ক্রীড়া ডেস্ক

ডিপিএলে ভুতুড়ে আউট নিয়ে নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যকরভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ব্যাটার। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনহাজুল আবেদীন সাব্বির উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ব্যাট রাখলেন না। স্টাম্পিং হয়েই ফিরলেন তিনি। একই রকমভাবে ফিরলেন মোহাম্মদ রহিম আহমেদও।
যেখান থেকে ক্রিকেটার গড়ে উঠবেন সেখানেই যেন—সর্ষের মধ্যে ভূত। সাবেকরা তো ক্রিকেটার জন্য এ ঘটনা ‘লজ্জার’ বলছেনই, সমালোচনায় এবার যোগ দিয়েছেন বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই প্রশ্নবিদ্ধ আউটের ভিডিও শেয়ার করে মহসিন লিখেছেন ঝাঁজালো ক্যাপশন, ‘জন তরুণ ক্রিকেটার এভাবে খেলতে শেখে। কোনো জবাবদিহি নেই! সবাই চোখ বন্ধ করে রেখেছে এই কাণ্ডকারখানার ওপর। সরকারের পরিবর্তনের পর ন্যায়ের কথা অনেক বলা হয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই দেখা যায়নি। খেলোয়াড়েরা আর ব্যবস্থাপনা পক্ষ—সবাই জানে কী চলছে, কিন্তু কেউ মুখ খুলছে না।’
মহসিনের মতে, সামনে নয়, বরং পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট কোথাও যাচ্ছে না, বরং পিছিয়েই যাচ্ছে।’
তার আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও কোচ রাজিন সালেহ লিখেছেন, ‘শেম, ডিপএল’। ক্রিকেটার শামসুর রহমান শুভও প্রায় একই কথা লিখেছেন, ‘সিরিয়াসলি শেম।’ বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান মেজর (অব.) রায়ান, নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই আউটের ভিডিও শেয়ার করে মজার ছলে লেখেন—‘চা পানের দাওয়াত রইল।’ বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর রায়ান আজাদ সন্দেহজনক খেলা দেখে ফেসবুকে একটু রসাত্মক সুরে লিখেছেন, ‘বোকা না চালাক আমার মত। চা পানের দাওয়াত রইল।’
এসবের মধ্যেই পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম সংবাদমাধ্যমকে পরিষ্কার জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। আনোয়ারুল বলেছেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’

ডিপিএলে ভুতুড়ে আউট নিয়ে নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যকরভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ব্যাটার। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনহাজুল আবেদীন সাব্বির উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ব্যাট রাখলেন না। স্টাম্পিং হয়েই ফিরলেন তিনি। একই রকমভাবে ফিরলেন মোহাম্মদ রহিম আহমেদও।
যেখান থেকে ক্রিকেটার গড়ে উঠবেন সেখানেই যেন—সর্ষের মধ্যে ভূত। সাবেকরা তো ক্রিকেটার জন্য এ ঘটনা ‘লজ্জার’ বলছেনই, সমালোচনায় এবার যোগ দিয়েছেন বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই প্রশ্নবিদ্ধ আউটের ভিডিও শেয়ার করে মহসিন লিখেছেন ঝাঁজালো ক্যাপশন, ‘জন তরুণ ক্রিকেটার এভাবে খেলতে শেখে। কোনো জবাবদিহি নেই! সবাই চোখ বন্ধ করে রেখেছে এই কাণ্ডকারখানার ওপর। সরকারের পরিবর্তনের পর ন্যায়ের কথা অনেক বলা হয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই দেখা যায়নি। খেলোয়াড়েরা আর ব্যবস্থাপনা পক্ষ—সবাই জানে কী চলছে, কিন্তু কেউ মুখ খুলছে না।’
মহসিনের মতে, সামনে নয়, বরং পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট কোথাও যাচ্ছে না, বরং পিছিয়েই যাচ্ছে।’
তার আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও কোচ রাজিন সালেহ লিখেছেন, ‘শেম, ডিপএল’। ক্রিকেটার শামসুর রহমান শুভও প্রায় একই কথা লিখেছেন, ‘সিরিয়াসলি শেম।’ বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান মেজর (অব.) রায়ান, নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই আউটের ভিডিও শেয়ার করে মজার ছলে লেখেন—‘চা পানের দাওয়াত রইল।’ বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর রায়ান আজাদ সন্দেহজনক খেলা দেখে ফেসবুকে একটু রসাত্মক সুরে লিখেছেন, ‘বোকা না চালাক আমার মত। চা পানের দাওয়াত রইল।’
এসবের মধ্যেই পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম সংবাদমাধ্যমকে পরিষ্কার জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। আনোয়ারুল বলেছেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে