচে। পাকিস্তান জিতেছে ৩ ম্যাচে, হেরেছে ২ ম্যাচে। তবে মজার ব্যাপার, ভারত-পাকিস্তানের দীর্ঘ এ দ্বৈরথে সংযুক্ত আরব আমিরাতে অনেকবারই দেখা হয়েছে তাদের, কিন্তু চ্যাম্পিয়নস ট্রফিতে মরুর দেশে এবারই প্রথম দেখা হচ্ছে তাদের।
পাকিস্তানের একাদশ: মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), সালমান আলি আগা (সহ-অধিনায়ক), বাবর আজম, ইমাম-উল হক, সাউদ শাকিল, খুশদিল শাহ, তাইয়্যেব তাহির, আবরার আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ।
ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, শুবমান গিল, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, হারশিত রানা ও মোহাম্মদ শামি।

ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১৮ মিনিট আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
৩৩ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে