ক্রীড়া ডেস্ক
ডিপিএলে ভুতুড়ে আউট নিয়ে নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যকরভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ব্যাটার। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনহাজুল আবেদীন সাব্বির উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ব্যাট রাখলেন না। স্টাম্পিং হয়েই ফিরলেন তিনি। একই রকমভাবে ফিরলেন মোহাম্মদ রহিম আহমেদও।
যেখান থেকে ক্রিকেটার গড়ে উঠবেন সেখানেই যেন—সর্ষের মধ্যে ভূত। সাবেকরা তো ক্রিকেটার জন্য এ ঘটনা ‘লজ্জার’ বলছেনই, সমালোচনায় এবার যোগ দিয়েছেন বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই প্রশ্নবিদ্ধ আউটের ভিডিও শেয়ার করে মহসিন লিখেছেন ঝাঁজালো ক্যাপশন, ‘জন তরুণ ক্রিকেটার এভাবে খেলতে শেখে। কোনো জবাবদিহি নেই! সবাই চোখ বন্ধ করে রেখেছে এই কাণ্ডকারখানার ওপর। সরকারের পরিবর্তনের পর ন্যায়ের কথা অনেক বলা হয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই দেখা যায়নি। খেলোয়াড়েরা আর ব্যবস্থাপনা পক্ষ—সবাই জানে কী চলছে, কিন্তু কেউ মুখ খুলছে না।’
মহসিনের মতে, সামনে নয়, বরং পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট কোথাও যাচ্ছে না, বরং পিছিয়েই যাচ্ছে।’
তার আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও কোচ রাজিন সালেহ লিখেছেন, ‘শেম, ডিপএল’। ক্রিকেটার শামসুর রহমান শুভও প্রায় একই কথা লিখেছেন, ‘সিরিয়াসলি শেম।’ বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান মেজর (অব.) রায়ান, নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই আউটের ভিডিও শেয়ার করে মজার ছলে লেখেন—‘চা পানের দাওয়াত রইল।’ বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর রায়ান আজাদ সন্দেহজনক খেলা দেখে ফেসবুকে একটু রসাত্মক সুরে লিখেছেন, ‘বোকা না চালাক আমার মত। চা পানের দাওয়াত রইল।’
এসবের মধ্যেই পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম সংবাদমাধ্যমকে পরিষ্কার জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। আনোয়ারুল বলেছেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’
ডিপিএলে ভুতুড়ে আউট নিয়ে নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যকরভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ব্যাটার। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনহাজুল আবেদীন সাব্বির উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ব্যাট রাখলেন না। স্টাম্পিং হয়েই ফিরলেন তিনি। একই রকমভাবে ফিরলেন মোহাম্মদ রহিম আহমেদও।
যেখান থেকে ক্রিকেটার গড়ে উঠবেন সেখানেই যেন—সর্ষের মধ্যে ভূত। সাবেকরা তো ক্রিকেটার জন্য এ ঘটনা ‘লজ্জার’ বলছেনই, সমালোচনায় এবার যোগ দিয়েছেন বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই প্রশ্নবিদ্ধ আউটের ভিডিও শেয়ার করে মহসিন লিখেছেন ঝাঁজালো ক্যাপশন, ‘জন তরুণ ক্রিকেটার এভাবে খেলতে শেখে। কোনো জবাবদিহি নেই! সবাই চোখ বন্ধ করে রেখেছে এই কাণ্ডকারখানার ওপর। সরকারের পরিবর্তনের পর ন্যায়ের কথা অনেক বলা হয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই দেখা যায়নি। খেলোয়াড়েরা আর ব্যবস্থাপনা পক্ষ—সবাই জানে কী চলছে, কিন্তু কেউ মুখ খুলছে না।’
মহসিনের মতে, সামনে নয়, বরং পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট কোথাও যাচ্ছে না, বরং পিছিয়েই যাচ্ছে।’
তার আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও কোচ রাজিন সালেহ লিখেছেন, ‘শেম, ডিপএল’। ক্রিকেটার শামসুর রহমান শুভও প্রায় একই কথা লিখেছেন, ‘সিরিয়াসলি শেম।’ বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান মেজর (অব.) রায়ান, নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই আউটের ভিডিও শেয়ার করে মজার ছলে লেখেন—‘চা পানের দাওয়াত রইল।’ বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর রায়ান আজাদ সন্দেহজনক খেলা দেখে ফেসবুকে একটু রসাত্মক সুরে লিখেছেন, ‘বোকা না চালাক আমার মত। চা পানের দাওয়াত রইল।’
এসবের মধ্যেই পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম সংবাদমাধ্যমকে পরিষ্কার জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। আনোয়ারুল বলেছেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’
চট্টগ্রামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। রাতে মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস ও গুজরাট টাইটান্স। বাংলাদেশ সময় রাত ৮টায় জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে শুরু হবে রাজস্থান-গুজরাট ম্যাচ। নিজেদের সবশেষ পাঁচ ম্যাচের পাঁচটিতে হারা রাজস্থান আজ নামবে অধরা জয়ের লক্ষ্যে...
৪ মিনিট আগেওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগে অভিষেক হলেও টেস্ট খেলার অভিজ্ঞতা ছিল না তানজিম হাসান সাকিবের। অবশেষে আজ চট্টগ্রামে তানজিম সাকিবের টেস্ট অভিষেক হয়ে গেল। ক্রিকেটের রাজকীয় সংস্করণে অভিষেক ম্যাচে উইকেট পেলেন জিম্বাবুয়ের বিপক্ষে।
৩৫ মিনিট আগে২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপায় এক হাত আগেই রেখে দিয়েছিল লিভারপুল। টটেনহামের বিপক্ষে গতকাল ড্র করলেই লিভারপুল হয়ে যেত চ্যাম্পিয়ন। অ্যানফিল্ডে শিরোপা জয়ের উদযাপনটা লিভারপুল রাঙাল গোল উৎসবে। অলরেডদের শিরোপা জয়ের রাতে নতুন রেকর্ড গড়লেন মোহামেদ সালাহ।
১ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজে আইসিসির ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ডেভিড বুন। এবারের বাংলাদেশ সফর তাঁর কাছে বিশেষ হয়ে থাকছে।
২ ঘণ্টা আগে