ক্রীড়া ডেস্ক

আইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির শীর্ষ দল ভারত। আরব আমিরাতের অবস্থান ১৫ নম্বরে। এশিয়া কাপে আজ দুই দলের ম্যাচটি তাই অসম লড়াইয়ের।
তবে মাঠের লড়াই শুরুর আগে ‘যে কাউকে হারিয়ে দেওয়া’র আত্মবিশ্বাস আরব আমিরাতের। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, কয়েক মাস ধরেই কঠোর পরিশ্রম করেছেন তাঁরা। খেলাটা যেহেতু টি-টোয়েন্টি, এই সংস্করণে, ‘যেকোনো দলকে হারিয়ে দিতে পারি আমরা।’
আইসিসির সহযোগী সদস্যদেশ হলেও সংযুক্ত আরব আমিরাত এই সংস্করণে আইসিসির পূর্ণ সদস্য তিন দেশ আফগানিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারিয়েছে। একাধিকবার হারিয়েছে আফগানিস্তান ও বাংলাদেশকে। এবার এই তালিকায় এশিয়ার অন্যতম দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তানের নামটাও যোগ করতে চান ওয়াসিম। তিনি বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভারত কিংবা পাকিস্তানকেও হারিয়ে অঘটন ঘটাতে পারি।’
অঘটন ঘটানোর ক্ষমতা কতটা রাখে আরব আমিরাত, তারই বড় একটা পরীক্ষা হয়ে যাবে আজ। ভারত একে তো ফেবারিট, তার ওপর দুর্দান্ত ছন্দে আছে তারা। সূর্যকুমার যাদব, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা—সবাই একেকজন ম্যাচ উইনার। তাঁদের নিয়ে ভারত গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২৭টি ম্যাচ খেলেছে, যার ২৪টিতেই জিতেছে তারা। হার মাত্র ৩টি।
তাই ভারতের বিপক্ষে জিততে চাইলে শুধু নিজেদের সেরা খেলাটাই আরব আমিরাত খেললে হবে না, ভারতীয় দলকেও খেলতে হবে তাদের সবচেয়ে বাজে খেলাটা। আমিরাতের কোচও অবশ্য ভারতীয়—লালচাঁদ রাজপুত। ভারতীয় দল সম্পর্কে তাঁর ভালো জানা। এই দলকে হারাতে হলে কী করতে হবে, সেটাও তাঁর অজানা নয়। পরিকল্পনা কাজে লাগিয়ে যদি ভারতকে সত্যিই হারিয়ে দেয় আমিরাত, তবে সেটি হবে বছরের তো বটেই, টি-টোয়েন্টি ইতিহাসেরই অন্যতম বড় অঘটন!
দুবাইয়ের পিচ চিরাচরিতভাবে মন্থর প্রকৃতির। এ বছরের শুরুতে ভারত যখন চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলেছিল দুবাইয়ে, তখন তারা একাদশ সাজিয়েছিল চার স্পিনার নিয়ে। তবে এখানে এশিয়া কাপের ম্যাচগুলো তুলনামূলকভাবে নতুন ও প্রাণবন্ত উইকেটেই হওয়ার সম্ভাবনা। যে কারণে জসপ্রীত বুমরার সঙ্গে ভারতীয় দলে দেখা যেতে পারে দ্বিতীয় পেসারও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র একবারই ভারতের মুখোমুখি হয়েছে আরব আমিরাত। ২০১৬ সালের এশিয়া কাপের সেই ম্যাচে ৯ উইকেটে হেরেছিল আরব আমিরাত। এবার ঘুরে দাঁড়াতে পারবে আরব আমিরাত?

আইসিসি র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির শীর্ষ দল ভারত। আরব আমিরাতের অবস্থান ১৫ নম্বরে। এশিয়া কাপে আজ দুই দলের ম্যাচটি তাই অসম লড়াইয়ের।
তবে মাঠের লড়াই শুরুর আগে ‘যে কাউকে হারিয়ে দেওয়া’র আত্মবিশ্বাস আরব আমিরাতের। অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম বলেন, কয়েক মাস ধরেই কঠোর পরিশ্রম করেছেন তাঁরা। খেলাটা যেহেতু টি-টোয়েন্টি, এই সংস্করণে, ‘যেকোনো দলকে হারিয়ে দিতে পারি আমরা।’
আইসিসির সহযোগী সদস্যদেশ হলেও সংযুক্ত আরব আমিরাত এই সংস্করণে আইসিসির পূর্ণ সদস্য তিন দেশ আফগানিস্তান, বাংলাদেশ ও নিউজিল্যান্ডকে হারিয়েছে। একাধিকবার হারিয়েছে আফগানিস্তান ও বাংলাদেশকে। এবার এই তালিকায় এশিয়ার অন্যতম দুই ক্রিকেট পরাশক্তি ভারত-পাকিস্তানের নামটাও যোগ করতে চান ওয়াসিম। তিনি বলেন, ‘পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভারত কিংবা পাকিস্তানকেও হারিয়ে অঘটন ঘটাতে পারি।’
অঘটন ঘটানোর ক্ষমতা কতটা রাখে আরব আমিরাত, তারই বড় একটা পরীক্ষা হয়ে যাবে আজ। ভারত একে তো ফেবারিট, তার ওপর দুর্দান্ত ছন্দে আছে তারা। সূর্যকুমার যাদব, শুবমান গিল, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা—সবাই একেকজন ম্যাচ উইনার। তাঁদের নিয়ে ভারত গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ২৭টি ম্যাচ খেলেছে, যার ২৪টিতেই জিতেছে তারা। হার মাত্র ৩টি।
তাই ভারতের বিপক্ষে জিততে চাইলে শুধু নিজেদের সেরা খেলাটাই আরব আমিরাত খেললে হবে না, ভারতীয় দলকেও খেলতে হবে তাদের সবচেয়ে বাজে খেলাটা। আমিরাতের কোচও অবশ্য ভারতীয়—লালচাঁদ রাজপুত। ভারতীয় দল সম্পর্কে তাঁর ভালো জানা। এই দলকে হারাতে হলে কী করতে হবে, সেটাও তাঁর অজানা নয়। পরিকল্পনা কাজে লাগিয়ে যদি ভারতকে সত্যিই হারিয়ে দেয় আমিরাত, তবে সেটি হবে বছরের তো বটেই, টি-টোয়েন্টি ইতিহাসেরই অন্যতম বড় অঘটন!
দুবাইয়ের পিচ চিরাচরিতভাবে মন্থর প্রকৃতির। এ বছরের শুরুতে ভারত যখন চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচ খেলেছিল দুবাইয়ে, তখন তারা একাদশ সাজিয়েছিল চার স্পিনার নিয়ে। তবে এখানে এশিয়া কাপের ম্যাচগুলো তুলনামূলকভাবে নতুন ও প্রাণবন্ত উইকেটেই হওয়ার সম্ভাবনা। যে কারণে জসপ্রীত বুমরার সঙ্গে ভারতীয় দলে দেখা যেতে পারে দ্বিতীয় পেসারও।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মাত্র একবারই ভারতের মুখোমুখি হয়েছে আরব আমিরাত। ২০১৬ সালের এশিয়া কাপের সেই ম্যাচে ৯ উইকেটে হেরেছিল আরব আমিরাত। এবার ঘুরে দাঁড়াতে পারবে আরব আমিরাত?

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১২ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১২ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৭ ঘণ্টা আগে