
ঢাকা: আরও একটি অসহায় আত্মসমাপর্ণ বাংলাদেশ দলের। পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ২০৯ রানে হেরেছেন মুমিনুলরা। বাংলাদেশ সিরিজটা হেরেছে ১–০ ব্যবধানে। এই টেস্ট দিয়ে শেষ বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত খেলা বাংলাদেশ কেন দ্বিতীয় টেস্টে পথ হারিয়ে ফেলেছে, সে ব্যাখ্যায় অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, টস হারাটাই তাঁদের পিছিয়ে দিয়েছে অনেক।
দিনের তৃতীয় ওভারে প্রবীণ জয়বিক্রমের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লিটন দাস (১৭)। লঙ্কান ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মধ্যে মিরাজ যা একটু খেলেছিলেন। মিরাজ আউট হওয়ার পর বাংলাদেশের পরাজয় হয়ে সময়ের ব্যাপার দাঁড়ায়। এভাবে অসহায় আত্মসমাপর্ণের ব্যাখ্যায় মুমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশ আর শ্রীলঙ্কার আবহাওয়া প্রায় একই, যা একটু পার্থক্য আর্দ্রতায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে টস। ম্যাচের অর্ধেকটা নির্ধারণ করে দিয়েছে টসই ।’
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসানও ভালো শুরু এনে দিয়েছিলেন। দুজনের ওপেনিং জুটিতে এসেছিল ৯৮ রান। ৩৭ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। মুমিনুল এই ব্যাটিং ব্যর্থতার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘আন্তর্জাতিক ম্যাচ খেলতে হলে আপনাকে চাপ নিতে হবে। প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয়েই ম্যাচটা হেরে গিয়েছি। আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।’

ঢাকা: আরও একটি অসহায় আত্মসমাপর্ণ বাংলাদেশ দলের। পাল্লেকেলেতে সিরিজের দ্বিতীয় টেস্টে ২০৯ রানে হেরেছেন মুমিনুলরা। বাংলাদেশ সিরিজটা হেরেছে ১–০ ব্যবধানে। এই টেস্ট দিয়ে শেষ বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ। পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত খেলা বাংলাদেশ কেন দ্বিতীয় টেস্টে পথ হারিয়ে ফেলেছে, সে ব্যাখ্যায় অধিনায়ক মুমিনুল হক জানিয়েছেন, টস হারাটাই তাঁদের পিছিয়ে দিয়েছে অনেক।
দিনের তৃতীয় ওভারে প্রবীণ জয়বিক্রমের বলে এলবিডব্লুর ফাঁদে পড়েন আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান লিটন দাস (১৭)। লঙ্কান ঘূর্ণিতে নিয়মিত বিরতিতে উইকেট হারানোর মধ্যে মিরাজ যা একটু খেলেছিলেন। মিরাজ আউট হওয়ার পর বাংলাদেশের পরাজয় হয়ে সময়ের ব্যাপার দাঁড়ায়। এভাবে অসহায় আত্মসমাপর্ণের ব্যাখ্যায় মুমিনুল হক বলেছেন, ‘বাংলাদেশ আর শ্রীলঙ্কার আবহাওয়া প্রায় একই, যা একটু পার্থক্য আর্দ্রতায়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে টস। ম্যাচের অর্ধেকটা নির্ধারণ করে দিয়েছে টসই ।’
শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৭ উইকেটে ৪৯৩ রান তুলে ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসে বাংলাদেশের দুই ওপেনার তামিম ইকবাল ও সাইফ হাসানও ভালো শুরু এনে দিয়েছিলেন। দুজনের ওপেনিং জুটিতে এসেছিল ৯৮ রান। ৩৭ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৫১ রানে অলআউট হয় বাংলাদেশ। মুমিনুল এই ব্যাটিং ব্যর্থতার ব্যাখ্যা দিয়েছেন এভাবে, ‘আন্তর্জাতিক ম্যাচ খেলতে হলে আপনাকে চাপ নিতে হবে। প্রথম ইনিংসে ২৫১ রানে অলআউট হয়েই ম্যাচটা হেরে গিয়েছি। আরও ভালো ব্যাটিং করা উচিত ছিল।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে