
এই ভালো, এই খারাপ’-অন্যতম জনপ্রিয় এই গান কি মোস্তাফিজুর রহমান শুনেছেন? হয়তো হ্যাঁ, হয়তোবা না। তবে গতকাল মোস্তাফিজের পারফরম্যান্স দেখে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের এই গান মনে পড়াটাই স্বাভাবিক।
দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে প্রথম তিন ম্যাচ বসে থাকার পর গতকালই প্রথম সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের দ্বিতীয় ওভারেই তার হাতে বল তুলে দেন ডেভিড ওয়ার্নার। ডট বল দিয়ে শুরু করেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তবে দ্বিতীয় থেকে চতুর্থ-টানা তিন বলে তিন চার মারেন মুম্বাই ওপেনার ইষান কিষাণ। বেধড়ক পিটুনি খেয়ে শুরু হওয়ায় ফিজকে পাওয়ারপ্লেতে আর বোলিংয়ে আনেননি ওয়ার্নার।
পাওয়ারপ্লেতে আর বোলিং না পাওয়া ফিজ এরপর বোলিংয়ে আসেন ১৫ তম ওভারে। ওভারের প্রথম দুই বল থেকে রোহিত শর্মা কোনো রান নিতে পারেননি। তৃতীয় বলে ঝুঁকিপূর্ণ এক রান নেন রোহিত। এরপর আবার টানা দুই ডট বল দেন ফিজ। শেষ বলে এবার এক রান নিয়েছেন তিলক ভার্মা। এই ওভারে ২ রান দিয়ে মুম্বাইয়ের ওপর চাপ বাড়ান বাংলাদেশের এই বাঁহাতি পেসার। শেষ পাঁচ ওভারে মুম্বাইয়ের জয়ের জন্য দরকার হয় ৫০ রান।
এক ওভার বিরতিতে আবার বোলিংয়ে এলেন মোস্তাফিজ। ১৭ তম ওভারের প্রথম বলে ফিজের ফুলটস থেকে চার মারেন রোহিত। চার হজম করার পর দারুণভাবে ঘুরে দাঁড়ান ফিজ। রোহিতকে টানা তিন বল ডট দেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। পঞ্চম বলে পেয়ে যান ভারতীয় এই ব্যাটারের উইকেট। আউটসাইড এজ হয়ে যাওয়া বল দারুণভাবে তালুবন্দী করেন দিল্লির উইকেটরক্ষক অভিষেক পোরেল। শেষ বলে অবশ্য ক্যামেরন গ্রিনের কাছে চার হজম করেন ফিজ।
বোলিংয়ের চূড়ান্ত পরীক্ষা দিতে ১৯ তম ওভারে আক্রমণে আসেন ফিজ। শেষ দুই ওভারে মুম্বাইয়ের জিততে দরকার ছিল ২০ রান। ওভারের প্রথম তিন বল থেকে মুম্বাই নেয় ২ রান। চতুর্থ বলে ডিপ মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মারেন গ্রিন। পরের বলে সিঙ্গেল নেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। ওভারের শেষ বলে আরও এক ছক্কা হজম করেন মোস্তাফিজ। ফিজের অফকাটার বলকে লং-অনের ওপর দিয়ে ছক্কা মারেন ডেভিড। তাতে মুম্বাইয়ের জয়ের জন্য শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৫ রানের। আর এবারের আইপিএলে প্রথম সুযোগ পেয়ে ৪ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
টি-টোয়েন্টির দারুণ ফর্ম নিয়েই এবার আইপিএল খেলতে যান মোস্তাফিজ। এবছর বাংলাদেশ খেলেছে ৬ টি-টোয়েন্টি, এর পাঁচটিতেই খেলেছেন তিনি। ৫ ম্যাচে ৬.১১ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেন তিনি। ৪ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

এই ভালো, এই খারাপ’-অন্যতম জনপ্রিয় এই গান কি মোস্তাফিজুর রহমান শুনেছেন? হয়তো হ্যাঁ, হয়তোবা না। তবে গতকাল মোস্তাফিজের পারফরম্যান্স দেখে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের এই গান মনে পড়াটাই স্বাভাবিক।
দিল্লি ক্যাপিটালসের ডাগআউটে প্রথম তিন ম্যাচ বসে থাকার পর গতকালই প্রথম সুযোগ পেয়েছেন মোস্তাফিজ। মুম্বাই ইন্ডিয়ান্সের ইনিংসের দ্বিতীয় ওভারেই তার হাতে বল তুলে দেন ডেভিড ওয়ার্নার। ডট বল দিয়ে শুরু করেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। তবে দ্বিতীয় থেকে চতুর্থ-টানা তিন বলে তিন চার মারেন মুম্বাই ওপেনার ইষান কিষাণ। বেধড়ক পিটুনি খেয়ে শুরু হওয়ায় ফিজকে পাওয়ারপ্লেতে আর বোলিংয়ে আনেননি ওয়ার্নার।
পাওয়ারপ্লেতে আর বোলিং না পাওয়া ফিজ এরপর বোলিংয়ে আসেন ১৫ তম ওভারে। ওভারের প্রথম দুই বল থেকে রোহিত শর্মা কোনো রান নিতে পারেননি। তৃতীয় বলে ঝুঁকিপূর্ণ এক রান নেন রোহিত। এরপর আবার টানা দুই ডট বল দেন ফিজ। শেষ বলে এবার এক রান নিয়েছেন তিলক ভার্মা। এই ওভারে ২ রান দিয়ে মুম্বাইয়ের ওপর চাপ বাড়ান বাংলাদেশের এই বাঁহাতি পেসার। শেষ পাঁচ ওভারে মুম্বাইয়ের জয়ের জন্য দরকার হয় ৫০ রান।
এক ওভার বিরতিতে আবার বোলিংয়ে এলেন মোস্তাফিজ। ১৭ তম ওভারের প্রথম বলে ফিজের ফুলটস থেকে চার মারেন রোহিত। চার হজম করার পর দারুণভাবে ঘুরে দাঁড়ান ফিজ। রোহিতকে টানা তিন বল ডট দেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার। পঞ্চম বলে পেয়ে যান ভারতীয় এই ব্যাটারের উইকেট। আউটসাইড এজ হয়ে যাওয়া বল দারুণভাবে তালুবন্দী করেন দিল্লির উইকেটরক্ষক অভিষেক পোরেল। শেষ বলে অবশ্য ক্যামেরন গ্রিনের কাছে চার হজম করেন ফিজ।
বোলিংয়ের চূড়ান্ত পরীক্ষা দিতে ১৯ তম ওভারে আক্রমণে আসেন ফিজ। শেষ দুই ওভারে মুম্বাইয়ের জিততে দরকার ছিল ২০ রান। ওভারের প্রথম তিন বল থেকে মুম্বাই নেয় ২ রান। চতুর্থ বলে ডিপ মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মারেন গ্রিন। পরের বলে সিঙ্গেল নেন অস্ট্রেলিয়ার এই ব্যাটার। ওভারের শেষ বলে আরও এক ছক্কা হজম করেন মোস্তাফিজ। ফিজের অফকাটার বলকে লং-অনের ওপর দিয়ে ছক্কা মারেন ডেভিড। তাতে মুম্বাইয়ের জয়ের জন্য শেষ ওভারে সমীকরণ দাঁড়ায় ৫ রানের। আর এবারের আইপিএলে প্রথম সুযোগ পেয়ে ৪ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট।
টি-টোয়েন্টির দারুণ ফর্ম নিয়েই এবার আইপিএল খেলতে যান মোস্তাফিজ। এবছর বাংলাদেশ খেলেছে ৬ টি-টোয়েন্টি, এর পাঁচটিতেই খেলেছেন তিনি। ৫ ম্যাচে ৬.১১ ইকোনমিতে নিয়েছেন ৩ উইকেট। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিং করেন তিনি। ৪ ওভার বোলিং করে ১৪ রান দিয়ে ১ উইকেট নেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।

টি-টোয়েন্টি বিশ্বকাপ যতই ঘনিয়ে আসছে, ততই একের পর এক দুঃসংবাদ পাচ্ছে ভারত। তিলক ভার্মার পর বিশ্বকাপ দলের আরেক ক্রিকেটারকে নিয়ে দুশ্চিন্তায় ভারত। চোটে পড়ায় ওয়ানডে সিরিজ শেষ ওয়াশিংটন সুন্দরের।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) জিরো টলারেন্স নীতিতে হাঁটছে বিসিবির দুর্নীতি দমন ইউনিট। এরই মধ্যে সন্দেহের জেরে ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা এবং খেলোয়াড়দের প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। তবে দুর্নীতি দমন ইউনিটের কার্যক্রমের ধরনে বিরক্ত ঢাকা ক্যাপিটালসের ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। এমনকি বিপিএলের মাঝপথ
২ ঘণ্টা আগে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
৩ ঘণ্টা আগে