
বিরতিও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত ছন্দে বাধা হতে পারেনি। উল্টো সতেজ হয়ে ফিরে আইপিএলে যেন আরও প্রাণবন্ত তিনি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের স্লোয়ার ও কাটারে বিভ্রান্ত করেছেন বাংলাদেশি পেসার।
প্রতিপক্ষের ব্যাটারদের শুধু বিভ্রান্তই করেননি, শিকারও করেছেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের ৭ উইকেটের জয়ের ম্যাচে ২২ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। টানা দুই ম্যাচ হারের পর গতকাল তৃতীয় জয় পেয়েছে চেন্নাই। ফিরেই দলের জয়ে অবদান রাখতে পারায় আনন্দিত তিনি।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নিজের খুশির সংবাদটি জানিয়েছেন মোস্তাফিজ। সঙ্গে সমর্থনের জন্য সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। বাঁহাতি পেসার লিখেছেন, ‘আবার ফিরে আসতে পেরে আনন্দিত। আরেকটি জয়ের সঙ্গে পুনরায় মিশন শুরু করতে পারা সত্যিই অবিশ্বাস্য। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। জয়ে অবদান রাখতে আমি সন্তুষ্ট। এভাবে সমর্থন দিয়ে আসার জন্য সমর্থকদের ধন্যবাদ। পরেরটির অপেক্ষায়।’
কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন মোস্তাফিজ। এ সময় চেন্নাইয়ের হয়ে এক ম্যাচ খেলতে না পারায় উইকেট শিকারে শীর্ষস্থান হারিয়ে ফেলেন তিনি। গতকাল ফিরেই হারানো রাজত্ব উদ্ধার করেন ২৮ বছর বয়সী পেসার। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এখন চূড়ায় বাঁহাতি পেসার। ম্যাচ শেষে তাই তাঁকে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ পরিয়ে দিতে দেখা যায় তাঁরই সতীর্থ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। সমান ম্যাচে ৮ উইকেট নিয়ে মোস্তাফিজের পরেই আছেন রাজস্থান রয়্যালসের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।

বিরতিও মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত ছন্দে বাধা হতে পারেনি। উল্টো সতেজ হয়ে ফিরে আইপিএলে যেন আরও প্রাণবন্ত তিনি। গতকাল কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের স্লোয়ার ও কাটারে বিভ্রান্ত করেছেন বাংলাদেশি পেসার।
প্রতিপক্ষের ব্যাটারদের শুধু বিভ্রান্তই করেননি, শিকারও করেছেন মোস্তাফিজ। চেন্নাই সুপার কিংসের ৭ উইকেটের জয়ের ম্যাচে ২২ রানে ২ উইকেট নিয়েছেন তিনি। টানা দুই ম্যাচ হারের পর গতকাল তৃতীয় জয় পেয়েছে চেন্নাই। ফিরেই দলের জয়ে অবদান রাখতে পারায় আনন্দিত তিনি।
ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে নিজের খুশির সংবাদটি জানিয়েছেন মোস্তাফিজ। সঙ্গে সমর্থনের জন্য সমর্থকদেরও ধন্যবাদ জানিয়েছেন। বাঁহাতি পেসার লিখেছেন, ‘আবার ফিরে আসতে পেরে আনন্দিত। আরেকটি জয়ের সঙ্গে পুনরায় মিশন শুরু করতে পারা সত্যিই অবিশ্বাস্য। দুর্দান্ত এক দলীয় প্রচেষ্টা ছিল। জয়ে অবদান রাখতে আমি সন্তুষ্ট। এভাবে সমর্থন দিয়ে আসার জন্য সমর্থকদের ধন্যবাদ। পরেরটির অপেক্ষায়।’
কদিন আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়ার জন্য বাংলাদেশে এসেছিলেন মোস্তাফিজ। এ সময় চেন্নাইয়ের হয়ে এক ম্যাচ খেলতে না পারায় উইকেট শিকারে শীর্ষস্থান হারিয়ে ফেলেন তিনি। গতকাল ফিরেই হারানো রাজত্ব উদ্ধার করেন ২৮ বছর বয়সী পেসার। ৪ ম্যাচে ৯ উইকেট নিয়ে এখন চূড়ায় বাঁহাতি পেসার। ম্যাচ শেষে তাই তাঁকে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার ‘পার্পল ক্যাপ’ পরিয়ে দিতে দেখা যায় তাঁরই সতীর্থ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে। সমান ম্যাচে ৮ উইকেট নিয়ে মোস্তাফিজের পরেই আছেন রাজস্থান রয়্যালসের লেগস্পিনার যুজবেন্দ্র চাহাল।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে