
কদিন আগেই বাবর আজমকে প্রশংসায় ভাসিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছিলেন, তিন সংস্করণেই শীর্ষে ওঠার সুযোগ আছে বাবরের। পাকিস্তান অধিনায়ক নিজেও এবার জানালেন, তিন সংস্করণে এক নম্বর হওয়া তাঁর স্বপ্ন।
বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে এক নম্বর ব্যাটার বাবর। কিন্তু এই দুই সংস্করণই নয়, ক্রিকেটের সব ফরম্যাটেই শীর্ষে ওঠার লক্ষ্য তাঁর, ‘একজন ক্রিকেটার হিসেবে সব সংস্করণে এক নম্বর হওয়া, আমার স্বপ্ন। এ জন্য লক্ষ্যে স্থির থাকা এবং কঠিন পরিশ্রম করতে হবে। এমন নয়, যদি আপনি এক বা দুই ফরম্যাটের শীর্ষে থাকেন, সহজে এগিয়ে যেতে পারবেন।’
তিন সংস্করণে সেরা হতে চাইলে, ফিট থাকা সবচেয়ে বেশি জরুরি। বাবরও তাই মনে করেন। তিনি বলেন, ‘সব সংস্করণে এক নম্বর হতে হলে, নিজেকে ফিট ও সঠিক পথে রাখতে হবে। সামনে অনেক ম্যাচ আছে। বিরতি থাকে খুব সামান্য। এ জন্য, অনেক বেশি ফিট থাকতে হয়।’
বাবরের মধ্যে সব সংস্করণেই সেরা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন কার্তিক। কদিন আগে শুভকামনাও জানিয়ে কার্তিক বলেছিলেন, ‘বাবরের শতভাগ সুযোগ আছে তিন সংস্করণে শীর্ষে ওঠার। সে উঁচু মানের একজন ক্রিকেটার, যে নিজের ব্যাটিং দক্ষতা দিয়েই অন্য দুই সংস্করণে শীর্ষে উঠেছে। তিন ফরম্যাটের ক্রিকেটেই সে অবিশ্বাস্য এবং যেকোনো পজিশনেই খেলতে পারে। তার মধ্যে সম্ভাবনা আছে এবং তাকে শুভকামনা জানাচ্ছি।’
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

কদিন আগেই বাবর আজমকে প্রশংসায় ভাসিয়েছিলেন দীনেশ কার্তিক। ভারতীয় এই উইকেটরক্ষক ব্যাটার জানিয়েছিলেন, তিন সংস্করণেই শীর্ষে ওঠার সুযোগ আছে বাবরের। পাকিস্তান অধিনায়ক নিজেও এবার জানালেন, তিন সংস্করণে এক নম্বর হওয়া তাঁর স্বপ্ন।
বর্তমানে ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণে এক নম্বর ব্যাটার বাবর। কিন্তু এই দুই সংস্করণই নয়, ক্রিকেটের সব ফরম্যাটেই শীর্ষে ওঠার লক্ষ্য তাঁর, ‘একজন ক্রিকেটার হিসেবে সব সংস্করণে এক নম্বর হওয়া, আমার স্বপ্ন। এ জন্য লক্ষ্যে স্থির থাকা এবং কঠিন পরিশ্রম করতে হবে। এমন নয়, যদি আপনি এক বা দুই ফরম্যাটের শীর্ষে থাকেন, সহজে এগিয়ে যেতে পারবেন।’
তিন সংস্করণে সেরা হতে চাইলে, ফিট থাকা সবচেয়ে বেশি জরুরি। বাবরও তাই মনে করেন। তিনি বলেন, ‘সব সংস্করণে এক নম্বর হতে হলে, নিজেকে ফিট ও সঠিক পথে রাখতে হবে। সামনে অনেক ম্যাচ আছে। বিরতি থাকে খুব সামান্য। এ জন্য, অনেক বেশি ফিট থাকতে হয়।’
বাবরের মধ্যে সব সংস্করণেই সেরা হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন কার্তিক। কদিন আগে শুভকামনাও জানিয়ে কার্তিক বলেছিলেন, ‘বাবরের শতভাগ সুযোগ আছে তিন সংস্করণে শীর্ষে ওঠার। সে উঁচু মানের একজন ক্রিকেটার, যে নিজের ব্যাটিং দক্ষতা দিয়েই অন্য দুই সংস্করণে শীর্ষে উঠেছে। তিন ফরম্যাটের ক্রিকেটেই সে অবিশ্বাস্য এবং যেকোনো পজিশনেই খেলতে পারে। তার মধ্যে সম্ভাবনা আছে এবং তাকে শুভকামনা জানাচ্ছি।’
খেলা সম্পর্কিত আরও পড়ুন:

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
১ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
৩ ঘণ্টা আগে