নিজস্ব প্রতিবেদক

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের ম্যাচে ম্যাচসেরা মাহমুদউল্লাহ রিয়াদ হলেও এই ম্যাচে আসল জয়ের নায়ক মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের আজকের ম্যাচের বোলিং ফিগার– ৪–০–৯–০। উইকেট না পেলেও তাঁর দুর্দান্ত বোলিংয়ের কোনো জবাব ছিল না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কাছে।
শেষ ১২ বলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৩ রান। হাতে তখন ৬ উইকেট। ১৯তম ওভারে বোলিং করতে আসেন মোস্তাফিজ। এই ওভারে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দেন তিনি। দুই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যান ক্রিস্টিয়ান ও অ্যালেক্স ক্যারি মিলে মোস্তাফিজের এই ওভার থেকে নিতে পারেন মাত্র ১ রান। পাঁচ বল ডট দেন অ্যালেক্স ক্যারি। পুরো ম্যাচেই মোস্তাফিজের বলে রান করতে এমন খাবি খেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।
এর আগে অবশ্য ম্যাচটা অস্ট্রেলিয়ার দিকেই হেলে ছিল। শেষ চার ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩৮ রান। ১৭তম ওভারে এসে বাংলাদেশকে ম্যাচে ফেরান মোস্তাফিজ। এই ওভারে দেন মাত্র ৪ রান। গত কদিনে অস্ট্রেলিয়ানদের বেশ প্রশংসাই পেয়েছেন মোস্তাফিজ। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমেও তাঁকে নিয়ে মাতামাতি। আজ যেন সব ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ। চার ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন। ২৪ বলের ১৫টিই ডট দিয়েছেন। উইকেট ছাড়া এই ম্যাচ জয়ে সবকিছুই করেছেন মোস্তাফিজ।
অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পৌঁছার পর ওয়েডদের চিন্তার বিশাল অংশজুড়ে ছিল বাংলাদেশের স্পিন। কিন্তু দ্বিতীয় ম্যাচের পর অজিদের মাথা ব্যথার আসল কারণ হয়ে ওঠেন মোস্তাফিজই। প্রথম দুই ম্যাচে ৪৮ বলের মধ্যে ৪৬টাই স্লোয়ার দেওয়া মোস্তাফিজকে নিয়ে তাই গত কদিন বেশি কথা বলেছে অস্ট্রেলিয়ানরা। কিন্তু মোস্তাফিজ রহস্যের কোনো সমাধান যে তারা করতে পারেনি সেটি আজকের ম্যাচে আরেকবার প্রমাণ হলো। ম্যাচ শেষে মোস্তফিজকে নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘মোস্তাফিজ আরও একবার দুর্দান্ত বল করেছে। আজ সে আরও দুর্দান্ত ছিল।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতেছে বাংলাদেশ। সিরিজ জয়ের ম্যাচে ম্যাচসেরা মাহমুদউল্লাহ রিয়াদ হলেও এই ম্যাচে আসল জয়ের নায়ক মোস্তাফিজুর রহমান। এই বাঁহাতি পেসারের আজকের ম্যাচের বোলিং ফিগার– ৪–০–৯–০। উইকেট না পেলেও তাঁর দুর্দান্ত বোলিংয়ের কোনো জবাব ছিল না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের কাছে।
শেষ ১২ বলে অস্ট্রেলিয়ার দরকার ছিল ২৩ রান। হাতে তখন ৬ উইকেট। ১৯তম ওভারে বোলিং করতে আসেন মোস্তাফিজ। এই ওভারে ম্যাচের মোড়টাই ঘুরিয়ে দেন তিনি। দুই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান ড্যান ক্রিস্টিয়ান ও অ্যালেক্স ক্যারি মিলে মোস্তাফিজের এই ওভার থেকে নিতে পারেন মাত্র ১ রান। পাঁচ বল ডট দেন অ্যালেক্স ক্যারি। পুরো ম্যাচেই মোস্তাফিজের বলে রান করতে এমন খাবি খেয়েছেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানরা।
এর আগে অবশ্য ম্যাচটা অস্ট্রেলিয়ার দিকেই হেলে ছিল। শেষ চার ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ৩৮ রান। ১৭তম ওভারে এসে বাংলাদেশকে ম্যাচে ফেরান মোস্তাফিজ। এই ওভারে দেন মাত্র ৪ রান। গত কদিনে অস্ট্রেলিয়ানদের বেশ প্রশংসাই পেয়েছেন মোস্তাফিজ। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমেও তাঁকে নিয়ে মাতামাতি। আজ যেন সব ছাড়িয়ে গেলেন মোস্তাফিজ। চার ওভার বল করে মাত্র ৯ রান দিয়েছেন। ২৪ বলের ১৫টিই ডট দিয়েছেন। উইকেট ছাড়া এই ম্যাচ জয়ে সবকিছুই করেছেন মোস্তাফিজ।
অস্ট্রেলিয়া দল বাংলাদেশে পৌঁছার পর ওয়েডদের চিন্তার বিশাল অংশজুড়ে ছিল বাংলাদেশের স্পিন। কিন্তু দ্বিতীয় ম্যাচের পর অজিদের মাথা ব্যথার আসল কারণ হয়ে ওঠেন মোস্তাফিজই। প্রথম দুই ম্যাচে ৪৮ বলের মধ্যে ৪৬টাই স্লোয়ার দেওয়া মোস্তাফিজকে নিয়ে তাই গত কদিন বেশি কথা বলেছে অস্ট্রেলিয়ানরা। কিন্তু মোস্তাফিজ রহস্যের কোনো সমাধান যে তারা করতে পারেনি সেটি আজকের ম্যাচে আরেকবার প্রমাণ হলো। ম্যাচ শেষে মোস্তফিজকে নিয়ে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, ‘মোস্তাফিজ আরও একবার দুর্দান্ত বল করেছে। আজ সে আরও দুর্দান্ত ছিল।’

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
২২ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
৩৬ মিনিট আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
২ ঘণ্টা আগে