
অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এই সংস্করণে ১৬টির বেশি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ।
পূর্বনির্ধারিত ম্যাচগুলো তো আছেই, এর বাইরে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা গত মাসেই নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু জানার বাকি ছিল, তৃতীয় দলটি কে হতে চলেছে। আজ সেটিও নিশ্চিত হয়ে গেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা নিশ্চিত করেছেন, স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে সিরিজটি খেলবে তাঁর দল পাকিস্তান।
রমিজ বলেছেন, ‘সেপ্টেম্বরে পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড। সেটি শেষ করেই আমরা নিউজিল্যান্ডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের আগে ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন খেলোয়াড়েরা সেই সুযোগ পাবে। এই সিরিজ খেলে আমরা বিশ্বকাপের জন্য সঠিক দল বেছে নিতে পারব।’ সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার।’
ত্রিদেশীয় সিরিজের দল চূড়ান্ত হলেও ভেন্যু নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যদিও সম্ভাব্য ভেন্যু হিসেবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের নাম উঠে এসেছে।
সিরিজটি হবে লিগ পদ্ধতিতে। একে-অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে, নাকি পয়েন্ট তালিকা সেরা দল চ্যাম্পিয়ন হবে, সেসব পরে জানা যাবে।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ক্যাম্প করবে বাংলাদেশ। ক্যাম্প চলাকালীন স্থানীয় দল সাউদার্ন রেডব্যাকসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজটি খেলবে।

অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এই সংস্করণে ১৬টির বেশি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ।
পূর্বনির্ধারিত ম্যাচগুলো তো আছেই, এর বাইরে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা গত মাসেই নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু জানার বাকি ছিল, তৃতীয় দলটি কে হতে চলেছে। আজ সেটিও নিশ্চিত হয়ে গেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা নিশ্চিত করেছেন, স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে সিরিজটি খেলবে তাঁর দল পাকিস্তান।
রমিজ বলেছেন, ‘সেপ্টেম্বরে পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড। সেটি শেষ করেই আমরা নিউজিল্যান্ডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের আগে ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন খেলোয়াড়েরা সেই সুযোগ পাবে। এই সিরিজ খেলে আমরা বিশ্বকাপের জন্য সঠিক দল বেছে নিতে পারব।’ সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার।’
ত্রিদেশীয় সিরিজের দল চূড়ান্ত হলেও ভেন্যু নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যদিও সম্ভাব্য ভেন্যু হিসেবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের নাম উঠে এসেছে।
সিরিজটি হবে লিগ পদ্ধতিতে। একে-অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে, নাকি পয়েন্ট তালিকা সেরা দল চ্যাম্পিয়ন হবে, সেসব পরে জানা যাবে।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ক্যাম্প করবে বাংলাদেশ। ক্যাম্প চলাকালীন স্থানীয় দল সাউদার্ন রেডব্যাকসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজটি খেলবে।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে