
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই মোস্তাফিজুর রহমানের থাকা ছিল একরকম নিশ্চিত। আজ সকালে চার্টার্ড ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। হয়তো দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আজই খেলতে নামবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
নিজের ফেসবুক পেজে ভারতে যাওয়ার ছবি পোস্ট করেছেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি এই পেসার লিখেছেন, ‘২০২৩ আইপিএল খেলতে ভারতে যাচ্ছি। দিল্লি ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে আর তর সইছে না।’ আর দিল্লির আইপিএল মিশন শুরু হবে আজই। বাংলাদেশ সময় রাত ৮টায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে খেলবে দিল্লি। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।
দিল্লির একাদশে বিদেশি পেসার আছেন মোস্তাফিজ, লুঙ্গি এনগিদি ও অ্যানরিখ নরকিয়া। দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজ চলায় শুরুতেই নরকীয়াকে পাওয়া যাবে না। এমনকি এনগিদিও আছেন নেদারল্যান্ডস সিরিজের দলে। এ ছাড়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে আরও আছেন ডেভিড ওয়ার্নার, রোভম্যান পাওয়েল, মিচেল মার্শ ও রাইলি রুশো। যেখানে দিল্লির অধিনায়ক ওয়ার্নার। তাছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন মার্শ। যদিও কয়েক বছর মার্শ খেলছেন ব্যাটার হিসেবে। আর রুশো, পাওয়েল এই মুহূর্তে টি-টোয়েন্টির অন্যতম হটকেক। দিল্লির একাদশে সুযোগ পাওয়া মোস্তাফিজের নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। তবে টসের পর একাদশ দেওয়া, ইমপ্যাক্ট প্লেয়ার নীতি-আইপিএলের নতুন এই নিয়মগুলো হয়তো বাংলাদেশের এই বাঁহাতি পেসারের সুযোগ করে দিতে পারে।
২০১৬ থেকে ২০২২ সময়ে মোস্তাফিজ আইপিএলে খেলেছেন ৪৬ ম্যাচ। ৭.৮০ ইকোনমিতে নিয়েছেন ৪৬ উইকেট।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শুরু থেকেই মোস্তাফিজুর রহমানের থাকা ছিল একরকম নিশ্চিত। আজ সকালে চার্টার্ড ফ্লাইটে ভারতের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। হয়তো দিল্লি ক্যাপিটালসের জার্সিতে আজই খেলতে নামবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার।
নিজের ফেসবুক পেজে ভারতে যাওয়ার ছবি পোস্ট করেছেন মোস্তাফিজ। বাংলাদেশের বাঁহাতি এই পেসার লিখেছেন, ‘২০২৩ আইপিএল খেলতে ভারতে যাচ্ছি। দিল্লি ক্যাপিটালস পরিবারের সঙ্গে যোগ দিতে আর তর সইছে না।’ আর দিল্লির আইপিএল মিশন শুরু হবে আজই। বাংলাদেশ সময় রাত ৮টায় লক্ষ্ণৌ সুপার জায়ান্টের বিপক্ষে খেলবে দিল্লি। সে ম্যাচের আগেই দলের সঙ্গে যোগ দেবেন মোস্তাফিজ।
দিল্লির একাদশে বিদেশি পেসার আছেন মোস্তাফিজ, লুঙ্গি এনগিদি ও অ্যানরিখ নরকিয়া। দক্ষিণ আফ্রিকা-নেদারল্যান্ডস ওয়ানডে সিরিজ চলায় শুরুতেই নরকীয়াকে পাওয়া যাবে না। এমনকি এনগিদিও আছেন নেদারল্যান্ডস সিরিজের দলে। এ ছাড়া বিদেশি খেলোয়াড়দের মধ্যে আরও আছেন ডেভিড ওয়ার্নার, রোভম্যান পাওয়েল, মিচেল মার্শ ও রাইলি রুশো। যেখানে দিল্লির অধিনায়ক ওয়ার্নার। তাছাড়া পেস বোলিং অলরাউন্ডার হিসেবে আছেন মার্শ। যদিও কয়েক বছর মার্শ খেলছেন ব্যাটার হিসেবে। আর রুশো, পাওয়েল এই মুহূর্তে টি-টোয়েন্টির অন্যতম হটকেক। দিল্লির একাদশে সুযোগ পাওয়া মোস্তাফিজের নির্ভর করছে অনেক যদি কিন্তুর ওপর। তবে টসের পর একাদশ দেওয়া, ইমপ্যাক্ট প্লেয়ার নীতি-আইপিএলের নতুন এই নিয়মগুলো হয়তো বাংলাদেশের এই বাঁহাতি পেসারের সুযোগ করে দিতে পারে।
২০১৬ থেকে ২০২২ সময়ে মোস্তাফিজ আইপিএলে খেলেছেন ৪৬ ম্যাচ। ৭.৮০ ইকোনমিতে নিয়েছেন ৪৬ উইকেট।

৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৪ মিনিট আগে
মোহাম্মদ নবি তাঁর বাড়িতে টিভি সেটের সামনে বসে আছেন কি না জানা নেই। যদি সত্যিই টিভি সেটের সামনে থাকেন, তাহলে এই মুহূর্তে তাঁর চেয়ে বেশি খুশি আর কেউ হবেন না। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ তাঁর ছেলে করেছেন সেঞ্চুরি।
৪২ মিনিট আগে
জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
২ ঘণ্টা আগে