
অ্যাডিলেডে জস বাটলারের ছক্কার পর উল্লাসিত ইংল্যান্ড ক্রিকেট দল। বিপরীতে ভারতীয় ক্রিকেটারদের চোখে মুখে একরাশ হতাশা। ঘটনা ২০২২-এর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের। এই ম্যাচের পর থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একরকম ব্রাত্য হয়ে পড়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনের সামনেই এখন রেকর্ডের হাতছানি।
ভারতের জার্সিতে গত ১৪ মাস কোনো টি-টোয়েন্টি কোহলি-রোহিত খেলেননি ঠিকই, তবে তাঁরা খেলেছেন ২০২৩ আইপিএল। গত বছরের আইপিএলে কোহলি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন রোহিত। সেই কোহলি-রোহিত ১৪ মাস পর ডাক পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। ১১ জানুয়ারি মোহালিতে আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রোহিত ফেরেন অধিনায়ক হয়েই। যদিও রানের খাতা খুলতে পারেননি ফেরার ম্যাচে। ইন্দোরে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেললে এক মাইলফলক অর্জন করবেন রোহিত। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০তম ম্যাচ খেলবেন তিনি।
রোহিত ফিরলেও কোহলি এখনো ফেরেননি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ মাস পর ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন কোহলি। ফেরার ম্যাচেই তিনি দাঁড়িয়ে আছেন এক মাইলফলকের সামনে। ৩৫ রান করলেই স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটার হিসেবে ১২ হাজার রান করবেন ভারতীয় এই ব্যাটার, যেখানে ৪০০৮ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। আইপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত তিনি করেছেন ৭২৬৩ রান।
১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ২২ সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। দুই ও তিনে রয়েছেন শোয়েব মালিক ও কাইরন পোলার্ড। মালিক ও পোলার্ড স্বীকৃত টি-টোয়েন্টিতে করেছেন ১২৯৯৩ ও ১২৪৩০ রান।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:
ক্রিস গেইল: ১৪৫৬২
শোয়েব মালিক: ১২৯৯৩
কাইরন পোলার্ড: ১২৪৫৪
বিরাট কোহলি: ১১৯৬৫ *
অ্যালেক্স হেলস: ১১৭৬৪
* ২০২৪-এর ১৪ জানুয়ারি ভারত-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টির আগ পর্যন্ত
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ:
রোহিত শর্মা (ভারত) : ১৪৯ *
পল স্টার্লিং (আয়ারল্যান্ড) : ১৩৪
জর্জ ডকরেল (আয়ারল্যান্ড) : ১২৮
শোয়েব মালিক (পাকিস্তান/আইসিসি) : ১২৪
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) : ১২২
*২০২৪-এর ১৪ জানুয়ারি ভারত-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টির আগ পর্যন্ত

অ্যাডিলেডে জস বাটলারের ছক্কার পর উল্লাসিত ইংল্যান্ড ক্রিকেট দল। বিপরীতে ভারতীয় ক্রিকেটারদের চোখে মুখে একরাশ হতাশা। ঘটনা ২০২২-এর নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের। এই ম্যাচের পর থেকেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে একরকম ব্রাত্য হয়ে পড়েছিলেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনের সামনেই এখন রেকর্ডের হাতছানি।
ভারতের জার্সিতে গত ১৪ মাস কোনো টি-টোয়েন্টি কোহলি-রোহিত খেলেননি ঠিকই, তবে তাঁরা খেলেছেন ২০২৩ আইপিএল। গত বছরের আইপিএলে কোহলি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে খেলেন রোহিত। সেই কোহলি-রোহিত ১৪ মাস পর ডাক পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজে। ১১ জানুয়ারি মোহালিতে আফগানদের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে রোহিত ফেরেন অধিনায়ক হয়েই। যদিও রানের খাতা খুলতে পারেননি ফেরার ম্যাচে। ইন্দোরে আজ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি খেললে এক মাইলফলক অর্জন করবেন রোহিত। প্রথম ব্যাটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৫০তম ম্যাচ খেলবেন তিনি।
রোহিত ফিরলেও কোহলি এখনো ফেরেননি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে। সবকিছু ঠিকঠাক থাকলে ১৪ মাস পর ভারতের হয়ে টি-টোয়েন্টিতে ফিরতে যাচ্ছেন কোহলি। ফেরার ম্যাচেই তিনি দাঁড়িয়ে আছেন এক মাইলফলকের সামনে। ৩৫ রান করলেই স্বীকৃত টি-টোয়েন্টিতে চতুর্থ ব্যাটার হিসেবে ১২ হাজার রান করবেন ভারতীয় এই ব্যাটার, যেখানে ৪০০৮ রান করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি। আইপিএলেও সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে এখন পর্যন্ত তিনি করেছেন ৭২৬৩ রান।
১৪৫৬২ রান করে স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক ক্রিস গেইল। বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে ২২ সেঞ্চুরি করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই বাঁহাতি ব্যাটার। দুই ও তিনে রয়েছেন শোয়েব মালিক ও কাইরন পোলার্ড। মালিক ও পোলার্ড স্বীকৃত টি-টোয়েন্টিতে করেছেন ১২৯৯৩ ও ১২৪৩০ রান।
স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ পাঁচ রান সংগ্রাহক:
ক্রিস গেইল: ১৪৫৬২
শোয়েব মালিক: ১২৯৯৩
কাইরন পোলার্ড: ১২৪৫৪
বিরাট কোহলি: ১১৯৬৫ *
অ্যালেক্স হেলস: ১১৭৬৪
* ২০২৪-এর ১৪ জানুয়ারি ভারত-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টির আগ পর্যন্ত
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ:
রোহিত শর্মা (ভারত) : ১৪৯ *
পল স্টার্লিং (আয়ারল্যান্ড) : ১৩৪
জর্জ ডকরেল (আয়ারল্যান্ড) : ১২৮
শোয়েব মালিক (পাকিস্তান/আইসিসি) : ১২৪
মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড) : ১২২
*২০২৪-এর ১৪ জানুয়ারি ভারত-আফগানিস্তান দ্বিতীয় টি-টোয়েন্টির আগ পর্যন্ত

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৪ ঘণ্টা আগে