
বিরতিও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত ছন্দে বাধা হতে পারেনি। উল্টো সতেজ হয়ে ফিরে আইপিএলে যেন আরও প্রাণবন্ত তিনি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের স্লোয়ার ও কাটারে বিভ্রান্ত করেছেন বাংলাদেশি পেসার।
প্রতিপক্ষের ব্যাটারদের শুধু বিভ্রান্তই করেননি, শিকারও করেছেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের ৭ উইকেটের জয়ের ম্যাচে ২২ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। টানা দুই ম্যাচ হারের পর গতকাল তৃতীয় জয় পেয়েছে চেন্নাই। ফিরেই দলের জয়ে অবদান রাখতে পারায় আনন্দিত তিনি।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নিজের খুশির সংবাদটি জানিয়েছেন মোস্তাফিজ। সঙ্গে সমর্থনের জন্য সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। বাঁহাতি পেসার লিখেছেন, ‘আবার ফিরে আসতে পেরে আনন্দিত। আরেকটি জয়ের সঙ্গে পুনরায় মিশন শুরু করতে পারা সত্যিই অবিশ্বাস্য। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। জয়ে অবদান রাখতে আমি সন্তুষ্ট। এভাবে সমর্থন দিয়ে আসার জন্য সমর্থকদের ধন্যবাদ। পরেরটির অপেক্ষায়।’
কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন মোস্তাফিজ। এ সময় চেন্নাইয়ের হয়ে এক ম্যাচ খেলতে না পারায় উইকেট শিকারে শীর্ষস্থান হারিয়ে ফেলেন তিনি। গতকাল ফিরেই হারানো রাজত্ব উদ্ধার করেন ২৮ বছর বয়সী পেসার। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এখন চূড়ায় বাঁহাতি পেসার। ম্যাচ শেষে তাই তাঁকে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ পরিয়ে দিতে দেখা যায় তাঁরই সতীর্থ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। সমান ম্যাচে ৮ উইকেট নিয়ে মোস্তাফিজের পরেই আছেন রাজস্থান রয়্যালসের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।

বিরতিও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত ছন্দে বাধা হতে পারেনি। উল্টো সতেজ হয়ে ফিরে আইপিএলে যেন আরও প্রাণবন্ত তিনি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের স্লোয়ার ও কাটারে বিভ্রান্ত করেছেন বাংলাদেশি পেসার।
প্রতিপক্ষের ব্যাটারদের শুধু বিভ্রান্তই করেননি, শিকারও করেছেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের ৭ উইকেটের জয়ের ম্যাচে ২২ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। টানা দুই ম্যাচ হারের পর গতকাল তৃতীয় জয় পেয়েছে চেন্নাই। ফিরেই দলের জয়ে অবদান রাখতে পারায় আনন্দিত তিনি।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নিজের খুশির সংবাদটি জানিয়েছেন মোস্তাফিজ। সঙ্গে সমর্থনের জন্য সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। বাঁহাতি পেসার লিখেছেন, ‘আবার ফিরে আসতে পেরে আনন্দিত। আরেকটি জয়ের সঙ্গে পুনরায় মিশন শুরু করতে পারা সত্যিই অবিশ্বাস্য। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। জয়ে অবদান রাখতে আমি সন্তুষ্ট। এভাবে সমর্থন দিয়ে আসার জন্য সমর্থকদের ধন্যবাদ। পরেরটির অপেক্ষায়।’
কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন মোস্তাফিজ। এ সময় চেন্নাইয়ের হয়ে এক ম্যাচ খেলতে না পারায় উইকেট শিকারে শীর্ষস্থান হারিয়ে ফেলেন তিনি। গতকাল ফিরেই হারানো রাজত্ব উদ্ধার করেন ২৮ বছর বয়সী পেসার। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এখন চূড়ায় বাঁহাতি পেসার। ম্যাচ শেষে তাই তাঁকে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ পরিয়ে দিতে দেখা যায় তাঁরই সতীর্থ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। সমান ম্যাচে ৮ উইকেট নিয়ে মোস্তাফিজের পরেই আছেন রাজস্থান রয়্যালসের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।

দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে বাকি কেবল এক মাস। আইসিসির এই ইভেন্ট সামনে রেখে দলগুলো প্রস্তুতি নিতে শুরু করেছে। কেউ চূড়ান্ত দল, কেউবা আবার প্রাথমিক দল ঘোষণা করেছে। একঝাঁক স্পিনার নিয়ে বিশ্বকাপের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।
২৬ মিনিট আগে
নতুন বছরে বাংলাদেশের আন্তর্জাতিক ক্রিকেটের ব্যস্ততা শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে। ৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ভারত-শ্রীলঙ্কায় হবে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসির ইভেন্ট শেষে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া। এরপর জুলাই থেকে আগস্ট জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও আয়ারল্য
১ ঘণ্টা আগে
নতুন বছরের প্রথম দিনই মাঠে নামছে রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস। বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে হোবার্টের বেলেরিভ ওভালে শুরু হবে হোবার্ট হারিকেনস-পার্থ স্কর্চার্স ম্যাচ। এখন মেলবোর্নের ডকল্যান্ডস স্টেডিয়ামে চলছে বিগ ব্যাশের মেলবোর্ন রেনেগেডস-সিডনি সিক্সার্স ম্যাচ।
২ ঘণ্টা আগেনতুন বছরে সবার চোখ থাকবে ফিফা বিশ্বকাপে। তবে এই বৈশ্বিক ফুটবলযজ্ঞের বছরে রয়েছে ছেলেদের ও মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ । ফুটবলে আছে মেয়েদের এশিয়ান কাপ এবং অনূর্ধ্ব -২০ মেয়েদের এশিয়ান কাপও । ফিফা বিশ্বকাপে বাংলাদেশ দর্শক হলেও এসব বৈশ্বিক টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে