Ajker Patrika

বিশ্বকাপে রেকর্ড গড়া রাচিন পেলেন মাসসেরার পুরস্কার 

বিশ্বকাপে রেকর্ড গড়া রাচিন পেলেন মাসসেরার পুরস্কার 

২০২৩ বিশ্বকাপ রাচিন রবীন্দ্র রাঙাচ্ছেন নিজের মতো করে। প্রথমবারের মতো খেলতে এসে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। সেটারই পুরস্কার হিসেবে রাচিন হয়েছেন আইসিসির ২০২৩ এর অক্টোবর মাসের সেরা ক্রিকেটার। 

এবারের বিশ্বকাপে এরই মধ্যে ৯ ম্যাচ খেলে ফেলেছেন রাচিন। ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ৫৬৫ রান। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে তিন সেঞ্চুরির কীর্তি গড়েছেন। ২৫ বছর পূর্ণ হওয়ার আগে নির্দিষ্ট কোনো বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেলেছেন। কুইন্টন ডি কক ও জসপ্রীত বুমরাকে টপকে অক্টোবরের সেরা ক্রিকেটার হয়েছেন রাচিন। যেখানে গত মাসে রাচিন, ডি কক ও বুমরা পাল্লা দিয়ে পারফর্ম করেছেন। ৮১.২০ গড় ও ১০৭.৬৯ স্ট্রাইক রেটে অক্টোবরে রাচিন করেন ৪০৬ রান। দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছিলেন তিনি। আর ডি কক ৬ ওয়ানডেতে ৩ সেঞ্চুরিতে ৪৩১ রান করে অক্টোবরে এই সংস্করণে সর্বোচ্চ রান করেন। বুমরা ৬ ওয়ানডেতে গত মাসে ৩.৯১ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট। 

ভারতে যে মাঠেই রাচিন খেলতে যান না কেন, ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। বিশেষ করে, পৈতৃক নিবাস বেঙ্গালুরু শহরের চিন্নস্বামী স্টেডিয়ামের গ্যালারি থেকে এসেছে তাঁর নামে উল্লাসধ্বনি। ভারতে বিশ্বকাপ খেলতে এসে অক্টোবর সেরার পুরস্কার জেতা রাচিন বলেন, ‘এই পুরস্কার জিতে আমি খুবই কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে ও দলের জন্য গত মাসটা আমার জন্য বিশেষ। ভারতে বিশ্বকাপ খেলতে পারাটা সত্যিই বিশেষ কিছু।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত