
লর্ডস টেস্টে দুর্দান্ত এক জয়ে ইতিহাস গড়েছে ভারত। জমে ওঠা লড়াইয়ে ইংল্যান্ডকে ১৫১ রানে হারায় বিরাট কোহলির দল। সিরিজে কোহলি নিজে অবশ্য ব্যাট হাতে ভালো করতে পারেননি। এখানকার উইকেটও ব্যাটসম্যানদের জন্য বেশ চ্যালেঞ্জিং। ইংল্যান্ডের উইকেট নিয়ে বিপদে থাকার কথা স্বীকার করেছেন কোহলি নিজেও। বলেছেন, এই উইকেটে ইগোকে (অহংকার) পকেটে রেখে ব্যাট করতে হয়।
ইংল্যান্ড সিরিজে শেষ তিন ইনিংসে কোহলি করেছেন ৬২ রান। নিজের নামের পাশে বেমানানই বটে। এই উইকেট ব্যাটসম্যানদের জন্য কতটা কঠিন জানতে চাইলে ভারত অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ডে কখনোই বলতে পারবেন না আপনি সেট হয়ে গেছেন। এখানে আপনার অহংকারকে পকেটে রেখে দিতে হবে। এখানকার কন্ডিশন অন্য জায়গার মতো না, যেখানে আপনি ৩০-৪০ করার পর শট খেলা শুরু করতে পারেন। প্রথম ৩০ রানের জন্য আপনি যেভাবে ব্যাট করেছেন, সেভাবেই ব্যাট করে যেতে হবে। আর এই কাজটা বারবার করে যেতে হবে। ইংল্যান্ডে শৃঙ্খলা ও ধৈর্য খুবই জরুরি।’
নিজে ভালো করতে না পারলেও লর্ডসে টেস্ট জয়ের পর এখন দারুণ ফুরফুরে কোহলি ও তাঁর দল। তবে তৃতীয় টেস্টের আগে সতর্ক কোহলি ইতিহাস নিয়ে না ভেবে বর্তমানকে গুরুত্ব দিতে চান, ‘ইতিহাস গড়া নিয়ে আমি খুব বেশি ভাবিত না। আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ তা হলো, বর্তমানে আমরা কেমন সিদ্ধান্ত নিচ্ছি সেটা।’
এ সময় তিনি আরও যোগ করে বলেন, ‘আমাদের পদ্ধতিটা কেমন তা আমরা জানি, সেভাবেই নিজেদের প্রস্তুতি নেই। ইতিহাস কোনো কিছুর নিশ্চয়তা দেয় না। আপনি কোথাও জিতলে, সেখানে যে আপনি বারবার জিতবেন তা কিন্তু না। এ সব বিষয়ে আমরা মনোযোগ দিচ্ছি না। আমরা সামনে যা আছে, তা নিয়ে ভাবছি।’

লর্ডস টেস্টে দুর্দান্ত এক জয়ে ইতিহাস গড়েছে ভারত। জমে ওঠা লড়াইয়ে ইংল্যান্ডকে ১৫১ রানে হারায় বিরাট কোহলির দল। সিরিজে কোহলি নিজে অবশ্য ব্যাট হাতে ভালো করতে পারেননি। এখানকার উইকেটও ব্যাটসম্যানদের জন্য বেশ চ্যালেঞ্জিং। ইংল্যান্ডের উইকেট নিয়ে বিপদে থাকার কথা স্বীকার করেছেন কোহলি নিজেও। বলেছেন, এই উইকেটে ইগোকে (অহংকার) পকেটে রেখে ব্যাট করতে হয়।
ইংল্যান্ড সিরিজে শেষ তিন ইনিংসে কোহলি করেছেন ৬২ রান। নিজের নামের পাশে বেমানানই বটে। এই উইকেট ব্যাটসম্যানদের জন্য কতটা কঠিন জানতে চাইলে ভারত অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ডে কখনোই বলতে পারবেন না আপনি সেট হয়ে গেছেন। এখানে আপনার অহংকারকে পকেটে রেখে দিতে হবে। এখানকার কন্ডিশন অন্য জায়গার মতো না, যেখানে আপনি ৩০-৪০ করার পর শট খেলা শুরু করতে পারেন। প্রথম ৩০ রানের জন্য আপনি যেভাবে ব্যাট করেছেন, সেভাবেই ব্যাট করে যেতে হবে। আর এই কাজটা বারবার করে যেতে হবে। ইংল্যান্ডে শৃঙ্খলা ও ধৈর্য খুবই জরুরি।’
নিজে ভালো করতে না পারলেও লর্ডসে টেস্ট জয়ের পর এখন দারুণ ফুরফুরে কোহলি ও তাঁর দল। তবে তৃতীয় টেস্টের আগে সতর্ক কোহলি ইতিহাস নিয়ে না ভেবে বর্তমানকে গুরুত্ব দিতে চান, ‘ইতিহাস গড়া নিয়ে আমি খুব বেশি ভাবিত না। আমাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ তা হলো, বর্তমানে আমরা কেমন সিদ্ধান্ত নিচ্ছি সেটা।’
এ সময় তিনি আরও যোগ করে বলেন, ‘আমাদের পদ্ধতিটা কেমন তা আমরা জানি, সেভাবেই নিজেদের প্রস্তুতি নেই। ইতিহাস কোনো কিছুর নিশ্চয়তা দেয় না। আপনি কোথাও জিতলে, সেখানে যে আপনি বারবার জিতবেন তা কিন্তু না। এ সব বিষয়ে আমরা মনোযোগ দিচ্ছি না। আমরা সামনে যা আছে, তা নিয়ে ভাবছি।’

রেকর্ড দামে নিয়েও মোস্তাফিজুর রহমানের কলকাতা নাইট রাইডার্সের ছেড়ে দেওয়ার ঘটনায় তোলপাড় বাংলাদেশের ক্রিকেটাঙ্গন। ক্রিকেটের বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে সিলেটে আজ ‘মিনি বিসিবি’ উদ্বোধন করলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যম কর্মীদের কাছে অবশ্য মিনি বিসিবির চেয়ে বেশি জানার আগ্র
২ ঘণ্টা আগে
অবিশ্বাস্য কিছু করে ফেলার দুয়ারেই ছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব। শেষ ১৩ মিনিটে যেভাবে মেলে ধরে নিজেদের, তাতে বসুন্ধরা কিংসের কাঁপুনি ছুটে যায়। ৩ গোলে এগিয়ে থেকেও হারের শঙ্কায় ছিল মারিও গোমেসের দল। শেষ পর্যন্ত মাঠ ছাড়ে ৩-৩ গোলের ড্র নিয়ে
৩ ঘণ্টা আগে
নারী শুটারদের যৌন ও মানসিক নিপীড়নের অভিযোগ থাকা বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দার সাজ্জাদকে পদ থেকে অব্যাহতি দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ১ জানুয়ারি এনএসসির নির্বাহী পরিচালক মোঃ দৌলতুজ্জামান খান স্বাক্ষরিত এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়ে
৪ ঘণ্টা আগে
চলতি বিগ ব্যাশে হোবার্টে হারিকেন্সের হয়ে দুর্দান্ত বোলিং করছেন রিশাদ হোসেন। সিডনি থান্ডারের হয়ে আজ উইকেট না পেলেও সবচেয়ে কম রান দিয়েছেন এই লেগস্পিনার। রিশাদের হিসেবি বোলিংয়ের দিনে বিগ ব্যাশে নিজের দ্বিতীয় সেঞ্চুরির দেখা পেয়েছেন ডেভিড ওয়ার্নার।
৫ ঘণ্টা আগে