ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলবে নিউজিল্যান্ড। এই সিরিজ দিয়ে দলে ফিরতে আর তর সইছে না ডেভন কনওয়ের।
নিউজিল্যান্ড দল থেকে কনওয়ে অবশ্য বাদ পড়েননি। যে ফর্মে ছিলেন চোট ছাড়া বাদ পড়ার প্রশ্নই আসে না। ওই চোটই দল থেকে ছিটকে দিয়েছিল এই বাঁহাতি ওপেনারকে। চোটটা বলতে গেলে ‘হাত ধরে বিপদ ডেকে আনা’ বলতে যা বোঝায়, সেরকম।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা কনওয়ের। ৩৮ বলে ৪৬ রানের এক ইনিংসে সেমিফাইনালে ইংল্যান্ডের ১৬৭ রানের লক্ষ্য তাড়ার প্রথম ভীতটা গড়ে দিয়েছিলেন তিনিই। বিপদও ডেকে আনেন এ ম্যাচে। দারুণ ইনিংসটা আরও বড় করতে না পারার হতাশায় আউট হয়ে ব্যাটে ঘুষি মেরে বসেন।
ঘুষি মেরে হাত ভেঙে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে দলের হার দর্শক হিসেবে দেখতে হয়েছে কনওয়েকে। বিশ্বকাপ শেষে খেলতে পারেননি ভারতের বিপক্ষে সিরিজেও। ঘরের মাঠে বাংলাদেশ সিরিজকে তাই পাখির চোখ করছেন এই বাঁহাতি ওপেনার। সিরিজ শুরুর আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ে আগামী মঙ্গল-বুধবারের ম্যাচের দলে আছেন কনওয়ে। দলে ফিরতে উন্মুখ হয়ে থাকা এই ওপেনার জানিয়েছেন, ‘প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার জন্য আমি সত্যিই উন্মুখ হয়ে আছি। আশা করি, খেলার জন্য আমি ফিট হতে পারব। আবারও ব্যাটিং শুরু করেছি। হাতের অবস্থা দেখছি। নিউজিল্যান্ড ইলেভেনের হয়ে খেলার জন্য আমি আশাবাদী।’

বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
২ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছ থেকে ২৪ ঘণ্টার আলটিমেটামের পরই যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে গতকাল রাতেই বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকেরা। বিশ্বকাপে খেলতে যাওয়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আজ ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে