ক্রীড়া ডেস্ক

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই চলছে ভারত-পাকিস্তান লড়াই। ভারতের আপত্তিতে আয়োজক সমস্যার সমাধান করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) হাইব্রিড মডেলে সমাধান দিতে হয়েছে। সেই সমস্যার সমাধান হতে না হতে টুর্নামেন্ট যখন আসি আসি করছিল, তখন তৈরি হয় ভারতের পতাকা নিয়ে ঝামেলা।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। সেই ম্যাচের আগে গতকাল করাচির মাঠে দেখা গেছে ভারতের পতাকা। পাকিস্তানের মাঠে ভারতের তেরঙ্গা পতাকা ওড়ার ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। নিজের অফিশিয়াল এক্সে পাকিস্তানি সাংবাদিক ফরিদ খান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা উঠানো হয়েছে। কী দারুণ এক মুহূর্ত।’ সাত ভারতীয় সাংবাদিককে যে পাকিস্তান ভিসা দিয়েছে, সেটা ফরিদ তাঁর পোস্টে উল্লেখ করেছেন।
১৬ ফেব্রুয়ারি পাকিস্তানে হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। লাহোরের ঐতিহাসিক দিওয়ান-ই-আম দুর্গে সবুজ রংয়ের লেজার লাইট দিয়ে দেখানো হয়েছে, ‘২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান।’ দুর্গের দুই পাশে সবুজ আলোয় অনেকবার দেখা গেছে ‘প্যাশন’ লেখা। সেদিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচি ন্যাশনাল স্টেডিয়াম—পাকিস্তানের এই দুই মাঠেই অংশগ্রহণকারী সাত দলের পতাকা উড়েছে। তবে দেখা যায়নি ভারতের পতাকা। সামাজিক মাধ্যমে এই নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই দাবি করেছিলেন, বিসিসিআইয়ের ওপর প্রতিশোধ নিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের পতাকা ওড়ায়নি।
ভারতের পতাকা কেন উড়েনি পাকিস্তানের মাঠে, এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে পিসিবি। হিন্দুস্তান টাইমসকে এক পিসিবি কর্মকর্তা বলেন, ‘আইসিসির নির্দেশ দিয়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দিনে চার পতাকা থাকা উচিত। আইসিসি (ইভেন্টের কর্তৃপক্ষ), পিসিবি (আয়োজক) ও সেদিন কোন দুই দল খেলবে তাদের পতাকা থাকবে।’ এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কী ভাবছে, সেই প্রশ্ন এসেছে সহসভাপতি রাজীব শুক্লার কাছে। বিসিসিআই সহসভাপতি গতকাল বলেন, ‘প্রথমত ভারতের পতাকা সেখানে আছে কি নেই, সেটা আমাদের নিশ্চিত হতে হবে। না থাকলে অবশ্যই সেটা থাকা উচিত। অংশ নেওয়া সব দেশের পতাকাই তো সেখানে থাকা উচিত।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। তবে আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। কারণ, নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেট দল যেতে চাচ্ছে না পাকিস্তানে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। দুবাইয়ে পাঁচটি ম্যাচ হতে পারে। গ্রুপ পর্বে ভারতের তিন ম্যাচ ও একটি সেমিফাইনাল তো থাকছেই। এমনকি ভারত ফাইনালে উঠলে সেটা হবে দুবাইয়ে। অন্যথায় ভারতেই হবে ফাইনাল।

চ্যাম্পিয়নস ট্রফি শুরুর আগেই চলছে ভারত-পাকিস্তান লড়াই। ভারতের আপত্তিতে আয়োজক সমস্যার সমাধান করতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থাকে (আইসিসি) হাইব্রিড মডেলে সমাধান দিতে হয়েছে। সেই সমস্যার সমাধান হতে না হতে টুর্নামেন্ট যখন আসি আসি করছিল, তখন তৈরি হয় ভারতের পতাকা নিয়ে ঝামেলা।
করাচি ন্যাশনাল স্টেডিয়ামে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে আজ শুরু হয়েছে চ্যাম্পিয়নস ট্রফি। সেই ম্যাচের আগে গতকাল করাচির মাঠে দেখা গেছে ভারতের পতাকা। পাকিস্তানের মাঠে ভারতের তেরঙ্গা পতাকা ওড়ার ছবি ভাইরাল হয়ে যায় মুহূর্তেই। নিজের অফিশিয়াল এক্সে পাকিস্তানি সাংবাদিক ফরিদ খান একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘করাচি ন্যাশনাল স্টেডিয়ামে ভারতের পতাকা উঠানো হয়েছে। কী দারুণ এক মুহূর্ত।’ সাত ভারতীয় সাংবাদিককে যে পাকিস্তান ভিসা দিয়েছে, সেটা ফরিদ তাঁর পোস্টে উল্লেখ করেছেন।
১৬ ফেব্রুয়ারি পাকিস্তানে হয়েছে চ্যাম্পিয়নস ট্রফির জমকালো উদ্বোধনী অনুষ্ঠান। লাহোরের ঐতিহাসিক দিওয়ান-ই-আম দুর্গে সবুজ রংয়ের লেজার লাইট দিয়ে দেখানো হয়েছে, ‘২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি পাকিস্তান।’ দুর্গের দুই পাশে সবুজ আলোয় অনেকবার দেখা গেছে ‘প্যাশন’ লেখা। সেদিন লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম, করাচি ন্যাশনাল স্টেডিয়াম—পাকিস্তানের এই দুই মাঠেই অংশগ্রহণকারী সাত দলের পতাকা উড়েছে। তবে দেখা যায়নি ভারতের পতাকা। সামাজিক মাধ্যমে এই নিয়ে শুরু হয় তুমুল সমালোচনা। অনেকেই দাবি করেছিলেন, বিসিসিআইয়ের ওপর প্রতিশোধ নিতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতের পতাকা ওড়ায়নি।
ভারতের পতাকা কেন উড়েনি পাকিস্তানের মাঠে, এ ব্যাপারে ব্যাখ্যা দিয়েছে পিসিবি। হিন্দুস্তান টাইমসকে এক পিসিবি কর্মকর্তা বলেন, ‘আইসিসির নির্দেশ দিয়েছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফির দিনে চার পতাকা থাকা উচিত। আইসিসি (ইভেন্টের কর্তৃপক্ষ), পিসিবি (আয়োজক) ও সেদিন কোন দুই দল খেলবে তাদের পতাকা থাকবে।’ এ বিষয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) কী ভাবছে, সেই প্রশ্ন এসেছে সহসভাপতি রাজীব শুক্লার কাছে। বিসিসিআই সহসভাপতি গতকাল বলেন, ‘প্রথমত ভারতের পতাকা সেখানে আছে কি নেই, সেটা আমাদের নিশ্চিত হতে হবে। না থাকলে অবশ্যই সেটা থাকা উচিত। অংশ নেওয়া সব দেশের পতাকাই তো সেখানে থাকা উচিত।’
২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ২৯ বছর পর কোনো আইসিসি ইভেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। তবে আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। কারণ, নিরাপত্তার কারণে ভারতীয় ক্রিকেট দল যেতে চাচ্ছে না পাকিস্তানে। ‘এ’ গ্রুপে বাংলাদেশ, নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। দুবাইয়ে পাঁচটি ম্যাচ হতে পারে। গ্রুপ পর্বে ভারতের তিন ম্যাচ ও একটি সেমিফাইনাল তো থাকছেই। এমনকি ভারত ফাইনালে উঠলে সেটা হবে দুবাইয়ে। অন্যথায় ভারতেই হবে ফাইনাল।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
৯ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১০ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১০ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে