ক্রীড়া ডেস্ক

প্রায় ৩ বছর পর বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে। ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে এই ছয় ম্যাচ।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ-ভারত সিরিজের সূচি প্রকাশ করেছে। ১৭ আগস্ট মিরপুর শেরেবাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। মিরপুরেই ২০ আগস্ট হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ওয়ানডে খেলতে দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ আগস্ট হবে বাংলাদেশ-ভারত সিরিজের তৃতীয় ওয়ানডে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত। চট্টগ্রামে ২৬ আগস্ট শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে মিরপুরে। ২৯ ও ৩১ আগস্ট হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। ১৩ আগস্ট ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে। ১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়বে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-ভারত সবশেষ মুখোমুখি হয়েছে এ বছরের ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে। গ্রুপ পর্বের সেই ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। দল দুটি সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। সেবার দুই টেস্ট, তিন টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছিল বাংলাদেশ।
ভারতের বিপক্ষে অবশ্য সবশেষ দুটি ওয়ানডে সিরিজেই জিতেছে বাংলাদেশ। দুটি সিরিজই হয়েছে বাংলাদেশের মাঠে। ২০২২ সালে সবশেষ ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। তখন বাংলাদেশের অধিনায়ক ছিলেন লিটন। আর ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশ সেই ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে ভারতের বিপক্ষে।
বাংলাদেশ-ভারত সিরিজের সূচি
ওয়ানডে সিরিজ
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম ওয়ানডে ১৭ আগস্ট মিরপুর
দ্বিতীয় ওয়ানডে ২০ আগস্ট মিরপুর
তৃতীয় ওয়ানডে ২৩ আগস্ট চট্টগ্রাম
টি-টোয়েন্টি সিরিজ
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ২৬ আগস্ট চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ আগস্ট মিরপুর
তৃতীয় টি-টোয়েন্টি ৩১ আগস্ট মিরপুর

প্রায় ৩ বছর পর বাংলাদেশে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে আসছে ভারতীয় ক্রিকেট দল। সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ হবে। ১৭ আগস্ট থেকে ৩১ আগস্ট পর্যন্ত হবে এই ছয় ম্যাচ।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বাংলাদেশ-ভারত সিরিজের সূচি প্রকাশ করেছে। ১৭ আগস্ট মিরপুর শেরেবাংলায় সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। মিরপুরেই ২০ আগস্ট হবে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ওয়ানডে খেলতে দুই দলকেই ভেন্যু বদলাতে হবে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ২৩ আগস্ট হবে বাংলাদেশ-ভারত সিরিজের তৃতীয় ওয়ানডে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ-ভারত। চট্টগ্রামে ২৬ আগস্ট শুরু হচ্ছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ দুই টি-টোয়েন্টি হবে মিরপুরে। ২৯ ও ৩১ আগস্ট হবে দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি। ১৩ আগস্ট ভারতীয় ক্রিকেট দল বাংলাদেশে আসবে। ১ সেপ্টেম্বর বাংলাদেশ ছাড়বে ভারত।
আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশ-ভারত সবশেষ মুখোমুখি হয়েছে এ বছরের ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে। গ্রুপ পর্বের সেই ম্যাচে বাংলাদেশকে ৬ উইকেটে হারিয়েছিল ভারত। দল দুটি সবশেষ দ্বিপক্ষীয় সিরিজ খেলেছে গত বছরের সেপ্টেম্বর-অক্টোবরে। সেবার দুই টেস্ট, তিন টি-টোয়েন্টি মিলিয়ে পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছিল বাংলাদেশ।
ভারতের বিপক্ষে অবশ্য সবশেষ দুটি ওয়ানডে সিরিজেই জিতেছে বাংলাদেশ। দুটি সিরিজই হয়েছে বাংলাদেশের মাঠে। ২০২২ সালে সবশেষ ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতে বাংলাদেশ। তখন বাংলাদেশের অধিনায়ক ছিলেন লিটন। আর ২০১৫ সালে মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে বাংলাদেশ সেই ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জেতে ভারতের বিপক্ষে।
বাংলাদেশ-ভারত সিরিজের সূচি
ওয়ানডে সিরিজ
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম ওয়ানডে ১৭ আগস্ট মিরপুর
দ্বিতীয় ওয়ানডে ২০ আগস্ট মিরপুর
তৃতীয় ওয়ানডে ২৩ আগস্ট চট্টগ্রাম
টি-টোয়েন্টি সিরিজ
ম্যাচ তারিখ ভেন্যু
প্রথম টি-টোয়েন্টি ২৬ আগস্ট চট্টগ্রাম
দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ আগস্ট মিরপুর
তৃতীয় টি-টোয়েন্টি ৩১ আগস্ট মিরপুর

বিপিএলের চলতি পর্বে রংপুর রাইডার্সের হয়ে ওপেনিংয়ে নেমে ধারাবাহিকভাবে রান করছেন তাওহীদ হৃদয়। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে দিয়ে ওপেনিং করানোর পরিকল্পনা নেই বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাসের। সবকিছু ঠিক থাকলে মিডল অর্ডারেই নামতে হবে হৃদয়কে।
২৫ মিনিট আগে
হাসান মাহমুদকে স্কয়ার লেগে বলটা ঠেলে তাওহীদ হৃদয় ২ রান নিতেই রংপুর রাইডার্সের ডাগআউট থেকে ভেসে আসে করতালির শব্দ। সেঞ্চুরি ছোঁয়ার পর হৃদয় হেলমেট খুলে উঁচিয়ে ধরলেন তাঁর ব্যাট। তিন অঙ্ক ছুঁয়ে মিরপুর শেরেবাংলার পিচে সিজদা দিয়েছেন ২৫ বছর বয়সী এই ওপেনার।
৩ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর তিন সপ্তাহও বাকি নেই। তবে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। চলমান সংকটের মাঝেই এবার আইসিসির চিন্তা বাড়িয়ে দিল পাকিস্তান। বাংলাদেশের সমস্যার সমাধান করতে না পারলে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে তারা। এমনটাই জানিয়েছে পাকিস্তানের
৪ ঘণ্টা আগে
৭ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে চলছে নানা রকম জটিলতা। ভারতের মাঠে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে এখনো অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাশাপাশি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের ভারতীয় ভিসা না পাওয়ার ব্যাপারেও চলছে নানারকম কথাবার্তা।
৫ ঘণ্টা আগে