
অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এই সংস্করণে ১৬টির বেশি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ।
পূর্বনির্ধারিত ম্যাচগুলো তো আছেই, এর বাইরে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা গত মাসেই নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু জানার বাকি ছিল, তৃতীয় দলটি কে হতে চলেছে। আজ সেটিও নিশ্চিত হয়ে গেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা নিশ্চিত করেছেন, স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে সিরিজটি খেলবে তাঁর দল পাকিস্তান।
রমিজ বলেছেন, ‘সেপ্টেম্বরে পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড। সেটি শেষ করেই আমরা নিউজিল্যান্ডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের আগে ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন খেলোয়াড়েরা সেই সুযোগ পাবে। এই সিরিজ খেলে আমরা বিশ্বকাপের জন্য সঠিক দল বেছে নিতে পারব।’ সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার।’
ত্রিদেশীয় সিরিজের দল চূড়ান্ত হলেও ভেন্যু নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যদিও সম্ভাব্য ভেন্যু হিসেবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের নাম উঠে এসেছে।
সিরিজটি হবে লিগ পদ্ধতিতে। একে-অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে, নাকি পয়েন্ট তালিকা সেরা দল চ্যাম্পিয়ন হবে, সেসব পরে জানা যাবে।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ক্যাম্প করবে বাংলাদেশ। ক্যাম্প চলাকালীন স্থানীয় দল সাউদার্ন রেডব্যাকসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজটি খেলবে।

অক্টোবরে অস্ট্রেলিয়ায় বসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। বিশ্বকাপের আগে এই সংস্করণে ১৬টির বেশি ম্যাচ পাচ্ছে বাংলাদেশ।
পূর্বনির্ধারিত ম্যাচগুলো তো আছেই, এর বাইরে বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে নিউজিল্যান্ডে একটি ত্রিদেশীয় সিরিজ খেলার কথা গত মাসেই নিশ্চিত করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুধু জানার বাকি ছিল, তৃতীয় দলটি কে হতে চলেছে। আজ সেটিও নিশ্চিত হয়ে গেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা নিশ্চিত করেছেন, স্বাগতিক নিউজিল্যান্ড ও বাংলাদেশের সঙ্গে সিরিজটি খেলবে তাঁর দল পাকিস্তান।
রমিজ বলেছেন, ‘সেপ্টেম্বরে পাকিস্তান সফরে আসবে ইংল্যান্ড। সেটি শেষ করেই আমরা নিউজিল্যান্ডে সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বকাপের আগে ওই কন্ডিশনে দলকে আরও বেশি ম্যাচ খেলাতে চেয়েছিলাম। এখন খেলোয়াড়েরা সেই সুযোগ পাবে। এই সিরিজ খেলে আমরা বিশ্বকাপের জন্য সঠিক দল বেছে নিতে পারব।’ সুযোগ পাবে নিজেদের ঠিক রসায়ন খুঁজে বের করার।’
ত্রিদেশীয় সিরিজের দল চূড়ান্ত হলেও ভেন্যু নিশ্চিত করেনি নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। যদিও সম্ভাব্য ভেন্যু হিসেবে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালের নাম উঠে এসেছে।
সিরিজটি হবে লিগ পদ্ধতিতে। একে-অপরের বিপক্ষে দুটি করে ম্যাচ খেলবে দলগুলো। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে, নাকি পয়েন্ট তালিকা সেরা দল চ্যাম্পিয়ন হবে, সেসব পরে জানা যাবে।
বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে ক্যাম্প করবে বাংলাদেশ। ক্যাম্প চলাকালীন স্থানীয় দল সাউদার্ন রেডব্যাকসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। সেখান থেকে প্রতিবেশী দেশ নিউজিল্যান্ডে গিয়ে ত্রিদেশীয় সিরিজটি খেলবে।

সিলেট টাইটানস কিংবা রাজশাহী ওয়ারিয়র্স–উভয় দলই আগেই প্লে অফ নিশ্চিত করেছে। তাই দুদলের মধ্যকার আজকের ম্যাচটি ছিল টেবিলের শীর্ষস্থান দখলের লড়াই। সে লড়াইয়ে মেহেদি হাসান মিরাজের দলকে ৫ রানে হারিয়েছে রাজশাহী।
৯ ঘণ্টা আগে
টানা ২ জয়ে প্লে অফের আশা টিকিয়ে রেখেছিল নোয়াখালী এক্সপ্রেস। কিন্তু এরপরই বিপিএল ছেড়ে চলে যান মোহাম্মদ নবি। আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি নিজেদের জন্য অনেক বড় ক্ষতির কারণ বলে মনে করছেন নোয়াখালীর অধিনায়ক হায়দার আলী।
৯ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে আছেন শরিফুল ইসলাম। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতে উইকেট শিকারীদের তালিকার শীর্ষে আছেন তিনি। চট্টগ্রাম রয়্যালসের এই বাঁ হাতি পেসার জানালেন, ব্যক্তিগত ডাটা অ্যানালিস্ট রাহুলের সঙ্গে কাজ করে এবারের বিপিএলে সফল তিনি।
১০ ঘণ্টা আগে
ক্রিকেটারদের নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলামের একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে গত তিন দিন ধরে নতুন বিবাদ শুরু হয়েছে ক্রিকেট পাড়ায়। এমন মন্তব্যের জেরে অনেক ক্ষতি হয়েছে বলে মনে করেন বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহ
১১ ঘণ্টা আগে