
হিউস্টনে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হারের পরই তুমুল সমালোচনা বাংলাদেশ দলকে নিয়ে। একই মাঠে গত রাতে সিরিজও খুইয়েছেন নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের টানা ব্যর্থতায় সামাজিক মাধ্যম যথারীতি ভরে উঠেছে ব্যঙ্গ-বিদ্রুপে। তাতে আছে ইমরুল কায়েসের একটি রহস্যময় পোস্টও।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গত রাতে হিউস্টনে সমতায় ফেরার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের কাছে। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ তিন ওভারে বাংলাদেশের দরকার ছিল ২১ রান। হাতে তখনো ছিল ৪ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ৬ রানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। শান্তদের এমন হার যে অবাক করে দিয়েছে ভক্ত-সমর্থকসহ ইমরুলকেও। ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ইমরুল। কোনো কিছু না লিখে কয়েকটি ইমোজিতে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। দিয়েছেন চুপ থাকা ও ক্ষমা প্রকাশের ইমোজি। বাংলাদেশ সময় রাত ১২টা ৩৯ মিনিটে পোস্ট দেওয়ার পর সকাল ৯টা ৪৩ মিনিট পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে ১ লাখেরও বেশি। ১৮ হাজারেরও বেশি মন্তব্য এসেছে। স্বাভাবিকভাবেই সেখানে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের তির্যক মন্তব্য ছিল বেশি। শেয়ার হয়েছে ৭ হাজারেরও বেশি।
যুক্তরাষ্ট্রের কাছে হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। এই সিরিজের পরই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এমন হারে হতাশা প্রকাশ করেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা মিডল ওভারে উইকেট হারিয়েছি। এ কারণেই আমার মতে ম্যাচটা আমরা হেরে গেছি। স্কিলে সমস্যা নেই। মানসিকতা অবশ্যই বদলানো দরকার। গত দুই ম্যাচে ভালো খেলিনি।’
আরও পড়ুন:

হিউস্টনে যুক্তরাষ্ট্রের কাছে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ হারের পরই তুমুল সমালোচনা বাংলাদেশ দলকে নিয়ে। একই মাঠে গত রাতে সিরিজও খুইয়েছেন নাজমুল হোসেন শান্তরা। বাংলাদেশের টানা ব্যর্থতায় সামাজিক মাধ্যম যথারীতি ভরে উঠেছে ব্যঙ্গ-বিদ্রুপে। তাতে আছে ইমরুল কায়েসের একটি রহস্যময় পোস্টও।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গত রাতে হিউস্টনে সমতায় ফেরার দারুণ সুযোগ ছিল বাংলাদেশের কাছে। যুক্তরাষ্ট্রের দেওয়া ১৪৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শেষ তিন ওভারে বাংলাদেশের দরকার ছিল ২১ রান। হাতে তখনো ছিল ৪ উইকেট। সেখান থেকে অবিশ্বাস্যভাবে ৬ রানে ম্যাচটি হেরে যায় বাংলাদেশ। শান্তদের এমন হার যে অবাক করে দিয়েছে ভক্ত-সমর্থকসহ ইমরুলকেও। ম্যাচ শেষ হওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়েছেন ইমরুল। কোনো কিছু না লিখে কয়েকটি ইমোজিতে নিজের অভিব্যক্তি প্রকাশ করেছেন। দিয়েছেন চুপ থাকা ও ক্ষমা প্রকাশের ইমোজি। বাংলাদেশ সময় রাত ১২টা ৩৯ মিনিটে পোস্ট দেওয়ার পর সকাল ৯টা ৪৩ মিনিট পর্যন্ত রিঅ্যাকশন পড়েছে ১ লাখেরও বেশি। ১৮ হাজারেরও বেশি মন্তব্য এসেছে। স্বাভাবিকভাবেই সেখানে বাংলাদেশের ভক্ত-সমর্থকদের তির্যক মন্তব্য ছিল বেশি। শেয়ার হয়েছে ৭ হাজারেরও বেশি।
যুক্তরাষ্ট্রের কাছে হেরে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসেবে হারের সেঞ্চুরি পূর্ণ করে বাংলাদেশ। বাংলাদেশের সামনে এখন যুক্তরাষ্ট্রের বিপক্ষে ধবলধোলাই এড়ানোর চ্যালেঞ্জ। এই সিরিজের পরই বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। বিশ্বকাপের আগে এমন হারে হতাশা প্রকাশ করেন শান্ত। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘এটা খুবই হতাশাজনক। আমরা মিডল ওভারে উইকেট হারিয়েছি। এ কারণেই আমার মতে ম্যাচটা আমরা হেরে গেছি। স্কিলে সমস্যা নেই। মানসিকতা অবশ্যই বদলানো দরকার। গত দুই ম্যাচে ভালো খেলিনি।’
আরও পড়ুন:

জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছে বাংলাদেশ। নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেসেখেলে জিতেছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ।
২৪ মিনিট আগে
বুলাওয়েতে গতকাল বিকেলে টসের সময় হাত মেলাননি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জাওয়াদ আবরার ও ভারতীয় অধিনায়ক আয়ুশ মাত্রে করমর্দন করেননি। সামাজিক মাধ্যমে মুহূর্তেই সেই ঘটনা ছড়িয়ে পড়ে। অনেকেই তখন গত বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের ‘নো হ্যান্ডশেক’ ঘটনার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন।
১ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর নামের পাশে যুক্ত হতে পারত আরও একটি গোল। ১০০০ গোলের যে মিশনে তিনি নেমেছেন, তাতে এগিয়ে যেতে পারতেন আরও এক ধাপ। আল শাবাবের রক্ষণভাগে তিনি পৌঁছেও গিয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত গোলটা তিনি করতে পারেননি।
২ ঘণ্টা আগে
ভারত-নিউজিল্যান্ড তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়। ইন্দোরে আজ বাংলাদেশ সময় বেলা ২টায় শুরু হবে ভারত-নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় ওয়ানডে। আজ শেষ হবে বিপিএলের লিগ পর্ব। মিরপুরে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে রংপুর রাইডার্স-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
২ ঘণ্টা আগে