Ajker Patrika

সন্দেহজনক খেলা দেখে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৯ এপ্রিল ২০২৫, ২১: ২৬
সন্দেহজনক খেলা দেখে বিসিবিকে ধুয়ে দিলেন বোর্ডেরই সাবেক কম্পিউটার বিশ্লেষক
হাস্যকরভাবে আউট হলেন ব্যাটার। ছবি: সংগৃহীত

ডিপিএলে ভুতুড়ে আউট নিয়ে নিয়ে সমালোচনার ঝড় সামাজিক যোগাযোগমাধ্যমে। হাস্যকরভাবে আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন ব্যাটার। মিরপুরে গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মিনহাজুল আবেদীন সাব্বির উইকেট থেকে বেরিয়ে এসে খেলতে গিয়ে, স্বজ্ঞানে যেন আর বক্সে ব্যাট রাখলেন না। স্টাম্পিং হয়েই ফিরলেন তিনি। একই রকমভাবে ফিরলেন মোহাম্মদ রহিম আহমেদও।

যেখান থেকে ক্রিকেটার গড়ে উঠবেন সেখানেই যেন—সর্ষের মধ্যে ভূত। সাবেকরা তো ক্রিকেটার জন্য এ ঘটনা ‘লজ্জার’ বলছেনই, সমালোচনায় এবার যোগ দিয়েছেন বিসিবির সাবেক কম্পিউটার বিশ্লেষক মহসিন শেখ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সেই প্রশ্নবিদ্ধ আউটের ভিডিও শেয়ার করে মহসিন লিখেছেন ঝাঁজালো ক্যাপশন, ‘জন তরুণ ক্রিকেটার এভাবে খেলতে শেখে। কোনো জবাবদিহি নেই! সবাই চোখ বন্ধ করে রেখেছে এই কাণ্ডকারখানার ওপর। সরকারের পরিবর্তনের পর ন্যায়ের কথা অনেক বলা হয়েছিল, কিন্তু বাস্তবে কিছুই দেখা যায়নি। খেলোয়াড়েরা আর ব্যবস্থাপনা পক্ষ—সবাই জানে কী চলছে, কিন্তু কেউ মুখ খুলছে না।’

মহসিনের মতে, সামনে নয়, বরং পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট। তিনি আরও লেখেন, ‘বাংলাদেশ ক্রিকেট কোথাও যাচ্ছে না, বরং পিছিয়েই যাচ্ছে।’

তার আগে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও কোচ রাজিন সালেহ লিখেছেন, ‘শেম, ডিপএল’। ক্রিকেটার শামসুর রহমান শুভও প্রায় একই কথা লিখেছেন, ‘সিরিয়াসলি শেম।’ বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান মেজর (অব.) রায়ান, নিজের ফেসবুক অ্যাকাউন্টে ওই আউটের ভিডিও শেয়ার করে মজার ছলে লেখেন—‘চা পানের দাওয়াত রইল।’ বিসিবির দুর্নীতি দমন বিভাগের প্রধান অবসরপ্রাপ্ত মেজর রায়ান আজাদ সন্দেহজনক খেলা দেখে ফেসবুকে একটু রসাত্মক সুরে লিখেছেন, ‘বোকা না চালাক আমার মত। চা পানের দাওয়াত রইল।’

এসবের মধ্যেই পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম সংবাদমাধ্যমকে পরিষ্কার জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কিছু কিছু খেলোয়াড় নেতিবাচক ক্রিকেট খেলছেন, যা সন্দেহজনক। আনোয়ারুল বলেছেন, ‘আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিয়েছে একরকম। তারা (ক্রিকেটাররা) খেলছে আরেক রকম। আমাদের অফিশিয়ালরা নির্দেশনা দিচ্ছে, আমার দল ১০০ রানে অলআউট হয়ে যাক, কিন্তু ইতিবাচক খেলা চাই। কিন্তু ওরা গিয়ে নেগেটিভ ক্রিকেট খেলেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ-৩: বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারে সাবেক বিএনপি নেতা হাবিব

বাংলাদেশে জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

নবম বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের কোন পে স্কেলে বেতন বেড়ে কত হচ্ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত