বিরতিও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত ছন্দে বাধা হতে পারেনি। উল্টো সতেজ হয়ে ফিরে আইপিএলে যেন আরও প্রাণবন্ত তিনি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের স্লোয়ার ও কাটারে বিভ্রান্ত করেছেন বাংলাদেশি পেসার।
প্রতিপক্ষের ব্যাটারদের শুধু বিভ্রান্তই করেননি, শিকারও করেছেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের ৭ উইকেটের জয়ের ম্যাচে ২২ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। টানা দুই ম্যাচ হারের পর গতকাল তৃতীয় জয় পেয়েছে চেন্নাই। ফিরেই দলের জয়ে অবদান রাখতে পারায় আনন্দিত তিনি।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নিজের খুশির সংবাদটি জানিয়েছেন মোস্তাফিজ। সঙ্গে সমর্থনের জন্য সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। বাঁহাতি পেসার লিখেছেন, ‘আবার ফিরে আসতে পেরে আনন্দিত। আরেকটি জয়ের সঙ্গে পুনরায় মিশন শুরু করতে পারা সত্যিই অবিশ্বাস্য। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। জয়ে অবদান রাখতে আমি সন্তুষ্ট। এভাবে সমর্থন দিয়ে আসার জন্য সমর্থকদের ধন্যবাদ। পরেরটির অপেক্ষায়।’
কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন মোস্তাফিজ। এ সময় চেন্নাইয়ের হয়ে এক ম্যাচ খেলতে না পারায় উইকেট শিকারে শীর্ষস্থান হারিয়ে ফেলেন তিনি। গতকাল ফিরেই হারানো রাজত্ব উদ্ধার করেন ২৮ বছর বয়সী পেসার। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এখন চূড়ায় বাঁহাতি পেসার। ম্যাচ শেষে তাই তাঁকে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ পরিয়ে দিতে দেখা যায় তাঁরই সতীর্থ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। সমান ম্যাচে ৮ উইকেট নিয়ে মোস্তাফিজের পরেই আছেন রাজস্থান রয়্যালসের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।

হোটেল ইন্টারকন্টিনেন্টালে প্রায় দেড় ঘণ্টার সভা শেষে বিষণ্ন চেহারায় বিকেল পৌনে ৫টার দিকে সংবাদ সম্মেলনে এলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তাঁর সামনে যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। পেছনে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।
১ ঘণ্টা আগে
বড় হারে সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপের শিরোপা লড়াই থেকে ছিটকে গেল বাংলাদেশ। পাকিস্তানের কাছে আজ ৫-১ গোলে হেরেছে সাঈদ খোদারাহমির দল।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বিসিবি এখনো আগের অবস্থানে অনড়। আজও আরও একবার যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন, ভারতে খেলার মতো পরিবেশ নেই। আইসিসিও বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় সরিয়ে নিতে নারাজ। বাংলাদেশ ভারতে না খেললে বিকল্প বেছে নেবে তারা।
৮ ঘণ্টা আগে
দাপুটে জয়ে বিশ্বকাপের সুপার সিক্সে জায়গা করে নিয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আজ নেপালের কীর্তিপুরে নামিবিয়াকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। হ্যাটট্রিক জয়ে বিশ্বকাপের মূল পর্বের আরও কাছে এখন বাংলাদেশ।
৯ ঘণ্টা আগে