নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল হঠাৎই একটা পোস্ট দিয়ে জিমি সিডন্স জানিয়েছেন, আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে থাকছেন না। জাতীয় দলের আশপাশে থাকা ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের সঙ্গে কাজ করবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এ ব্যাপারে গতকাল ব্যাখ্যা না দিলেও আজ প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সিডন্সের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে তাঁর সার্ভিস নেবে বিসিবি।
বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বিসিবির সঙ্গে সিডন্সের যে চুক্তি, সেখানে তার যে কাজের ধরন, সেখানে বলা আছে বিসিবির ব্যাটিং কোচ ও ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। আমরা তার সার্ভিস বিভিন্ন পর্যায়ে নেব। আমরা যখন যেখানে অনুভব করব তার সার্ভিসটা আমাদের দরকার, সেখানে নেব।’
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা যোগ করেন ‘শুরুতে তাকে আমাদের জাতীয় দলের সঙ্গে কাজ করতে দিয়েছিলাম। পরবর্তীতে জিমিও (সিডন্স) আগ্রহ দেখিয়েছে তরুণদের সঙ্গে কাজ করার। তার সঙ্গে কথাবার্তা ও সবকিছু থেকেই মূলত এটা হয়েছে।’
গত বছরের ফেব্রুয়ারিতে বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন সিডন্স। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। এক বছরের কিছু বেশি সময় কাজ করার পর তিনি আর এ দায়িত্বে থাকছেন না।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে সিডন্স লেখেন, ‘সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করব না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার।’
অস্ট্রেলিয়ান কোচ পোস্টে আরও লেখেন, ‘আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি। বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি! জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশির ভাগ স্কিল ডেভেলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ 'এ' দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে উন্মুখ আছি আমি।’
সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। এরপরে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশে আসেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে গতকাল হঠাৎই একটা পোস্ট দিয়ে জিমি সিডন্স জানিয়েছেন, আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে থাকছেন না। জাতীয় দলের আশপাশে থাকা ‘এ’ দল ও বাংলাদেশ টাইগার্সের সঙ্গে কাজ করবেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অবশ্য এ ব্যাপারে গতকাল ব্যাখ্যা না দিলেও আজ প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী জানিয়েছেন, সিডন্সের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে তাঁর সার্ভিস নেবে বিসিবি।
বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নিজাম উদ্দিন চৌধুরী বলেন, ‘বিসিবির সঙ্গে সিডন্সের যে চুক্তি, সেখানে তার যে কাজের ধরন, সেখানে বলা আছে বিসিবির ব্যাটিং কোচ ও ব্যাটিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি। আমরা তার সার্ভিস বিভিন্ন পর্যায়ে নেব। আমরা যখন যেখানে অনুভব করব তার সার্ভিসটা আমাদের দরকার, সেখানে নেব।’
বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা যোগ করেন ‘শুরুতে তাকে আমাদের জাতীয় দলের সঙ্গে কাজ করতে দিয়েছিলাম। পরবর্তীতে জিমিও (সিডন্স) আগ্রহ দেখিয়েছে তরুণদের সঙ্গে কাজ করার। তার সঙ্গে কথাবার্তা ও সবকিছু থেকেই মূলত এটা হয়েছে।’
গত বছরের ফেব্রুয়ারিতে বিসিবির ব্যাটিং পরামর্শক হিসেবে যোগ দিয়েছিলেন সিডন্স। দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ দলের ব্যাটিং কোচের দায়িত্ব পালন করেন তিনি। এক বছরের কিছু বেশি সময় কাজ করার পর তিনি আর এ দায়িত্বে থাকছেন না।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে সিডন্স লেখেন, ‘সংক্ষিপ্ত ছুটি শেষে ঢাকায় ফিরেছি। এখন থেকে আমি আর বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে কাজ করব না। যেহেতু আমি মনে করি, দলের বাইরে থাকা আগামী প্রজন্মের খেলোয়াড়দের ভালোভাবে দেখাশোনা ও দেশের হয়ে খেলতে পরবর্তী সুযোগের জন্য তাদের উন্নতি নিশ্চিত করাটাই বিসিবির জন্য সেরা প্রতিদান হবে আমার।’
অস্ট্রেলিয়ান কোচ পোস্টে আরও লেখেন, ‘আমি তরুণদের কোচিং করাতে ভালোবাসি। বিসিবি ও আমি সেই সিদ্ধান্তই নিয়েছি! জাতীয় দলের সঙ্গে কাজ করার যে মর্যাদা সেটা আমার ভালো লাগে, তবে বেশির ভাগ স্কিল ডেভেলপমেন্ট, উন্নতি এবং অনুশীলন হয় নেটে। ভবিষ্যৎ খেলোয়াড়দের সঙ্গে বাংলাদেশ 'এ' দল ও বাংলাদেশ টাইগার্সের হয়ে কাজ করতে উন্মুখ আছি আমি।’
সিডন্স ২০০৭ সালের অক্টোবরে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপের পর তিনি পদত্যাগ করেন। এরপরে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ব্যাটিং কোচের দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশে আসেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে বেছে নেবে আইসিসি, এমন খবর বের হয়েছিল আজ। তবে এর কোনো সত্যতা খুঁজে পায়নি বিসিবি। ইংল্যান্ডের প্রথম সারির সংবাদমাধ্যমটি জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে আইসিসির সঙ্গে এখন পর্যন্ত কোনো কথাই হয়নি স্কটল্যান্ডের।
৭ ঘণ্টা আগে
সিলেট টাইটানস এবং রংপুর রাইডার্সের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের প্লে অফ। এলিমিনেটরে আগামীকাল দুপুর দেড়টায় মাঠে নামবে দুদল। শেষ চারের ম্যাচে লিটন দাসের দলের বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা দিলেন সিলেটের ইংলিশ ব্যাটার ইথান ব্রুকস।
৭ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে জল কম ঘোলা হচ্ছে না। এই ইস্যুতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বলে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এরপর থেকেই বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই মাঝে নতুন করে আলোচনায় এলেন মোস্তাফিজ। সেটা মাঠের পারফরম্যান্সের স্বীকৃতি দিয়ে
৯ ঘণ্টা আগে
ইএসপিএনক্রিকইনফোসহ ভারতের আরও বেশ কিছু সংবাদমাধ্যম জানিয়েছিল, টি-টোয়েন্ট বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ডেডলাইন ঠিক করে দিয়েছে আইসিসি। তবে বিষয়টির সত্যতা নেই বলে জানিয়েছেন বিসিবির বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন।
১২ ঘণ্টা আগে