Ajker Patrika

বাংলাদেশকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডটা এখন ওমানের

 ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫: ৫১
বাংলাদেশকে টপকে ওয়ানডেতে নতুন রেকর্ড গড়ল ওমান। ছবি: ফেসবুক
বাংলাদেশকে টপকে ওয়ানডেতে নতুন রেকর্ড গড়ল ওমান। ছবি: ফেসবুক

আইসিসি বিশ্বকাপ লিগ টু-এর ওমান-নামিবিয়া ম্যাচ হয়তো খুব কম মানুষই আগ্রহ নিয়ে দেখেছেন। কারণ, ১৯ ফেব্রুয়ারি শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আইসিসির এই ইভেন্ট নিয়ে ভক্ত-সমর্থকদের আগ্রহ এখন বেশি। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে আইসিসি ফেসবুকে পোস্ট করলেই সেটা দ্রুত ভাইরাল হচ্ছে। তবে ওমান-নামিবিয়া ম্যাচে যে রেকর্ড হয়েছে, তাতে ভেঙে গেছে বাংলাদেশের এক পুরোনো রেকর্ড।

ওমানের আল আমেরাত গ্রাউন্ডে গতকাল টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নামিবিয়ার অধিনায়ক গারহার্ড এরাসমাস। তবে ওমানের ঘূর্ণিজাদুতে চোখে সর্ষেফুল দেখতে থাকা নামিবিয়া ৩৩.১ ওভারে ৯৬ রানে গুটিয়ে যায়। ওমানের বাঁহাতি স্পিনার শাকিল আহমেদ নিয়েছেন ৪ উইকেট। দুটি করে উইকেট পেয়েছেন আমির কালিম ও জয় ওদেদরা। সিদ্ধার্থ বুক্কাপতনম, সময় শ্রীবাস্তব নিয়েছেন ১ উইকেট।

শাকিল, আমির, জয়, সিদ্ধার্থ, সময়—ওমানের পাঁচ স্পিনার যেমন ১০ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন, তেমনি ইনিংসের পুরোটা সময় বোলিং করেছেন। ১৯৯ বল করে শুধু স্পিনার দিয়ে বোলিং করানোর ক্ষেত্রে ওয়ানডেতে বিশ্বরেকর্ড করে ফেলল মধ্যপ্রাচ্যের দলটি। এর আগে এই রেকর্ড ছিল বাংলাদেশ নারী ক্রিকেট দলের। ২০২৪ সালে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের বিপক্ষে ওয়ানডেতে বাংলাদেশের পাঁচ স্পিনার মিলে বোলিং করেন ১৪৩ বল (২৩.৫ ওভার)।

বিশ্ব রেকর্ড করার ম্যাচটি জিততেও ওমানের অনেক কষ্ট হয়েছে। নামিবিয়ার বিপক্ষে গতকাল ২২.৪ ওভারে ৮ উইকেটে ১০০ রান করেছে। অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা হয়েছেন আমির। বোলিংয়ে ২ উইকেটের পাশাপাশি ব্যাটিংয়ে করেছেন ৩৩ বলে ২১ রান। ১৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপ লিগ টু-এর পয়েন্ট টেবিলে ওমান অবস্থান করছে দুইয়ে। ১৫ ম্যাচ খেলে দলটি জিতেছে ৮ ম্যাচ, হেরেছে ৫ ম্যাচ ও ২ ম্যাচ ড্র করেছে। এই তালিকায় সবার ওপরে থাকা যুক্তরাষ্ট্রের পয়েন্ট ২০। তারাও খেলেছে ১৫ ম্যাচ।

ওমান গতকাল জিতলেও ২০২৪ সালে বাংলাদেশ নারী ক্রিকেট দল হেরেছিল। মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৯৮ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। অজিরা সেই লক্ষ্য তাড়া করতে নেমে ২৩.৫ ওভারে ৪ উইকেটে করে ৯৮ রান। বাংলাদেশের দুই স্পিনার সুলতানা খাতুন, রাবেয়া খান পেয়েছিলেন ১টি করে উইকেট। সুলতানা ও রাবেয়া বোলিং করেছিলেন ৫ ও ৭ ওভার। স্বর্ণা আকতার, ফাহিমা খাতুন, নাহিদা আকতার-এই তিন স্পিনার মিলে বাকি ১১.৫ ওভার বোলিং করলেও কোনো উইকেটের দেখা পাননি।

ওয়ানডেতে এক ইনিংসের পুরোটাই স্পিনারদের দিয়ে করানোর রেকর্ডে প্রথম চারটির দুটিই নারী ক্রিকেটের। ২০১৭ সালে ভারতীয় নারী ক্রিকেট দলের বিপক্ষে পাকিস্তানের স্পিনাররা সব মিলিয়ে করেছিলেন ১৩৫ বল। এছাড়া ২০২০ সালে ছেলেদের ক্রিকেটে মাত্র ৩২ বল করানো হয় স্পিনারদের দিয়ে। নেপালের বিপক্ষে কীর্তিপুরে এমনটা করেছিল যুক্তরাষ্ট্র।

ওয়ানডেতে এক ইনিংসের পুরোটাই স্পিনারদের দিয়ে করানোর রেকর্ড

বোলিং দল প্রতিপক্ষ সাল

১৯৯ বল ওমান নামিবিয়া ২০২৫

১৪৩ বল বাংলাদেশ অস্ট্রেলিয়া ২০২৪ (নারী ক্রিকেট)

১৩৫ বল পাকিস্তান ভারত ২০১৭ (নারী ক্রিকেট)

৩২ বল যুক্তরাষ্ট্র নেপাল ২০২০

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত