
২০২৩ বিশ্বকাপ রাচিন রবীন্দ্র রাঙাচ্ছেন নিজের মতো করে। প্রথমবারের মতো খেলতে এসে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। সেটারই পুরস্কার হিসেবে রাচিন হয়েছেন আইসিসির ২০২৩ এর অক্টোবর মাসের সেরা ক্রিকেটার।
এবারের বিশ্বকাপে এরই মধ্যে ৯ ম্যাচ খেলে ফেলেছেন রাচিন। ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ৫৬৫ রান। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে তিন সেঞ্চুরির কীর্তি গড়েছেন। ২৫ বছর পূর্ণ হওয়ার আগে নির্দিষ্ট কোনো বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেলেছেন। কুইন্টন ডি কক ও জসপ্রীত বুমরাকে টপকে অক্টোবরের সেরা ক্রিকেটার হয়েছেন রাচিন। যেখানে গত মাসে রাচিন, ডি কক ও বুমরা পাল্লা দিয়ে পারফর্ম করেছেন। ৮১.২০ গড় ও ১০৭.৬৯ স্ট্রাইক রেটে অক্টোবরে রাচিন করেন ৪০৬ রান। দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছিলেন তিনি। আর ডি কক ৬ ওয়ানডেতে ৩ সেঞ্চুরিতে ৪৩১ রান করে অক্টোবরে এই সংস্করণে সর্বোচ্চ রান করেন। বুমরা ৬ ওয়ানডেতে গত মাসে ৩.৯১ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট।
ভারতে যে মাঠেই রাচিন খেলতে যান না কেন, ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। বিশেষ করে, পৈতৃক নিবাস বেঙ্গালুরু শহরের চিন্নস্বামী স্টেডিয়ামের গ্যালারি থেকে এসেছে তাঁর নামে উল্লাসধ্বনি। ভারতে বিশ্বকাপ খেলতে এসে অক্টোবর সেরার পুরস্কার জেতা রাচিন বলেন, ‘এই পুরস্কার জিতে আমি খুবই কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে ও দলের জন্য গত মাসটা আমার জন্য বিশেষ। ভারতে বিশ্বকাপ খেলতে পারাটা সত্যিই বিশেষ কিছু।’

২০২৩ বিশ্বকাপ রাচিন রবীন্দ্র রাঙাচ্ছেন নিজের মতো করে। প্রথমবারের মতো খেলতে এসে রানের বন্যা বইয়ে দিচ্ছেন। গড়ে চলেছেন একের পর এক রেকর্ড। সেটারই পুরস্কার হিসেবে রাচিন হয়েছেন আইসিসির ২০২৩ এর অক্টোবর মাসের সেরা ক্রিকেটার।
এবারের বিশ্বকাপে এরই মধ্যে ৯ ম্যাচ খেলে ফেলেছেন রাচিন। ৩ সেঞ্চুরি ও ২ ফিফটিতে করেছেন ৫৬৫ রান। নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে এক বিশ্বকাপে তিন সেঞ্চুরির কীর্তি গড়েছেন। ২৫ বছর পূর্ণ হওয়ার আগে নির্দিষ্ট কোনো বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে ফেলেছেন। কুইন্টন ডি কক ও জসপ্রীত বুমরাকে টপকে অক্টোবরের সেরা ক্রিকেটার হয়েছেন রাচিন। যেখানে গত মাসে রাচিন, ডি কক ও বুমরা পাল্লা দিয়ে পারফর্ম করেছেন। ৮১.২০ গড় ও ১০৭.৬৯ স্ট্রাইক রেটে অক্টোবরে রাচিন করেন ৪০৬ রান। দুটি করে সেঞ্চুরি ও ফিফটি করেছিলেন তিনি। আর ডি কক ৬ ওয়ানডেতে ৩ সেঞ্চুরিতে ৪৩১ রান করে অক্টোবরে এই সংস্করণে সর্বোচ্চ রান করেন। বুমরা ৬ ওয়ানডেতে গত মাসে ৩.৯১ ইকোনমিতে নিয়েছেন ১৪ উইকেট।
ভারতে যে মাঠেই রাচিন খেলতে যান না কেন, ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন। বিশেষ করে, পৈতৃক নিবাস বেঙ্গালুরু শহরের চিন্নস্বামী স্টেডিয়ামের গ্যালারি থেকে এসেছে তাঁর নামে উল্লাসধ্বনি। ভারতে বিশ্বকাপ খেলতে এসে অক্টোবর সেরার পুরস্কার জেতা রাচিন বলেন, ‘এই পুরস্কার জিতে আমি খুবই কৃতজ্ঞ। ব্যক্তিগতভাবে ও দলের জন্য গত মাসটা আমার জন্য বিশেষ। ভারতে বিশ্বকাপ খেলতে পারাটা সত্যিই বিশেষ কিছু।’

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
১২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
১৩ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১৪ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১৪ ঘণ্টা আগে